বিপিএলে ঢাকায় প্রথম পর্বের পর সিলেট পর্ব শেষ হয়েছে। বৃহস্পতিবার শুরু হবে চট্টগ্রাম পর্ব। বিপিএলের ঢাকা ও সিলেট পর্ব শেষে ব্যাট হাতে রানে এগিয়ে আছেন সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। বল হাতে রেকর্ড গড়া তাসকিন সবার সেরা। দল হারলেও ভালো ব্যাটিং করে ছক্কার এগিয়ে আছেন ঢাকার তানজিদ তামিম।  

বিপিএলে এখন পর্যন্ত সিলেট দুই ম্যাচে জিতেছে। ব্যাট হাতে দুটিতেই ভালো করেছেন জাকির হাসান। ৬ ম্যাচে তিনি ২৫১ রান করেছেন। বিপিএলে চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগে যা সর্বোচ্চ রান। 

বল হাতে এক ম্যাচেই ৭ উইকেট নিয়ে কীর্তি গড়েন তাসকিন আহমেদ। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে জাতীয় দলের ডানহাতি এই ব্যাটার ১৪ উইকেট নিয়েছেন। 

এবারের বিপিএলে পয়েন্ট টেবিলে সবার নিচে আছে ঢাকা ক্যাপিটালস। তবে দলটির ওপেনার তানজিদ তামিম রান পেয়েছেন। তিনি ৭ ম্যাচের মধ্যে একটি সেঞ্চুরি ও ফিফটি পেয়েছেন। ৭ ম্যাটে ১৬টি ছক্কা মেরেছেন বাঁ-হাতি এই ব্যাটার। তার সমান ১৬ ছক্কা মেরেছেন ইয়াসির আলী রাব্বি ও পাকিস্তানের খুশদিল শাহ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ব প এল

এছাড়াও পড়ুন:

আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। দ্বিতীয় অবস্থানে লাহোর আর তৃতীয় অবস্থানে রয়েছে দিল্লি। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২৯ মিনিটে সংস্থাটির সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর ৩৯২। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ুর মান বিপজ্জনক পর্যায়ে রয়েছে

দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের বায়ুর মানের স্কোর ২৪৭ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ২২৫ অর্থাৎ এখানেও বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

তালিকায় এরপরে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। তারপর ভারতের কলকাতা।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনজে

সম্পর্কিত নিবন্ধ