গুগল ড্রাইভে ফাইল আপলোডে নতুন যে সুবিধা পাওয়া যাবে
Published: 13th, January 2025 GMT
গুগল ড্রাইভ ব্যবহারকারীদের জন্য সুখবর। ফাইল আপলোডের সময় কমাতে ও সহজে ফাইলে প্রবেশ করতে গুগল ড্রাইভে ‘ডিফারেনশিয়াল’ নামের নতুন সুবিধা যুক্ত করেছে গুগল। এ সুবিধা চালুর ফলে এখন থেকে ফাইলে থাকা তথ্য সম্পাদনার পর পুরো ফাইল নতুন করে আপলোড হবে না, এর পরিবর্তে শুধু সংশোধিত অংশগুলো নতুন করে আপলোড হবে। এর ফলে সিনক্রোনাইজেশন–প্রক্রিয়া আগের চেয়ে অনেক দ্রুত হবে এবং ব্যবহারকারীরা সময় বাঁচানোর পাশাপাশি ইন্টারনেট ডেটাও সাশ্রয় করতে পারবেন।
সম্প্রতি গুগল ওয়ার্কস্পেস আপডেটস ব্লগে প্রকাশিত এক ঘোষণায় ‘ডিফারেনশিয়াল’ আপলোড নামের এই সুবিধা চালুর ঘোষণা দেওয়া হয়। গুগল ড্রাইভে সবার জন্যই সুবিধাটি উন্মুক্ত থাকবে। গুগল জানিয়েছে, সুবিধাটি গুগল ওয়ার্কস্পেসের গ্রাহক এবং ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারী—সবার জন্যই উন্মুক্ত। এটি চালু করতে ব্যবহারকারীদের আলাদাভাবে কিছুই করতে হবে না। ফাইল আপডেট করার সময় এটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। তবে ডিফারেনশিয়াল আপলোড নামের সুবিধাটি এখন শুধু ডেস্কটপ সংস্করণের জন্য চালু করা হয়েছে। পরবর্তী সময়ে সুবিধাটি স্মার্টফোনেও ব্যবহার করা যাবে।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
আরও পড়ুনগুগল ড্রাইভ ব্যবহারকারীদের সতর্ক করল গুগল, কেন১৫ মার্চ ২০২৪.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
দেশের জন্য যা যা করা দরকার, সব করেছেন আহমদ ছফা
আহমদ ছফাকে বুদ্ধিজীবীদের অনেকেই সহ্য করতে পারতেন না। কিন্তু তাঁর বেশির ভাগ কথা এখন সত্যে পরিণত হয়েছে। দেশের সঙ্গে তিনি প্রাণকে যুক্ত করেছিলেন। দেশকে ভালোবেসে যা যা করা দরকার, তার সবকিছু করেছেন।
শুক্রবার বিকেলে আহমদ ছফা স্মৃতি বক্তৃতায় সভাপতির বক্তব্যে অধ্যাপক সলিমুল্লাহ খান এসব কথা বলেন। এশীয় শিল্পী ও সংস্কৃতি সভা জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘আহমদ ছফা স্মৃতি বক্তৃতা-২০২৫’ আয়োজন করে। ‘আহমদ ছফার রাষ্ট্র বাসনা এবং জুলাই গণ–অভ্যুত্থানের পরিচয়’ শীর্ষক স্মৃতি বক্তৃতা দেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের পরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এশীয় শিল্পী ও সাংস্কৃতিক সভার সভাপতি জহিরুল ইসলাম। আহমদ ছফা (১৯৪৩–২০০১) ছিলেন লেখক, প্রগতিশীল সাহিত্যকর্মী ও রাজনৈতিক চিন্তক।
অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ‘আহমদ ছফা ছিলেন মূলত সাহিত্যিক। তবে তিনি সাহিত্যের গণ্ডি পেরিয়ে চিন্তাকে রাষ্ট্রভাবনা বিষয়ে প্রসারিত করেছিলেন। তিনি ছিলেন অনেক দূরদৃষ্টিসম্পন্ন। তিনি এমন বিষয় নিয়ে চিন্তা করেছিলেন, তা অনেক সময় আমরা বুঝতে পারি না।’ ছফা বলেছিলেন, ‘বিপ্লবের একটি নতুন ভাষা থাকতে হবে। মানুষের রাষ্ট্রের বাসনা বুঝতে হবে। দেশটা আমার নিজের বলে মনে করলে তার সমস্যার সমাধানও আমার নিজের মতো করেই ভাবতে হবে।’
স্মৃতি বক্তৃতায় ফারুক ওয়াসিফ বলেন, আহমদ ছফা রাষ্ট্র নিয়ে গভীরভাবে ভেবেছেন। তিনি বলেন, বাংলাদেশ যে ধরনের দেশ সেই বৈশিষ্ট্যকে ধারণ করার মতো কোনো তাত্ত্বিক রাজনৈতিক রূপরেখা নেই। কোনো রাজনৈতিক দলও নেই।
ফারুক ওয়াসিফ বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের পূর্বপরিকল্পনা ছিল না। একাত্তর ছিল অপরিকল্পিত। একইভাবে জুলাই অভ্যুত্থানও হয়েছে অপ্রস্তুতভাবে। এখন জুলাইয়ের নেতারা প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছেন। বড় দলের যে সামর্থ্য আছে, সেই শক্তি–সামর্থ্য তাদের নেই। তারা মিত্রহীন হয়ে পড়েছে।’
আহমদ ছফার বন্ধু ব্যবসায়ী আবদুল হক বলেন, জনগণ রাষ্ট্রের পরিবর্তন চেয়েছিল। বাংলাদেশের নবীন প্রজন্ম সেই পরিবর্তন ঘটিয়েছে। সারা বিশ্ব দেখেছে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে জানে। এখন একটি নতুন রাজনীতি দরকার।