কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় দুজন মারা যাওয়ার ঘটনা ধামাচাপা দিতে টাকা দিয়ে মীমাংসার চেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। মীমাংসার অংশ হিসেবে নিহত দুই ব‌্যক্তির পরিবারকে ৩ লাখ টাকা করে দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। 

এই দফারফার চেষ্টার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষও জড়িত বলে জানা গেছে। একইসঙ্গে ভুল চিকিৎসায় মারা যাওয়া দুই ব‌্যক্তির স্ত্রীকে হাসপাতালে আউটসোর্সিংয়ের চাকরির প্রস্তাবও দেওয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা.

হেলিশ রঞ্জন সরকার টাকার বিনিময়ে ঘটনা মীমাংসার চেষ্টার বিষয়টি জানেন না বলে দাবি করলেও, নিহত দুজনের স্ত্রীকে চাকরির আশ্বাস দিয়েছেন বলে স্বীকার করেছেন। 

তিনি বলেন, “হাসপাতালে অনেক রোগী মারা যায়। এজন‌্য রোগীদের ক্ষতিপূরণ দেওয়া হয় না। এ ধরনের কোনো তহবিলও নেই।”

নিহত জহিরুলের বড়ভাই মাসুক মিয়া জানিয়েছেন, ঘটনার দিনই একটি রাজনৈতিক দলের একাধিক নেতা বিষয়টি মীমাংসার জন‌্য প্রস্তাব দিয়েছে। তাকে আগামী ২৫ জানুয়ারি হাসপাতালে যেতে বলেছে। 

তিনি বলেন, “রোগী মৃত‌্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি গঠন করেছে, সেই কমিটির ডাকে আমি বৃহস্পতিবার হাসপাতালে গিয়েছিলাম। কমিটির কাছেও ওই প্রস্তাবের কথাটি তুলে ধরেছি। তাছাড়া হাসপাতালের পরিচালক চাকরির যে প্রস্তাব দিয়েছে সে কথাও কমিটিকে জানিয়েছি।”

শুক্রবার (১৭ জানুয়ারি) হাসপাতালের সার্জারি ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, ভুল ইনজেকশনে রোগী মারা যাওয়ায় রোগীদের মধ‌্যে এক ধরনের ভীতি কাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা জানান, বুধবারের ঘটনার পর এ ওয়ার্ড থেকে অন্তত ছয়জন অস্ত্রোচারের রোগী পালিয়ে গেছে।

প্রসঙ্গত, খাদ‌্যনালিতে ছিদ্র থাকায় পেটে ব‌্যথাজনিত সমস‌্যা নিয়ে গত ১২জানুয়ারি হাসাপাতালে ভর্তি হন জেলার নিকলীর নোয়াপাড়া গ্রামের ইটভাটা শ্রমিক জহিরুল ইসলাম (২৮) এবং হার্নিয়ার অপারেশনের জন‌্য গত ৭ জানুয়ারি ভর্তি হন কটিয়াদীর পূর্ব সহস্রাম গ্রামের মনিরুজ্জামান মল্লিক (৩২)। দুজনেরই গত বুধবার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু অপারেশনের আগে প্রস্তুতি হিসেবে সকাল সাড়ে ৭ টার দিকে নার্স নাদিরা বেগমের ভুল ইনজেকশন প্রয়োগের ফলে ১০ মিনিটের মধ্যে মারা যান দুই রোগী।

হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ওই নার্স অ‌্যান্টিবায়োটিকের পরিবর্তে অ‌্যানেসথেশিয়ার ইনজেকশন দেওয়ায় তাদের মৃত‌্যু হয়।

এ ঘটনায় সার্জারি বিভাগের ডা. অজয় সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। অভিযুক্ত নার্সকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও রুজু হচ্ছে। 

ঘটনার দিন নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল তারা থানায় হত‌্যা মামলা দায়ের করবে। কিন্তু দুদিন হয়ে গেলেও কেউ থানায় মামলা করতে যায়নি।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন জানিয়েছেন, নিহত দুজনের ময়নাতদন্ত করা হয়েছে। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। যদি মামলা হয় তদন্ত করে আইনগত ব‌্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/রুমন/এস

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ জন র তদন ত

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ