ফারুকের হাতে রাজশাহীর ‘৬৮ লাখের’ চেক, বোনাস ১৪ লাখ
Published: 23rd, January 2025 GMT
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই ক্রিকেট বোর্ডের সঙ্গে ব্যাংক গ্যারান্টি নিয়ে নয়-ছয় চলতে থাকে। ৮ কোটি থেকে দফায় দফায় কমিয়ে ৩ কোটিতে আনা হলেও সাড়া দেয়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। টুর্নামেন্ট মাঝপথে না আসতেই মাথাব্যাথার কারণ হয়েছে ক্রিকেটারদের পাওনা ইস্যু।
বিপিএলে শুরুর আগে সংবাদ সম্মেলনে এক প্রশ্নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলেছিলেন, “কোনো সমস্যা হলে বিসিবি-ফ্র্যাঞ্চাইজি বুঝবে।” তিনি একই সঙ্গে বিপিএলে গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানও।
কিন্তু বিসিবি-ফ্র্যাঞ্চাইজি বোঝার আগেই শুরু হয় জটিলতা। চট্টগ্রাম পর্বের শুরুতে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা পাওনার দাবিতে অনুশীলন বয়কট করে। তখন বন্দরগরীতে ছুটে যান ফারুক।
আরো পড়ুন:
রংপুরকে হারানোর রসদ জানালেন তাসকিন
রংপুরের ‘ওয়েক আপ কল’
এ সময় ফারুক আহমেদ রাজশাহী থেকে ২৫ শতাংশ তথা ৬৮ লাখ টাকার গ্যারান্টি চেক নেন। আর ২৫ শতাংশ নগদ প্রদান করে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির একটি সূত্র রাইজিংবিডিকে নিশ্চিত করেছে বিষয়টি।
সূত্রটি জানায়, “ফারুক ভাই চট্টগ্রামে এসে আমাদের বলেছিলেন ২৫ শতাংশ টাকার গ্যারান্টি দিতে। তখন আমরা উনার কাছে ৬৮ লাখ টাকার চেক জমা দেই। উনি বিষয়টি নিজেই দেখাশোনা করেন।”
ফারুকের হাতে গ্যারান্টি চেক যাওয়ার পর ক্রিকেটাররাও আশ্বস্ত হন। অথচ বিপিএলের শুরুতে ব্যাংক গ্যারান্টি নেওয়া হলে এমন জটিলতা তৈরি হওয়ার কোনো প্রশ্নই ছিল না।
শুধু তাই নয় ২৫ শতাংশ অর্থ বুঝিয়ে দিতে দেরি হওয়ায় রাজশাহী সিলেট পর্বে ক্রিকেটারদের ১৪ লাখ টাকা বোনাস দেয়। ক্রিকেটারদের আশ্বস্ত করার জন্য মালিকপক্ষ ১৪ জন স্থানীয় ক্রিকেটারদের ১ লাখ টাকা করে বোনাস দেয়।
১ লাখ টাকা করে বোনাস পাওয়ার বিষয়টি স্থানীয় এক ক্রিকেটার রাইজিংবিডিকে নিশ্চিত করেছে। এ ছাড়াও ফ্র্যাঞ্চাইজি থেকে বলা হয়েছে, “সিলেট পর্বে আমরা ১৪ জন দেশি ক্রিকেটারকে ১ লাখ টাকা করে দেই। ২৫ শতাংশ টাকা দিতে দেরি হওয়ায় আমরা ক্রিকেটারদের এটা বোনাস হিসেবে দিয়েছি। এটা তাদের পাওনার অংশ হিসেবে ধরা হয়নি।”
গ্যারান্টি চেকের বিষয়ে বিসিবি প্রেসিডেন্ট ফারুকের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করে রাইজিংবিডি। কিন্তু তিনি কোনো সাড়া দেননি।
পাওনা নিয়ে শুধু রাজশাহীর সঙ্গে ক্রিকেটারদের সমস্যা হয়নি। চিটাগং কিংসের কয়েকজন ক্রিকেটারের চেকও বাউন্স করে। এখনো পাওনা বুঝে পাননি ক্রিকেটাররা।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ব প এল
এছাড়াও পড়ুন:
ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি
ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।
বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।
বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।
বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।
অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।
অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/রফিক