‘হাজারো চাঁদনি রাত তোমার হাত ধরে কাটাতে চাই’
Published: 20th, January 2025 GMT
গত বছরের জুনে আজমান নাসিরের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ৯ টাকা দেনমোহরে বিয়ে করে চমক দিয়েছিলেন চমক। সোমবার (২০ জানুয়ারি) চমকের স্বামীর জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিন তার।
বিশেষ এই দিনে স্বামীর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন চমক। নিজের অভিব্যক্তি প্রকাশ করতে ফেসবুককে বেছে নিয়েছেন। দীর্ঘ এক স্ট্যাটাসে স্বামীর হাত ধরে হাজার বছর কাটিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
স্বামীর সঙ্গে চমক
আরো পড়ুন:
বিয়ের ইঙ্গিত দিলেন তমালিকা!
বিতর্ক মাথায় নিয়েই বিগ বসের বিজয়ী করন
রুকাইয়া জাহান চমক লেখেন, “প্রিয় স্বামী, আজ তোমার জন্মদিন। এই পৃথিবীতে তোমার উপস্থিতি আমার জন্য আনন্দের, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। শুধু তোমাকে বলতে চাই, চা হাতে হাজারো সূর্যাস্ত আমরা উপভোগ করতে চাই। হাজারো সকালের উষ্ণ আলিঙ্গনে মেতে থাকতে চাই। মধ্যরাতে আমাদের পাগলামি আর খুবই সাধারণ ও অর্থহীন বার্তা চালাচালি চলুক। হাজারো কফি ডেটে যেতে চাই।”
হাজারো চাঁদনি রাত স্বামীর হাত ধরে কাটানোর অভিপ্রায় ব্যক্ত করে চমক লেখেন, “কে তোমার ছবি পছন্দ করল, তা নিয়ে ঝগড়া চলুক। উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালিয়ে ঘুরে বেড়ানো। আমাদের পছন্দের গান শোনা। একসঙ্গে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করা। তোমার সঙ্গে মিলে অদ্ভুত সব রান্না করা। কারণ ছাড়াই তোমাকে বিরক্ত করা। হাজারো চাঁদনি রাত তোমার হাত ধরে কাটাতে চাই। এভাবেই আমার জীবনটা তোমার সঙ্গে কাটিয়ে দিতে চাই। তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। অনেক অনেক অনেক শুভকামনা। শুভ জন্মদিন।”
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন চমক। কিন্তু এ আসরে তথ্য গোপন করার অভিযোগ উঠেছিল চমকের বিরুদ্ধে। গুঞ্জন শোনা যায়, চমক বিবাহিত। ২০১৪ সালের নভেম্বরে বিয়ে করেছেন তিনি। তার স্বামীর নাম খান এইচ কবির। তাদের কয়েকটি ছবিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল।
চমক
পরবর্তীতে চমক দাবি করেছিলেন— ‘ছবির ছেলেটি তার প্রেমিক।’ এসব বিষয় নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন চমক। তবে অতীত ভুলে বিবাহিত জীবনে দারুণ সময় উদযাপন করছেন এই অভিনেত্রী।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২০.৫৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৪.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৯.৭০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রহিমা ফুড
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১৬.১৯ শতাংশ, সিঙ্গার বাংলাদেশের ১১.৪৭ শতাংশ, এনআরবি ব্যাংকের ১০.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০.৪২ শতাংশ, বে-লিজিংয়ের ৯.৮০ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৯.৫২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.২৬ শতাংশ ও ফারইস্ট ফাইন্যান্সের ৮.৮২ শতাংশ শেয়ার দর কমেছে।
ঢাকা/এনটি/ফিরোজ