Samakal:
2025-09-18@03:13:14 GMT

সেই সাকিবই এবার ‘টাইমড আউট’

Published: 13th, January 2025 GMT

সেই সাকিবই এবার ‘টাইমড আউট’

দিল্লিতে সেদিন বিতর্কের ঝড় উঠেছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউটে। আইনসিদ্ধভাবে আউট করে সেদিন প্রশ্নবিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। ‘স্পিরিট অব স্পোর্টস’ নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা হলেও ক্রিকেটের পণ্ডিতরা সাকিবের পক্ষেই ছিলেন। বিশ্বকাপে ম্যাথিউসকে টাইমড আউট করা ম্যাচটি জিতে নেওয়ার নায়কও ছিলেন সাকিব। অধিনায়কের কৃতিত্বে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। দেশের স্বার্থে ২০২৩ সালের ৬ নভেম্বর বিতর্ক মাথা পেতে নেওয়া সেই সাকিবই এবার ‘টাইমড আউট’। 

যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য মরিয়া ছিলেন, তাতে আর খেলা হবে না তাঁর। গতকাল ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে রাখা হয়নি তাঁকে। অথচ তিনি চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ছেড়ে দেবেন ওয়ানডে ক্রিকেট। সে সুযোগ যেহেতু দেওয়া হচ্ছে না, তখন ধরেই নিতে পারেন আন্তর্জাতিক ক্রিকেট থেকেই টাইমড আউট সাকিব।

বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। ছেলে-বুড়ো সবার মুখেই একসময় এ স্লোগান শোনা গেছে। আসলে দেশের ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। বিশ্বের কাছে দেশের দূত হয়ে ওঠা বাঁহাতি এ অলরাউন্ডার দেশেই এখন অপাঙক্তেয়। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়ে সর্বজন থেকে হয়ে হয়ে গেছেন একাংশের। তাই তো আওয়ামী লীগের পতনে দেশে ফেরার পথ বন্ধ হয়ে গেছে। পাকিস্তান ও ভারতে সিরিজ খেলার সুযোগ পেলেও দেশে ফেরার অনুমতি দেওয়া হয়নি তাঁকে। মাঠ থেকে বিদায় জানাতে পারেননি টেস্ট ক্রিকেটকে। টি২০ ছেড়েছেন বিশ্বকাপের মাঠে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ছাড়তে চেয়েছিলেন ওয়ানডে ক্রিকেট। পেছনে অদৃশ্য শক্তি লেগে থাকায় তাঁকে সে সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বিসিবির পক্ষেও। 

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তাই দল ঘোষণার সংবাদ সম্মেলনে পাশ কাটিয়ে যেতে চাইলেন সাকিব ইস্যু। তিনি শুধু বললেন, ‘বোলিং অ্যাকশন নিয়ে সমস্যার পরীক্ষায় নেগেটিভ, তাই শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবে। আমরা তাকে দল গঠনে ব্যাটার হিসেবে বিবেচনা করেছি। কিন্তু কম্বিনেশনে শুধু ব্যাটার হিসেবে তাকে জায়গা দেওয়া যায়নি।’ অথচ শেষ ১০ ওয়ানডেতে তিনটি ফিফটি তাঁর। চল্লিশছোঁয়া ইনিংস দুটি। তাঁর মতো একজনের ব্যাটারেরও এখন দলে জায়গা হয় না।

রাজনীতি নির্বাসন দিয়েছে সাকিবকে। মাথার ওপর ঝুলছে হত্যা মামলা। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে অবৈধ লেনদেন ক্ষতিয়ে দেখার প্রয়োজনে। শেয়ার কেলেঙ্কারিতে জরিমানা হয়েছে। চেক জালিয়াতির মামলায় তলব করেছেন আদালত। অবস্থাদৃষ্টে নায়ক সাকিব পরিণত হয়েছেন খলনায়কে। দেশে ফেরার পথ বন্ধ, জাতীয় দল থেকে ছুড়ে ফেলা হয়েছে, খেলা হবে না দেশের লিগে।

নিয়তির কী নির্মম পরিহাস, বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় বিদেশের লিগেও খেলতে পারছেন না অলরাউন্ডার হিসেবে। কোচ, মাঠ ঠিক না থাকায় বোলিং অ্যাকশন নিয়ে কাজও করতে পারছেন না। সবকিছু বিবেচনায় নিলে আশার জায়গা দেখেন না সাকিবের ঘনিষ্ঠরাও। তবে কি ৩৬ বছর বয়সী অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেল? 

আফগানিস্তানের বিপক্ষে শেষ টি২০, শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে (বিশ্বকাপ) এবং ভারতের বিপক্ষে খেলা কানপুর টেস্টটি হয়তো তাঁর শেষ। এখন পাকাপাকি ফুরিয়ে যেতে দেখার অপেক্ষা। বোলিং ত্রুটিমুক্ত হতে না পারলে লিপুর মতো বিদেশিরাও বলবেন ব্যাটার সাকিবকে চাই না, চাই সব্যসাচী সাকিবকে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল

মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের নানা অনিয়ম নিয়ে রাইজিংবিডিতে ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ডেরা রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মানিকগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার (১৭ সেপ্টেম্বর)  বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়েছে। 

জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্স প্রাপ্তির আবেদন করেন। নানা অনিয়মের কারণে তাদের লাইসেন্স নামঞ্জুর করা হয়েছে। রিসোর্টের লাইসেন্স না থাকায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 

২০২৫ সালের ১৪ জানুয়ারি ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’; ১৯ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি। গত ১৩ সেপ্টেম্বর ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরার লাইসেন্স নামঞ্জুর করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। 

সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, “অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ডেরা রিসোর্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদক অনুসন্ধান করে ডেরা রিসোর্টের নানা অনিয়ম তুলে এনেছেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এটি ভালো উদ্যোগ। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করাটাই বড় কাজ। নির্দেশনা বাস্তবায়ন হলে সুশাসন নিশ্চিত হবে।” 

মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার কপি পেয়েছি। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “লাইসেন্সের বিষয়ে কোন নোটিশ এখনও পাইনি আমরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানা নেই। যদি লাইসেন্স বাতিল করে থাকে, তাহলে আমরা আইনিভাবে বিষয়টি সমাধান করব।”

এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এশিউর গ্রুপের অঙ্গসংগঠন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকা/চন্দন/এস

সম্পর্কিত নিবন্ধ