সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে রানের ফোয়ারা ছোঁটানো ঢাকা ক্যাপিটালস বন্দর নগরী চট্টগ্রামে গিয়ে বাজে ব্যাটিং করেছে। ফ্রেশ উইকেটে ফরচুন বরিশালের বিপক্ষে ৩ বল থাকতে মাত্র ১৩৯ রানে অলআউট হয়েছে লিটন দাস-তানজিদ তামিমদের দল। 

বৃহস্পতিবার চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ঢাকা। লিটন ও তানজিদে ৪.

৪ ওভারে ৩১ রানের ভালো শুরু পায় তারা। আগের ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করা লিটন সময় নিয়ে খেলার চেষ্টা করেও ১৭ বলে ১৩ রান করে সাজঘরে ফিরে যান। 

এরপরই মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, থিয়াসা পেরেরাদের সাজঘরে ফেরার তাড়া শুরু হয়। ৪৮ রানে ৩ উইকেট থেকে ১০০ রানে ৬ উইকেট হারিয়ে বসে অভিনেতা শাকিব খানের দল ঢাকা। অন্য প্রান্তে জাতীয় দলের তরুণ ওপেনার তানজিদ তামিম একা লড়াই করেছেন। তিনি ফিফটি পেলেও অন্যদের ব্যর্থতায় অল্প রানে অলআউট হয়েছে ঢাকা। 

তানজিদ তামিম খেলেন ৪৪ বলে ৬২ রানের ইনিংস। ১৭তম ওভারে আউটের আগে তিনি চারটি ছক্কার সঙ্গে দুটি চারের শট খেলেন। সিলেট পর্ব শেষে যৌথভাবে সর্বাধিক ১৬ ছক্কা মেরেছিলেন তিনি। এবার উঠে গেলেন সবার ওপরে। তিনে নামা মুনিম শাহরিয়ার ও ছয়ে নামা অধিনায়ক থিসারা পেরেরা শূন্য করে ফিরে যান। ১১ বলে ২০ রান করে ফারমানুল্লাহ শাফি রানটা  এগিয়ে নিতে সাহায্য করেন। 

তামিম ইকবালের দল ফরচুন বরিশালের হয়ে উইকেট শিকারি বোলিং করেছেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। তিনি ৩ ওভারে ৩৯ রান দিলেও নেন ৩ উইকেট। ফাহিম আশরাফ ৩.২ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। রিশাদ হোসেনের এই ম্যাচের একাদশে জায়গা হয়নি। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব প এল উইক ট

এছাড়াও পড়ুন:

জিম্বাবুয়েকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার

কোনো উইকেট না হারিয়ে ৯২ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে যাওয়া জিম্বাবুয়ের বড় রানের নিচে চাপা পড়ার ভয়টাও নিশ্চয়ই বাড়ছিল।

তবে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনটা বোলিংয়ে ভালোই কেটেছে তাঁদের। নিউজিল্যান্ডের ১০ উইকেটই তুলে নিয়ে অলআউট করেছে ৩০৭ রানে। তবে জিম্বাবুয়ে এরপরও স্বস্তিতে নেই। ১৫৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরুর পর ৩১ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকেরা। ইনিংস হার এড়াতে এখনো ১২৭ রান করতে হবে জিম্বাবুয়েকে।

আরও পড়ুনআধা ঘণ্টার মধ্যেই গিলের দুই রেকর্ড ৫ ঘণ্টা আগে

দিনের প্রথম বলেই ৭০ বলে ৪১ রান করা উইল ইয়ংকে ফিরিয়ে জিম্বাবুয়েকে প্রথম উইকেট এনে দেন ব্লেসিং মুজারাবানি। এরপর ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে। এবারও জিম্বাবুয়ের ত্রাতা হন মুজারাবানি। ৫৬ বলে ৩৪ রান করা হেনরি নিকোলসকে ফেরান ব্রায়ান বেটের ক্যাচ বানিয়ে।

এরপর কনওয়ে ১৭০ বলে ৮৮ রান করে তানাকা চিবাঙ্গার বলে ফিরে গেলে আরও চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। সেই চাপ সামলে নেওয়ার চেষ্টাটা করতে পেরেছেন শুধু ড্যারিল মিচেল। শেষের দিকের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে ১১৯ বলে ৮০ রান করে নিউম্যান নিমহারির বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।

নিউজিল্যান্ডের শেষ ৬ ব্যাটসম্যানের মাত্র দুজন দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন

সম্পর্কিত নিবন্ধ

  • আধাঘণ্টার মধ্যেই অলআউট ভারত, গুটিয়ে গেছে ২২৪ রানে
  • জিম্বাবুয়েকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার