বিপিএল আরও ভালো হতে পারত, ফাহিমের স্বীকারোক্তি
Published: 25th, January 2025 GMT
চলতি বিপিএলে বেশ ভালো রান হচ্ছে। তবে মানসম্মত ক্রিকেটার আনতে না পারা, খেলোয়াড়দের পারিশ্রমিক পরোশোধ না করা, ব্যক্তিগত আক্রমণ বা আক্রোশ ও স্পট ফিক্সিংয়ের শঙ্কার কারণে বিতর্কিত হয়ে গেছে বিপিএল। সমকালকে সাক্ষাৎকারে বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য নাজমুল আবেদিন ফাহিম জানান, বিপিএল আরও ভালো হতে পারত।
বিপিএলের বিতর্ক নিয়ে তিনি জানান, বিপিএল শুরুর আগে কিছু বিষয় নিয়ে তাদের শঙ্কা ছিল। কিন্তু যে বিষয়গুলো নিয়ে বিতর্ক হচ্ছে, সেগুলো নিয়ে শঙ্কা ছিল না তাদের, ‘বিপিএলের কয়েকটি ব্যাপার নিয়ে আমাদের শঙ্কা ছিল। যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলো নিয়ে এতটা শঙ্কা ছিল না।’
শঙ্কার জায়গা নিয়ে ফাহিম বলেন, ‘শঙ্কা ছিল যে উইকেট কেমন হয়। ধন্যবাদ, উইকেট খুব ভালো হয়েছে। খেলোয়াড়দের পেমেন্ট অনেক ফ্র্যাঞ্চাইজি হয়তো ঠিকঠাক দিচ্ছে না। আমরা দেখেছি, পেমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে। মাঠে খেলার স্প্রিট নিয়ে প্রশ্ন উঠছে। এগুলো না হলে আরও ভালো হতে পারত।’
পারিশ্রমিক ও স্পট ফিক্সিং সংক্রান্ত সমস্যা দুটি ফ্র্যাঞ্চাইজির কারণে কিনা এমন প্রশ্নে ফাহিম জানান, এ বিষয়ে তিনি সরাসরি মন্তব্য করতে পারবেন না। তবে বিতর্কিত বিষয়গুলো তাদের নজরে আছে।
তিনি বলেন, ‘যেদিকে ইঙ্গিত করা হচ্ছে, সেটা খুব স্পর্শকাতর ব্যাপার। এই বিষয়ে সরাসরি মন্তব্য করতে পারি না। তবে বিষয়গুলোতে আমাদের চোখ আছে। আমাদের দুর্নীতি দমন বিভাগ সব কিছু খেয়াল করছে। এটা সব দেশেই খেয়াল করে। আমরা কোনো প্রমাণ পেলে ব্যবস্থা নেব। প্রমাণ ছাড়া কোনো মন্তব্য করলে ভুল হবে।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিএসই-৫০ সূচক সমন্বয়, কার্যকর ১১ নভেম্বর
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়।
সমন্বিত সূচকে তিনটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে তিনটি কোম্পানি। সমন্বয় পরবর্তী সূচক আগামী ১১ নভেম্বর থেকে কার্যকর হবে।
আরো পড়ুন:
ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে
কমোডিটি এক্সচেঞ্জ পরীক্ষামূলক চালু ডিসেম্বরে, নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষা
সোমবার (৩ নভেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য মতে, সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
আর ওই সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
উল্লেখ, সিএসই-৫০ ইনডেক্স এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৭২.৭৪ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭০.৯৮ ভাগ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ছয় মাসের (৩০ জুন, ২০২৫ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার ৪৯.১২ ভাগ।
ঢাকা/এনটি/মেহেদী