বিপিএলে ঢাকায় প্রথম পর্বের পর সিলেট পর্ব শেষ হয়েছে। বৃহস্পতিবার শুরু হবে চট্টগ্রাম পর্ব। বিপিএলের ঢাকা ও সিলেট পর্ব শেষে ব্যাট হাতে রানে এগিয়ে আছেন সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। বল হাতে রেকর্ড গড়া তাসকিন সবার সেরা। দল হারলেও ভালো ব্যাটিং করে ছক্কার এগিয়ে আছেন ঢাকার তানজিদ তামিম।  

বিপিএলে এখন পর্যন্ত সিলেট দুই ম্যাচে জিতেছে। ব্যাট হাতে দুটিতেই ভালো করেছেন জাকির হাসান। ৬ ম্যাচে তিনি ২৫১ রান করেছেন। বিপিএলে চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগে যা সর্বোচ্চ রান। 

বল হাতে এক ম্যাচেই ৭ উইকেট নিয়ে কীর্তি গড়েন তাসকিন আহমেদ। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে জাতীয় দলের ডানহাতি এই ব্যাটার ১৪ উইকেট নিয়েছেন। 

এবারের বিপিএলে পয়েন্ট টেবিলে সবার নিচে আছে ঢাকা ক্যাপিটালস। তবে দলটির ওপেনার তানজিদ তামিম রান পেয়েছেন। তিনি ৭ ম্যাচের মধ্যে একটি সেঞ্চুরি ও ফিফটি পেয়েছেন। ৭ ম্যাটে ১৬টি ছক্কা মেরেছেন বাঁ-হাতি এই ব্যাটার। তার সমান ১৬ ছক্কা মেরেছেন ইয়াসির আলী রাব্বি ও পাকিস্তানের খুশদিল শাহ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল ব প এল

এছাড়াও পড়ুন:

নৌবাহিনীর তত্ত্বাবধানে কাল থেকে এনসিটি চালাবে ড্রাইডক

চুক্তি শেষ হওয়ায় ১৭ বছর পর চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আজ ছেড়ে যাচ্ছে সাইফ পাওয়ার টেক। আগামীকাল সোমবার থেকে টার্মিনাল পরিচালনা করবে নৌবাহিনী। তবে আইনি বাধ্যবাধকতা থাকায় সরাসরি নৌবাহিনীকে না দিয়ে তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ড্রাইডকের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড রাষ্ট্রীয় মালিকানাধীন এবং বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত একটি সামরিক জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান। চট্টগ্রাম বন্দরের সীমানার মধ্যেই এটির অবস্থান।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, সরকারের সিদ্ধান্ত পাওয়ার পর ড্রাইডকের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তির বিষয়টি বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদন হয়েছে। আজ রোববার ড্রাইডকের সঙ্গে ছয় মাসের জন্য এনসিটি পরিচালনার চুক্তি করবে বন্দর কর্তৃপক্ষ। একই দিন সাইফ পাওয়ার টেক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবে। সোমবার থেকে নৌবাহিনীর মাধ্যমে এটি পরিচালনা করবে চিটাগাং ড্রাইডক।

চট্টগ্রাম বন্দরে চারটি কনটেইনার টার্মিনাল আছে। এগুলো হলো– চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি), নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), জেনারেল কার্গো বার্থ (কনটেইনার ও বাল্ক-জিসিবি) এবং পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)। চট্টগ্রাম বন্দরে ২০২৪-২৫ অর্থবছরে হ্যান্ডলিং হওয়া ৩২ লাখ টিইইউস কনটেইনারের মধ্যে ৪৪ শতাংশ এককভাবে পরিচালনা হয়েছে এনসিটি থেকেই।

সম্পর্কিত নিবন্ধ