বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আবারো শুরু হয়েছে গেস্টরুমের নামে মানসিক নিপীড়ন। সোহরাওয়ার্দী হল, ফজলুল হক হল, বঙ্গবন্ধু শেখ মুজিব হল ও আশরাফুল হক হলের প্রথম বর্ষের শিক্ষার্থীরা এ অভিযোগ তুলেছেন।

অভিযোগকারীদের দাবি, তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে উদ্ভট নিয়ম শেখানো ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সোহরাওয়ার্দী হলের প্রথম বর্ষের ভুক্তভোগী এক শিক্ষার্থী বলেন, “গতকাল শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের মোবাইল নিজের রুমে রেখে রিডিং রুমে আসার নির্দেশ দেওয়া হয়। এরপরে দ্বিতীয় বর্ষের প্রায় ২০ জন শিক্ষার্থী হলের কিছু উদ্ভট নিয়ম আমাদের জানান, যা আমাদের মানতেই হবে। এর মধ্যে রয়েছে- সাইকেল চালানো যাবে না, দ্বিতীয় তলায় যাওয়া যাবে না, বড় ভাইদের সঙ্গে দিনে যতবার দেখা হবে ততবার সালাম, পরিচয় ও হ্যান্ডশেইক করতে হবে, হলে লুঙ্গি পরা যাবে না, হলের গ্রন্থাগারে ল্যাপটপ নিয়ে যাওয়া যাবে না, হলের ক্যান্টিনে যাওয়া যাবে না ইত্যাদি।”

তিনি বলেন, “এরপরে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা এসে আমাদের কিছু দাবি-দাওয়া জানতে চান। আমরা তাদের আমাদের হলভিত্তিক বিভিন্ন সমস্যার কথা জানাই। এরপরে তারা চলে গেলে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।” 

ভুক্তভোগী ওই শিক্ষার্থী আরও বলেন, “হাত বাকা রেখে দাঁড়ানো, মাথা উঁচু বা নিচু রাখা ইত্যাদি ছোটখাটো ভুলের জন্য একজন একজন করে ডেকে গালিগালাজ ও শাস্তি দেওয়া হয়েছে। শাস্তিগুলোর মধ্যে ছিল ১০ ধরনের হাসি, ১০ ধরনের সালাম, গাছে ঝুলে থাকার অভিনয় এবং নাচ। এ ধরনের চাপের মধ্যে একজন শিক্ষার্থী মাথা ঘুরে পড়ে যান।”

সোহরাওয়ার্দী হলের আরেক ভুক্তভোগী শিক্ষার্থী জানান, গেস্টরুম চলাকালীন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তাদের বলেছেন, এটি নিয়ে হলের প্রাধ্যক্ষের কাছে বিচার জানিয়ে কোনো লাভ হবে না। কারণ হলের প্রাধ্যক্ষের কথা অনুযায়ি গেস্টরুম করানো হচ্ছে। সিনিয়ররা বিগত ১ বছর গেস্টরুম সহ্য করেছেন, এখন নবীনদেরও একই নিয়মে গেস্টরুম সহ্য করতে হবে।”

নাম প্রকাশ না করা শর্তে ফজলুল হক হলের প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, “গতকাল রাত সাড়ে ১০টার দিকে ফজলুল হক হলের কমনরুম থেকে এক শিক্ষার্থীকে বেশ কয়েকজন কাঁধে করে নিয়ে যাচ্ছিল। ওই শিক্ষার্থীকে দেখে মনে হচ্ছিল, কমনরুমে দীর্ঘক্ষণ থাকায় তিনি কোন শারীরিক সমস্যায় ভুগছেন। গেস্টরুমে সাধারণত দরজা-জানালা বন্ধ রাখা হয়, সে কারণে অনেকের শ্বাসকষ্টের সমস্যা হয়ে যায়।”

গেস্টরুমের বিষয়ে ফজলুল হক হলের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বললে তারা জানান, গতকাল (শনিবার) রাতে ফজলুল হক হলের গেস্টরুমে দরজা, জানালা, জানালার পর্দা বন্ধ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের গেস্টরুম করানো হয়েছে। গেস্টরুম চলাকালীন তাদের মোবাইল ফোনও নিয়ে নেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। 

তবে অনেকেই জানিয়েছেন, হলের টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে জুনিয়রদের নিয়ে একসঙ্গে কমনরুমে বসা হয়েছিল।

এদিকে, দুইদিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব হলেও প্রথম বর্ষের শিক্ষার্থীদের ডেকে গেস্টরুম করানো হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। তাদের হলের অদ্ভুত কিছু নিয়মের তালিকা দেওয়া হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে সেগুলো আর মেনে চলা লাগবে না বলে জানানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে আশরাফুল হক হলের প্রথম বর্ষের এক শিক্ষার্থী জানান, গতকাল (শনিবার) রাতে তাদের হলের গেস্টরুমে ডেকে পরিচয় দেওয়া শেখানো হয়। হলের সিনিয়রদের সামনে কিভাবে নিজেদের পরিচয় দিতে হবে সেটি তাদের শেখান হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। তবে তাদের কোনো গালিগালাজ বা শারীরিক কোন নির্যাতন করা হয়নি।

এ বিষয়ে সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড.

মো. বজলুর রহমান মোল্যা বলেন, “হলে কোনো ধরনের গেস্টরুম চলবে না বলে আমি নির্দেশ দিয়েছিলাম। শিক্ষার্থীদের ওপর চাপ আসলে আমাকে জানাতে বলেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আমি তাদের সঙ্গে বসে ঘটনার তদন্ত করব।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, “গেস্টরুম বন্ধে প্রশাসন কঠোর। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের শাস্তির আওতায় আনা হবে।”

ঢাকা/লিখন/মেহেদী

উৎস: Risingbd

এছাড়াও পড়ুন:

নদীতে মিলল স্কুলছাত্রের লাশ, চার সহপাঠী আটক

চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদী থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে লাশটি উদ্ধার হয়। পুলিশ বলছে, পরিকল্পিতভাবে মারধরের পর ওই স্কুলছাত্রকে নদীতে ফেলে দেয় তার কয়েকজন সহপাঠী। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

নিহত স্কুলছাত্রের নাম রাহাত ইসলাম (১২)। সে নগরের চান্দগাঁও সানোয়ারা বয়েজ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে চান্দগাঁও থানার পূর্ব ফরিদেরপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে। সকালে হামিদচর এলাকায় নদীতে রাহাতের লাশ দেখতে পেয়ে বাসিন্দারা পুলিশকে খবর দেন। এরপর তার লাশ উদ্ধার হয়।

নিহত রাহাতের বাবা লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে গতকাল মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হয়। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক স্থানে সন্ধানের পরও খোঁজ না পেয়ে বিষয়টি রাতেই পুলিশকে জানানো হয়েছিল। সকালে ছেলের লাশ পাওয়া যায়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বন্ধুরা রাহাতকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন তিনি।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত স্কুলছাত্রের চার সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘বাচ্চাটি যাবে না, ম্যাডাম’: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের সন্তানের সঙ্গে মায়ের বিচ্ছেদ
  • প্রযোজক তার সঙ্গে রাত কাটাতে বলেন: অঞ্জনা
  • বৈষম্যবিরোধীদের তোপের মুখে যশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদত্যাগ
  • শ্রীলঙ্কার মাটিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
  • মিরাজ বীরত্বে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখলো বাংলাদেশ
  • সেঞ্চুরির পর ৫ উইকেট, মিরাজ ধন্যবাদ দিলেন ৬ জনকে
  • পেশায় বাসচালক, আড়ালে করেন ইয়াবার কারবার
  • ঢাকায় চালান পৌঁছে প্রতি মাসে পান ৬ লাখ টাকা
  • ১৭ মাস পর দেশের মাটিতে টেস্ট জয় বাংলাদেশের
  • নদীতে মিলল স্কুলছাত্রের লাশ, চার সহপাঠী আটক