নতুন ১৫ হাজার সদস্য নিয়োগ দিয়েছে হামাস
Published: 25th, January 2025 GMT
ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ১০ হাজার থেকে ১৫ হাজার সেনা সদস্য নিয়োগ করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা কংগ্রেসের সদস্যদের কাছে এ সংক্রান্ত বিবরণ পেশ করেছেন। ব্রিফিংয়ে উপস্থিত দুই সদস্যের বরাত দিয়ে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ১০ থেকে ১৫ হাজার হামাস যোদ্ধা নিহত হয়েছে। তবে নতুন নিয়োগ পাওয়া ইরান সমর্থিত যোদ্ধারা ইসরায়েলের জন্য একটি স্থায়ী হুমকি হিসেবে রয়ে যেতে পারে।
গাজা উপত্যকাকে ধ্বংস করে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে দেওয়া ১৫ মাস ধরে চলা সংঘাত অবসানে গত সপ্তাহে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
বাইডেন প্রশাসনের শেষ সপ্তাহগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল, হামাস সফলভাবে নতুন সদস্য নিয়োগ দিয়েছে। তবে এদের অনেকেই তরুণ ও অপ্রশিক্ষিত এবং সাধারণ নিরাপত্তার উদ্দেশ্যে তাদের ব্যবহার করা হচ্ছে।
এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে ফিলিস্তিনি ছিটমহলে হামাস যত সংখ্যক যোদ্ধা হারিয়েছে তার প্রায় সমান সংখ্যক যোদ্ধা নিয়োগ দিয়েছে। তিনি সতর্ক করে দিয়েছিলেন যে এটি ‘একটি স্থায়ী বিদ্রোহ এবং চিরস্থায়ী যুদ্ধের রেসিপি।’
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।
সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।
জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।
তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।
এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ রিকোভারীবৃন্দ।