দিল্লি বেইজিং ওয়াশিংটনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক
Published: 16th, January 2025 GMT
দিল্লি, বেইজিং ও ওয়াশিংটনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে ঢাকা। কাউকেই অসন্তুষ্ট না করে নিজ স্বার্থ রক্ষা করে তিন দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা হবে। আগামী ২০ জানুয়ারি চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বিষয়ে গতকাল বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করে এসব কথা বলেন তিনি।
চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রতিবেশীর উদ্বেগ বিবেচনায় নেওয়া হবে কিনা– উত্তরে উপদেষ্টা বলেন, বাংলাদেশের জন্য ভারত, চীন ও যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। আমরা অবশ্যই একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখব। কাউকেই অসন্তুষ্ট করতে চাই না। তবে অবশ্যই নিজ স্বার্থ রক্ষা করে তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখব।
মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে– জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বা এ রকম বড় দেশের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা কিন্তু দেশটির সরকার দিয়ে হয় না। নতুন সরকার এলে তাদের কিছু বক্তব্য থাকতে পারে, সেটা আমরা দেখব। আমি মনে করি না, যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো হোঁচট খাবে।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন। তৌহিদ হোসেন বলেন, সম্পর্কে পারস্পরিক চাওয়া-পাওয়ার হিসেবে সব সময় একটু-আধটু পরিবর্তন হয়। এ রকম যখন হবে তখন আমরা সেই অনুযায়ী আমাদের পদক্ষেপ নেব। আমি কবে গেলাম চীনে সেটা কোনো বিষয় না।
তিনি আরও বলেন, চীনের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক প্রকল্পে চীনের ঋণ রয়েছে। তার মধ্যে কিছু প্রকল্প চলমান। এ ছাড়া আরও অর্থনৈতিক আলোচনা আছে– যেমন আমরা ঋণের শর্তাবলি নিয়ে কথা বলব। এর মধ্যে সুদহার কমানো বা ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো। আলোচনার মধ্যে প্রথমে ব্যবসায়িক বিষয়গুলো আসবে। চীনের সঙ্গে আমাদের প্রধানত আমদানির সম্পর্ক এবং এগুলো আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। কারণ আমাদের অনেক রপ্তানি সেই আমদানি পণ্যগুলোর ওপর নির্ভরশীল। কাজেই চীনের সঙ্গে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তা খুবই গুরুত্বপূর্ণ।
উপদেষ্টা বলেন, চীনের কাছে চাইব– যেন আমরা স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পরও ইউরোপের মতো আমাদের জন্য তিন বছর শুল্কমুক্ত সুবিধা বহাল রাখে। এখনও চীন আমাদের অধিকাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে। কিন্তু উত্তরণের পরে এটা পরিবর্তন হতে পারে, তাই এটি আমাদের আলোচনার মাধ্যমে আগেই ঠিক করে নিতে হবে।
তিনি জানান, এ ছাড়া কিছু সাংস্কৃতিক বিষয় আলোচনায় রয়েছে। চীনের সঙ্গে সম্পর্কের ৫০ বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে দুই দেশেই কিছু উৎসব আছে। সেগুলো নিয়েও আমরা আলোচনা করব।
বাংলাদেশে চীনের ঋণে সুদের পরিমাণ জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, প্রতিটি ঋণের সুদের হার এক না। আমরা মোটা দাগে সুদের হার কমানোর কথা বলব। ঋণ পরিশোধ সীমা চেষ্টা করব ৩০ বছরে নিয়ে যেতে; যেন আমাদের অর্থনীতির ওপর চাপ কম আসে এবং পরিশোধ করতে সহজ হয়। পরিশোধের সময় বাড়ানোর কথা বলব। সফরে নদী ব্যবস্থাপনা নিয়ে চীনের সঙ্গে বাংলাদেশের করা সমঝোতা স্মারকের নবায়ন হবে।
রোহিঙ্গা ইস্যুতে সহায়তা চাওয়া নিয়ে তিনি বলেন, আমরা চাইব চীন আমাদের সহায়তা করুক। তাদের ওখানে যথেষ্ট প্রভাব আছে। আমরা চাইব রাখাইনে একটা স্থিতিশীল অবস্থা তৈরি হোক।
বিগত সরকারের সময়ে ৫ বিলিয়ন ডলারের সহায়তা ও বাজেট সহায়তা নিয়ে সরকারের অবস্থানের বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা কোনো কিছু বাদ রাখব না, সবকিছু নিয়ে আলোচনা করব। বাজেট সহায়তা নিয়ে কথা বলব।
সীমান্তে সমস্যা মোকাবিলা করা হবে
ভারতীয় কূটনীতিকরা বলছেন, আন্তর্জাতিক আইন মেনে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। এ নিয়ে তৌহিদ হোসেন বলেন, আমরা যখন বলছি, তখন বুঝেই বলছি। তখন আলোচনার প্রশ্ন আসে, সেই আলোচনায় আমরা যাব।
তিনি বলেন, তবে সাধারণ হিসাব হচ্ছে, জিরো লাইন থেকে ১৫০ গজ দূরে প্রাচীর থাকবে। তবে কোনো কোনো ক্ষেত্রে ব্যত্যয় ঘটতে পারে, যেমন তামাবিল সীমান্ত, ওখানে তো ঘর তোলার জায়গায় নেই। ক্ষেত্র বিশেষে এমন জায়গা নিয়ে আলোচনা হতে পারে। সীমান্ত ইস্যু আমরা এক দিনে সমস্যার সমাধান করতে পারব না, আবার কখনও যে হবে না, এ নিশ্চয়তাও দিতে পারব না। সীমান্তে এ ধরনের সমস্যা হতে থাকবে, আর আমরা মোকাবিলা করতে থাকব। এ ধরনের সমস্যা এর আগেও হয়েছে, ভবিষ্যতেও হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: উপদ ষ ট পর শ ধ সমস য সরক র
এছাড়াও পড়ুন:
চাকসু নির্বাচন: ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে শাখা ইসলামী ছাত্রশিবির।
‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ ব্যানারে এ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) হিসেবে মনোনীত হয়েছেন ইতিহাসের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম হোসেন রনি।
আরো পড়ুন:
রাকসু নির্বাচন বর্জনের বিন্দুমাত্র ইচ্ছা নেই ছাত্রদলের ভিপি প্রার্থীর
চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা
এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা শিবিরের সাহিত্য সম্পাদক সাইদ বিন হাবিব এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী ও শাহজালাল হল সভাপতি সাজ্জাদ হোসাইন মুন্না মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম।
প্যানেলের অন্যান্য পদে প্রার্থী হয়েছেন- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক শাহপরান মারুফ, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম (হারেস মাতাব্বর), সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন (জিহাদ আহনাফ), দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর জান্নাতুল আদন নুসরাত, সমাজসেবা ও পরিবেশ তাহসিনা রহমান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আনজুম শোভন, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি-বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্রী কল্যাণ-বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দিপা, সহ-ছাত্রী কল্যাণ-বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা।
প্যানেলে আরো আছেন, স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক আফনান হোসেন ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন-বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন-বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া, সহ-যোগাযোগ ও আবাসন-বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার-বিষয়ক সম্পাদক তাওহিদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া-বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।
প্যানেলে নির্বাহী সদস্য প্রার্থী হিসেবে আছেন- জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান সোহান ও আদনান শরীফ।
প্যানেল ঘোষণার পর শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, “আমরা চেষ্টা করেছি সব পর্ষদের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রাখার। প্যানেলে আমাদের সংগঠনের বাইরে জুলাইযোদ্ধা, প্রতিবন্ধী ও নারী শিক্ষার্থী এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেছেন এমন ব্যক্তিদের রেখেছি। নির্বাচিত হলে আমাদের এ প্যানেল সব পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে।”
ঢাকা/মিজান/মেহেদী