Samakal:
2025-11-03@08:22:00 GMT

সেই সাকিবই এবার ‘টাইমড আউট’

Published: 13th, January 2025 GMT

সেই সাকিবই এবার ‘টাইমড আউট’

দিল্লিতে সেদিন বিতর্কের ঝড় উঠেছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউটে। আইনসিদ্ধভাবে আউট করে সেদিন প্রশ্নবিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। ‘স্পিরিট অব স্পোর্টস’ নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা হলেও ক্রিকেটের পণ্ডিতরা সাকিবের পক্ষেই ছিলেন। বিশ্বকাপে ম্যাথিউসকে টাইমড আউট করা ম্যাচটি জিতে নেওয়ার নায়কও ছিলেন সাকিব। অধিনায়কের কৃতিত্বে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ। দেশের স্বার্থে ২০২৩ সালের ৬ নভেম্বর বিতর্ক মাথা পেতে নেওয়া সেই সাকিবই এবার ‘টাইমড আউট’। 

যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য মরিয়া ছিলেন, তাতে আর খেলা হবে না তাঁর। গতকাল ঘোষিত চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলে রাখা হয়নি তাঁকে। অথচ তিনি চেয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ছেড়ে দেবেন ওয়ানডে ক্রিকেট। সে সুযোগ যেহেতু দেওয়া হচ্ছে না, তখন ধরেই নিতে পারেন আন্তর্জাতিক ক্রিকেট থেকেই টাইমড আউট সাকিব।

বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। ছেলে-বুড়ো সবার মুখেই একসময় এ স্লোগান শোনা গেছে। আসলে দেশের ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। বিশ্বের কাছে দেশের দূত হয়ে ওঠা বাঁহাতি এ অলরাউন্ডার দেশেই এখন অপাঙক্তেয়। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়ে সর্বজন থেকে হয়ে হয়ে গেছেন একাংশের। তাই তো আওয়ামী লীগের পতনে দেশে ফেরার পথ বন্ধ হয়ে গেছে। পাকিস্তান ও ভারতে সিরিজ খেলার সুযোগ পেলেও দেশে ফেরার অনুমতি দেওয়া হয়নি তাঁকে। মাঠ থেকে বিদায় জানাতে পারেননি টেস্ট ক্রিকেটকে। টি২০ ছেড়েছেন বিশ্বকাপের মাঠে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ছাড়তে চেয়েছিলেন ওয়ানডে ক্রিকেট। পেছনে অদৃশ্য শক্তি লেগে থাকায় তাঁকে সে সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বিসিবির পক্ষেও। 

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তাই দল ঘোষণার সংবাদ সম্মেলনে পাশ কাটিয়ে যেতে চাইলেন সাকিব ইস্যু। তিনি শুধু বললেন, ‘বোলিং অ্যাকশন নিয়ে সমস্যার পরীক্ষায় নেগেটিভ, তাই শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবে। আমরা তাকে দল গঠনে ব্যাটার হিসেবে বিবেচনা করেছি। কিন্তু কম্বিনেশনে শুধু ব্যাটার হিসেবে তাকে জায়গা দেওয়া যায়নি।’ অথচ শেষ ১০ ওয়ানডেতে তিনটি ফিফটি তাঁর। চল্লিশছোঁয়া ইনিংস দুটি। তাঁর মতো একজনের ব্যাটারেরও এখন দলে জায়গা হয় না।

রাজনীতি নির্বাসন দিয়েছে সাকিবকে। মাথার ওপর ঝুলছে হত্যা মামলা। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে অবৈধ লেনদেন ক্ষতিয়ে দেখার প্রয়োজনে। শেয়ার কেলেঙ্কারিতে জরিমানা হয়েছে। চেক জালিয়াতির মামলায় তলব করেছেন আদালত। অবস্থাদৃষ্টে নায়ক সাকিব পরিণত হয়েছেন খলনায়কে। দেশে ফেরার পথ বন্ধ, জাতীয় দল থেকে ছুড়ে ফেলা হয়েছে, খেলা হবে না দেশের লিগে।

নিয়তির কী নির্মম পরিহাস, বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় বিদেশের লিগেও খেলতে পারছেন না অলরাউন্ডার হিসেবে। কোচ, মাঠ ঠিক না থাকায় বোলিং অ্যাকশন নিয়ে কাজও করতে পারছেন না। সবকিছু বিবেচনায় নিলে আশার জায়গা দেখেন না সাকিবের ঘনিষ্ঠরাও। তবে কি ৩৬ বছর বয়সী অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেল? 

আফগানিস্তানের বিপক্ষে শেষ টি২০, শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে (বিশ্বকাপ) এবং ভারতের বিপক্ষে খেলা কানপুর টেস্টটি হয়তো তাঁর শেষ। এখন পাকাপাকি ফুরিয়ে যেতে দেখার অপেক্ষা। বোলিং ত্রুটিমুক্ত হতে না পারলে লিপুর মতো বিদেশিরাও বলবেন ব্যাটার সাকিবকে চাই না, চাই সব্যসাচী সাকিবকে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলার একটি বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মশিপুর ইউনিয়নের ছোট ইতালি গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আতাউর রহমান (৩৫) নামের একজন গুরুতর আহত হন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আতাউর কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।।

গতকালের ওই ঘটনার পরপরই ছোট ইতালি গ্রামের বিস্ফোরণস্থল ঘিরে ফেলেন সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও ডিবি সদস্যরা। উদ্ধার করা হয় বেশ কয়েকটি তাজা হাতবোমা। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে উদ্ধার হওয়া হাতবোমাগুলো নিষ্ক্রিয় করেন। পরে বাড়িটি সিলগালা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে আতাউর রহমানসহ কুমিল্লা থেকে আসা চার ব্যক্তি ছোট ইতালি গ্রামের মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়িতে ওঠেন। মুক্তারের স্ত্রী নাছিমা আক্তার (৪৫) মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। গতকাল দুপুর ১২টার দিকে মুক্তারের বাড়ির ভেতরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হন। পরে বাড়ির ভেতর প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় আতাউর রহমানকে উদ্ধার করা হয়। পুলিশকে খবর দেওয়ার পর মুক্তার হোসেনের তিন সহযোগী দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত আতাউরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত হাতবোমা ও কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বাগবাড়ি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। মামলায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত আছে। এ ঘটনার সঙ্গে আগামী নির্বাচনে নাশকতার পরিকল্পনার যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ