তানজিদের লড়াই, লিটনদের সাজঘরে ফেরার তাড়ায় অলআউট ঢাকা
Published: 16th, January 2025 GMT
সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে রানের ফোয়ারা ছোঁটানো ঢাকা ক্যাপিটালস বন্দর নগরী চট্টগ্রামে গিয়ে বাজে ব্যাটিং করেছে। ফ্রেশ উইকেটে ফরচুন বরিশালের বিপক্ষে ৩ বল থাকতে মাত্র ১৩৯ রানে অলআউট হয়েছে লিটন দাস-তানজিদ তামিমদের দল।
বৃহস্পতিবার চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে ঢাকা। লিটন ও তানজিদে ৪.
এরপরই মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, থিয়াসা পেরেরাদের সাজঘরে ফেরার তাড়া শুরু হয়। ৪৮ রানে ৩ উইকেট থেকে ১০০ রানে ৬ উইকেট হারিয়ে বসে অভিনেতা শাকিব খানের দল ঢাকা। অন্য প্রান্তে জাতীয় দলের তরুণ ওপেনার তানজিদ তামিম একা লড়াই করেছেন। তিনি ফিফটি পেলেও অন্যদের ব্যর্থতায় অল্প রানে অলআউট হয়েছে ঢাকা।
তানজিদ তামিম খেলেন ৪৪ বলে ৬২ রানের ইনিংস। ১৭তম ওভারে আউটের আগে তিনি চারটি ছক্কার সঙ্গে দুটি চারের শট খেলেন। সিলেট পর্ব শেষে যৌথভাবে সর্বাধিক ১৬ ছক্কা মেরেছিলেন তিনি। এবার উঠে গেলেন সবার ওপরে। তিনে নামা মুনিম শাহরিয়ার ও ছয়ে নামা অধিনায়ক থিসারা পেরেরা শূন্য করে ফিরে যান। ১১ বলে ২০ রান করে ফারমানুল্লাহ শাফি রানটা এগিয়ে নিতে সাহায্য করেন।
তামিম ইকবালের দল ফরচুন বরিশালের হয়ে উইকেট শিকারি বোলিং করেছেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। তিনি ৩ ওভারে ৩৯ রান দিলেও নেন ৩ উইকেট। ফাহিম আশরাফ ৩.২ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। রিশাদ হোসেনের এই ম্যাচের একাদশে জায়গা হয়নি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিজয়-সাদমানের শতরানের জুটি, প্রথম সেশন বাংলাদেশের
চট্ট্রগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা দুর্দান্ত কেটেছে বাংলাদেশ। ৯ উইকেটে ২২৭ রানে দিন শুরু করে জিম্বাবুয়ে। দিনের প্রথম বলেই সফরকারীদের শেষ উইকেটটি তুলে নেন তাইজুল। ৬০ রানে ৬ উইকেট নিয়ে প্রথম ইনিংসের সেরা বোলার টাইগার এই স্পিনার।
জিম্বাবুয়েকে ২২৭ রানে গুটিয়ে দিয়ে ইতিবাচক শুরু করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। কোনো উইকেট না হারিয়েই প্রথম সেশন শেষ করেন তারা। বিজয় ৩৮ এবং সাদমান ৬৬ রানে ব্যাট করছেন। ২৬ ওভারে বাংলাদেশ করে বিনা উইকেটে ১০৫ রান। এরপরই মধ্যাহ্নভোজে যায় দুই দল। ২০২২ সালের ডিসেম্বরের পর এবারই প্রথম টেস্টের ওপেনিং জুটিতে পঞ্চাশ রান তুলতে পারল বাংলাদেশ। শুধু তাই নয় ৩২ ইনিংস পর বাংলাদেশ পেয়েছে ওপেনিং জুটিতে শতরানের জুটি।
সাদমানের ফিফটি
সিলেট টেস্টে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাদমান। তবে চট্টগ্রামে ঘুরে দাঁড়িয়েছেন। ৭৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ হাফ সেঞ্চুরি। ২৩ ওভার শেষে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে ৮৬ রান। সাদমান ৫০ রানে এবং বিজয় ৩৬ রানে ব্যাট করছেন।
সাদমান-বিজয়ের জুটির ফিফটি
সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয়ের ব্যাটে ইতিবাচক সূচনা পেয়েছে বাংলাদেশ। ১৩.৪ ওভারে বিনা উইকেটে ৫০ রান করেছে স্বাগতিকরা। ১২ ইনিংস পর পঞ্চাশ পেরোনো শুরুর জুটি পেল তারা। ভারতের বিপক্ষে গত বছর সেপ্টেম্বরে শেষবার ৬২ রানের জুটি গড়েছিলেন সাদমান ও জাকির হাসান।
প্রথম বলেই তাইজুলের আঘাত, ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে
প্রথম দিনের দুই সেশনে দাপট দেখালেও শেষ সেশনে ব্যাটিং ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ২ উইকেটেই ১৭৭ রান থেকে জিম্বাবুয়ে দিনশেষ করে ৯ উইকেটে ২২৭ রানে। তাইজুল ইসলাম ৫ উইকেট নিয়ে গতকাল তাদের এলোমেলো করে দিয়েছিলেন।
দ্বিতীয় দিন বাংলাদেশের লক্ষ্য ছিল যত দ্রুত সফরকারীদের অলআউট করা যায়। এই লক্ষ্যে দিনের প্রথম বলেই মুজারাবানিকে ফেরায় তাইজুল। এতে প্রথম ইনিংসে ২২৭ রানেই অলআউট জিম্বাবুয়ে। ৬০ রানে ৬ উইকেট নিলেন তাইজুল।
তাইজুলের ঘূর্ণিতে প্রথম দিন বাংলাদেশের