সেই মাফিয়াদের এখন একটি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে
Published: 11th, July 2025 GMT
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের ব্যবসায়ীদের বলব, আগের আমলে আমরা দেখেছি গুটি কয়েক ব্যবসায়ী মাফিয়ায় পরিণত হয়েছিল। সেই মাফিয়াদের এখন আবার একটি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। আর অন্যদিকে আমাদের ক্ষুদ্র–মাঝারি খেটে খাওয়া ব্যবসায়ীরা চাঁদাবাজদের অত্যাচারে বেহাল অবস্থায় রয়েছে।’
আজ শুক্রবার রাতে খুলনার শিববাড়ী মোড়ে এনসিপির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ কথাগুলো বলেন। তিনি বলেন, ‘সব দেশপ্রেমিক ব্যবসায়ীদের আমরা রক্ষা করব। বাংলাদেশের ব্যবসায়ী এবং অর্থনীতিকে আমরা চাঁদাবাজদের দখল থেকে রক্ষা করব।’
এনসিপির এই নেতা বলেছেন, ‘গণ–অভ্যুত্থানের পরে আমরা বলেছিলাম, এই ফ্যাসিবাদী ব্যবস্থা, যে ব্যবস্থা মাফিয়া তৈরি করে, যে ব্যবস্থা দুর্নীতিবাজদের প্রশ্রয় দেয়, যে ব্যবস্থা সন্ত্রাসীদের তৈরি করে, যে ব্যবস্থা জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, যে ব্যবস্থা পুলিশ বাহিনীকে খুনি বাহিনীতে রূপান্তর করে, সেই ব্যবস্থার বিলোপ ঘটাতে হবে। সেই ব্যবস্থার পতন ঘটিয়ে নতুন গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে হবে। কিন্তু নানাভাবে ৫ আগস্ট থেকেই ষড়যন্ত্র হয়েছে এই ছাত্র নেতৃত্বের বিরুদ্ধে। আমরা দেখেছিলাম ৫ আগস্ট কারা ক্যান্টনমেন্ট গিয়েছিলেন, অভ্যুত্থানের নেতৃবৃন্দকে বাদ দিয়ে সরকার গঠনের পরিকল্পনা করেছিলেন। এই ছাত্রনেতৃত্ব অনেক চেষ্টা করেছে এই সরকারকে, এই সময়ের রাজনীতিকে গণ–অভ্যুত্থানের দিকে আনতে।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘নানা পক্ষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে থাকলেও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের সাথে নাই। তারা পুরোনো বন্দোবস্তের পক্ষে আছে, পুরোনো বন্দোবস্ত টিকিয়ে রাখার জন্য সবকিছু করে যাচ্ছে।’ তিনি বলেন, ‘চাঁদাবাজির বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি। জনগণকে আজ বলতে হচ্ছে, অভ্যুত্থানকারী ছাত্র–নাগরিকদের আজ বলতে হচ্ছে, আপনাদের আবারও প্রস্তুতি নিতে হবে, আবারও মাঠে নামতে হবে। বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে, শহীদেরা এই দায়িত্ব আমাদের দিয়ে গিয়েছেন।’
খুলনার শিববাড়ী মোড়ে এনসিপির পদযাত্রা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এনস প র ব যবস য ব যবস থ আম দ র
এছাড়াও পড়ুন:
১৮ জুলাই দেশের সব জনগণকে ১ জিবি ইন্টারনেট ডেটা বিনা মূল্যে দেবে সরকার
জুলাই গণ–অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে দেশের সব জনগণকে বিনা মূল্যে ইন্টারনেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৮ জুলাই দেশের সব অপারেটরকে বিনা মূল্যে ইন্টারনেট দিতে ইতিমধ্যে একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
আজ বুধবার বিটিআরসি থেকে এ নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, ১৮ জুলাই দেশের সব মোবাইল অপারেটর ৫ দিন মেয়াদের ১ জিবি ডেটা গ্রাহকদের প্রদান করবে। অপারেটররা গ্রাহককে ফ্রি ডেটা দেওয়ার বিষয়টি আগেই এসএমএসের মাধ্যমে অবহিত করবে।
পরে এ নিয়ে রাত ৯টার দিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।’
গত বছর জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। সেই বিষয়কে মাথায় রেখেই আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে এমন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।