১৪৪ ধারার মধ্যেই বিএনপির দু’পক্ষে সংঘর্ষ, ওসিসহ আহত ২২
Published: 22nd, January 2025 GMT
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষে পুলিশ ও আনসার সদস্যসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। বুধবার প্রশাসনের জারি করা ১৪৪ ধারার মধ্যেই উপজেলার ইসমাইলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহদের মধ্যে রয়েছেন– শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দেহরক্ষী আনছার সদস্য সাইফুল ইসলাম, পথচারী মেহেদী, বিএনপির কর্মী আব্দুর রশিদ, আব্দুল মজিদ, আব্দুর রাজ্জাক, সবুর, মফিজুর, সোহাগ, সাইফুল, আব্দুল্লাহ ও হাবিবুর।
জানা গেছে, উপজেলা বিএনপির নতুন কমিটির নেতারা গতকাল সদরে শান্তি সমাবেশ আয়োজন করেন। এই খবরে দুপুরের দিক থেকে বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিতে থাকে। দু’পক্ষের উত্তেজনা ঘিরে সহিংসতার শঙ্কায় বিকেল পৌনে চারটায় শ্যামনগর সদর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীরের নেতৃত্বে একটি মিছিল শ্যামনগর সদরে যাচ্ছিল। উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশেক-ই এলাহী মুন্নার বাড়ির সামনে মিছিল পৌঁছালে অজ্ঞাত স্থান থেকে একটি লাঠি ছুড়ে মারা হয়। সঙ্গে সঙ্গে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা ইট-পাটকেল ছুড়তে থাকে। পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে তাদের থামানো চেষ্টা চালান ইউএনও রনী খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত। একপর্যায়ে ওসিসহ অন্তত ২২ জন আহত হন।
সোলায়মান কবীরের অভিযোগ, গত ১৯ ও ২০ জানুয়ারি তার কর্মীদের ওপর হামলা হয়। এর প্রতিবাদে বুধবার সদরে আয়োজিত শান্তি সমাবেশ যাচ্ছিলেন তিনি ও তার নেতকর্মীরা। পথে আলিম, শাহআলম ও মফুসহ কিছু আওয়ামী লীগ কর্মীকে নিয়ে উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির নেতারা হামলা করে। এতে তাদের ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সবুর, মফিজুর, সোহাগ, সাইফুল, আব্দুল্লাহ ও হাবিবুরের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিমের উসকানিতে হামলা হয়েছে বলে অভিযোগ সোলায়মানের। তিনি বিএনপির শ্যামনগর সংসদীয় আসনের সাংগঠনিক টিমের প্রধান আব্দুল আলিমকে উপজেলা অবাঞ্চিত ঘোষণা করেছেন।
আশেক-এলাহী মুন্নার অভিযোগ, গতকাল বিকেলে শ্যামনগর সদরে ছাত্রদলের উদ্যোগে বিএনপির ৩১ দফা শীর্ষক সভা চলছিল। সভায় হামলার উদ্দেশ্যে লোকজন নিয়ে রওনা হন সোলায়মান। পথিমধ্যে জেলা বিএনপির আহ্বায়ক ইফতেখার আলীর নির্দেশে সোলায়মান, লিয়াকত আলী বাবু, সফিকুল ইসলাম দুলু ও আব্দুল ওহাবের নেতৃত্বে তার বাড়িতে হামলা হয়। এই হামলায় আওয়ামী লীগের সাদেকুর রহমানের সন্ত্রাসী বাহিনী ঢাল, রামদা, লাঠি, হকস্টিক ও ককটেল নিয়ে অংশ নেয়।
এ বিষয়ে উপজেলা বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, সংঘর্ষের ঘটনার তদন্তপূর্বক প্রতিকার দাবি করছি।
ওসি হুমায়ুন কবীর বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে আমি আহত হয়েছি। এ ছাড়া দু’পক্ষের কয়েকজন আহত হয়েছে। রাত আটটা পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।
ইউএনও রনী খাতুন জানান, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা বহাল থাকবে। আহত আনসার সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ স ঘর ষ শ য মনগর ব ল প ত কম ট র ব এনপ র র সদস য স ঘর ষ র সদর উপজ ল
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে কৃষকদের বিক্ষোভ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন কৃষকরা। এসময় তারা উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেন।
রবিাবর (১৪ সেপ্টেম্বর) দুপুরে ২টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন কৃষকরা। একপর্যায়ে তারা ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করেন। বিকেল ৫টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রের আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা।
আরো পড়ুন:
বাগেরহাটে হরতাল কর্মসূচিতে পরিবর্তন
ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তি চরমে
আন্দোলনরত কৃষকরা জানান, তীব্র সার সংকট দেখা দিয়েছে। রোপা আমন ধানে সার দিতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন তারা।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, কৃষকরা বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ইউএনও দীপ জন মিত্র জানান, কৃষকরা কেন সার পাচ্ছেন না, সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/বাদশাহ/মাসুদ