মানুষের মনের গহিনের খবর দিব্যি বলে দেবে যন্ত্র। শুনতে বিস্ময় মনে হলেও ঘটনা কিন্তু সত্যি। বিশেষ ঘরানার হেলমেট এমন বাস্তব করেছে।
বিশেষ অবয়বের ‘মাইন্ড রিডিং’ হেলমেট মানুষের মনে চলতে থাকা গভীর সব চিন্তা বুঝতে,
লিখতে ও পড়তে পারে।
বিশ্বের প্রথম হেলমেট
বিশ্বের এটিই প্রথম হেলমেট, যা মন ও মস্তিষ্ক দুটোই পড়তে পারে। এমন উদ্ভাবনার মধ্যে বেশ কিছু অভূত উপকার সামনে আসছে।
সিডনি ইউনিভার্সিটি অব টেকনোলজির গ্রাফেনেক্স ইউটিএস হিউম্যান সেন্ট্রিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টারের গবেষকরা বিশেষ আদলের পোর্টেবল হেলমেট ডিজাইন করেছেন।
সহজে বললে, নিউরোসায়েন্স বিজ্ঞানীরা রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন।
সুদীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা আর গবেষণার কঠিন সমীকরণ অতিক্রম করে অবশেষে মানুষের মনে চলতে থাকা চিন্তার ভাষাতত্ত্ব বিশ্লেষণে পারদর্শী হয়ে উঠছে যন্ত্র। কাজটি বাস্তবায়নের উদ্দেশ্যে বিশেষ অবয়বে ডিজাইন করা হয় হেলমেট।
প্রশ্ন আসা স্বাভাবিক, মাইন্ড রিডিং হেলমেট আদৌ কীভাবে কাজ করবে। মাইন্ড রিডিং হেলমেট তৈরির প্রধান উদ্দেশ্য হলো এমন সব মানুষকে সহায়তা করা, যারা ভেতর থেকে অসুস্থ, কিন্তু কারও সঙ্গে কথা বলার সামর্থ্য নেই। উদাহরণে বলা যায়, প্যারালাইসিস বা স্ট্রোক রোগী, যারা অন্যের সঙ্গে কথা বলতে অক্ষম। গবেষকরা বলছেন, যান্ত্রিক সমীকরণটি
মানুষ ও মেশিনের মধ্যে আন্তঃযোগাযোগে সেতুবন্ধ প্রতিষ্ঠা করবে। উদ্ভাবিত প্রযুক্তি ভবিষ্যতে রোবট, বায়োনিক অস্ত্র নিয়ন্ত্রণে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে নির্মাতার জানান।
ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অদম্য চিন্তাশক্তির সমীকরণ মানবিক চিন্তাশক্তিকে কতটুকু ধরাশায়ী করবে, তা সময়ের ওপর ছেড়ে দেওয়াই শ্রেয় বলে অভিমত দিয়েছেন এআই গবেষকরা। কিন্তু মানবিক চিন্তার সঙ্গে যান্ত্রিক চিন্তার যে নিরবচ্ছিন্ন সংযোগ ঘটছে, তা প্রায় নিশ্চিত করেই বলেছেন বিজ্ঞানীরা।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রুয়া নির্বাচন স্থগিতের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে ছাত্রশিবিরের বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে সাড়ে চারটার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন তাঁরা। এর আগে তাঁরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রুয়া অ্যাডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৯ মে পুনর্মিলনী এবং ১০ মে রুয়ার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন বিএনপিপন্থী সাবেক শিক্ষার্থীরা। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই পক্ষের নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি যুক্তি চলতে থাকে।
এদিকে গতকাল ব্যক্তিগত কারণ দেখিয়ে রুয়া নির্বাচন কমিশনের প্রধান কমিশনার পদত্যাগ করেন। সেই সঙ্গে গতকাল বুধবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদের বাসভবনে ককটেল হামলার ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে নোটিশ জারি করেন রুয়ার অ্যাডহক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান। এই সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিক্ষোভ করছেন।
এ সময় বিক্ষোভকারীরা ‘সিলেকশন না ইলেকশন, ইলেকশন ইলেকশন’, ‘প্রশাসন জবাব দে, রুয়া কি তোর বাপের রে’, ‘রুয়া নিয়ে টালবাহানা, চলবে চলবে না’, ‘অ্যাডহক না নির্বাচন, নির্বাচন নির্বাচন’, ‘সিন্ডিকেট না রুয়া, রুয়া রুয়া’ প্রভৃতি স্লোগান দেন।
এ সময় ছাত্রশিবিরের সাবেক নেতা-কর্মীদেরও উপস্থিত থেকে বক্তব্য দিতে দেখা গেছে। পরে জামায়াত ইসলামীর কয়েকজন নেতাও কর্মসূচিতে যোগ দেন। একপর্যায়ে বিকেল পৌনে ছয়টার দিকে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে আলোচনার জন্য বাসভবনের ভেতরে প্রবেশ করে। বিকেল ছয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছিল।
বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ প্রথম আলোকে বলেন, ‘১০ মে রুয়া নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আজ হঠাৎ সেই নির্বাচন স্থগিত ঘোষণা করেছে প্রশাসন। এই সিদ্ধান্তে ক্যাম্পাসের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা মনঃক্ষুণ্ন হয়েছে। যারা রুয়া নির্বাচন দিতে পারে না, তারা রাকসু নির্বাচন কীভাবে বাস্তবায়ন করবে? ১০ মের নির্বাচন সেই একই তারিখে হতে হবে। এই সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’