বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস আলিস, তবে...
Published: 25th, January 2025 GMT
বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস করেছেন বাংলাদেশের ডানহাতি স্পিনার আলিস আল ইসলাম। চলতি বিপিএলে চট্টগ্রাম কিংসে খেলছেন তিনি।
বিপিএল চলাকালীন আলিসের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ার। যে কারণে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয়। শনিবার মিরপুর স্টেডিয়ামে অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন তিনি। প্রাপ্ত ফলাফলে পাস করেছেন আলিস।
চট্টগ্রাম কিংস তাদের নিজস্ব ফেসবুক পেজে দিয়েছে এই খবর। তবে আলিসকে বিশেষ একটা ডেলিভারি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের ক্রিকেটে আলিসের রহস্য স্পিনার হিসেবে পরিচিতি আছে। তিনি দোসরা ডেলিভারি দিতে পারেন। বোলিংয়ের সময় যে কারণে গ্রিপ লুকিয়ে রাখেন তিনি।
আলিস চলতি বিপিএলে বল হাতে ভালো ছন্দে আছেন। ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে গত ১৯ জানুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রথম প্রশ্ন ওঠে। পরের ম্যাচে তাকে মাঠে নামানো হয়নি। গত বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার বোলিং নিয়ে ফের সন্দেহ প্রকাশ করে তাকে পরীক্ষা দিতে বলা হয়।
এর আগে ২০১৯ সালের বিপিএলে ঢাকা ডাইনামাইটসের হয়ে অভিষেক ম্যাচে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। ওই ম্যাচে মাঠে নেমেই হ্যাটট্রিক করেছিলেন আলিস। সেই সময়ও পরীক্ষা দিতে হয়েছিল তাকে। সেবার ফল পক্ষে আসেনি তার। যে কারণে বোলিং অ্যাকশনে কিছুটা পরিবর্তন আনেন তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব প এল অ য কশন পর ক ষ ব প এল
এছাড়াও পড়ুন:
তফসিল ঘোষণা, জাকসু নির্বাচন ৩১ জুলাই
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান।
প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী, ১২ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। একই দিনে খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণের এবং খসড়া আচরণবিধি সম্পর্কে মতামত গ্রহণের শেষ তারিখ ২১ মে। চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ এবং চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে ৩০ জুন।
মো. মনিরুজ্জামান বলেন, ১ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের পর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৫ জুলাই। এরপর ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ফলাফল প্রকাশ করা হবে একই দিনে।