ময়মনসিংহে পিস্তল-গুলিসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
Published: 21st, January 2025 GMT
ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ বুলবুল আহম্মেদ সজীব (৩০) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এসময় তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। বুলবুল আহম্মেদ সজীব ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল রশিদ।
এর আগে গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর বলাশপুর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল রশিদ বলেন, “অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পথে তার সমর্থকরা বাধা দেয়। তারা আসামিকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। এতে এসআই রফিকুল ইসলাম রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় পুলিশের দুইটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে।”
তিনি জানান, এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান আছে। সেই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হবে।
এসময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) আবুল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা/মিলন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
এনসিএল: তিন সেঞ্চুরি ও মিরপুরে উইকেটের মিছিল
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিন সেঞ্চুরি হয়েছে তিনটি। ময়মনসিংহ বিভাগের দুই ওপেনার নাঈম শেখ ও মাহফিজুল ইসলাম রবিন সেঞ্চুরির দেখা পেয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগের ওপেনার সাদিকুর ইসলাম ছুঁয়েছেন তিন অঙ্ক।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বড় দৈর্ঘর ক্রিকেট ফিরলেও ব্যাটসম্যানদের ব্যাট হাসেনি। প্রথম দিনই ১৩ উইকেট গেছে মিরপুরের ২২ গজে। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে খুলনা সবকটি উইকেট হারিয়ে ১২১ রানে গুটিয়ে যায়। জবাব দিতে নেমে রাজশাহী ৮৭ রান তুলতে হারায় ৩ উইকেট।
আরো পড়ুন:
২০২৭ পর্যন্ত টেস্ট অধিনায়ক নাজমুল
রশিদের ভেল্কিতে এক ম্যাচ আগেই সিরিজ আফগানিস্তানের
পুরো দিন ৬৫ ওভারের মতো খেলা হয়েছে। আলোক স্বল্পতা ও বৃষ্টির কারণে খেলা বন্ধ না হলে উইকেটের মিছিল বাড়তেও পারতো। খুলনার হয়ে এই ম্যাচ খেলতে মাঠে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। ২ রানে থেমে যায় তার ইনিংস। এছাড়া সৌম্য ৬, এনামুল ১২ রান করেন। রাজশাহীর হয়ে ৩টি করে উইকেট নেন নিহাদউজ্জামান ও এস এম মেহরব হোসেন। মিরাজ বোলিংয়ে অবশ্য ২ উইকেট নিয়েছেন। টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ২ রানে আউট করার পর ৩৯ রানে ফেরান সাব্বির হোসেনকে।
কক্সবাজারের একাডেমি মাঠে রংপুর বিভাগের বিপক্ষে ২ উইকেটে ২৮১ রান তুলেছে ময়মনসিংহ বিভাগ। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়েছেন মাহফিজুল। ২২৮ বলে ১২৭ রান করেন ১৩ চার ও ২ ছক্কায়। এছাড়া নাঈম শেখ ১৬২ বলে ৯ চার ও ২ ছক্কায় ১১১ রান করেন। আইচ মোল্লা ২৩ ও আব্দুল মজিদ ৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
পাশের মাঠেই বরিশাল বিভাগের বিপক্ষে চট্টগ্রাম বিভাগ ৪ উইকেটে ২৬০ রান তুলেছে। ওপেনার সাদিকুর ১৭৪ বলে ৮ চার ও ৫ ছক্কায় ১২২ রান করেন। সেঞ্চুরির অপেক্ষায় আছেন মুমিনুল হক। ৮৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন তিনি।
সিলেটের একাডেমি মাঠে খেলা হয়েছে মাত্র ৪৩.১ ওভার। আগে ব্যাটিংয়ে নামা ঢাকা বিভাগ ৫ উইকেটে ১২০ রান তুলেছে। বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় দিনের খেলা পুরোটা সময় হয়নি। ঢাকার অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ৩৬ ও তাইবুর রহমান ১২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। এর আগে মার্শাল ২৮, জিসান ২০ রান করে আউট হন।
ঢাকা/ইয়াসিন