আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের জন্য ২০২৪ সাল ছিল স্বপ্নের মতো। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাওয়ার পর এবার আরও বড় স্বীকৃতি পেলেন তিনি। আইসিসি তাকে ঘোষণা করেছে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে।  

২০২৪ সালে আফগানিস্তানের হয়ে ১৪টি ওয়ানডে খেলেছেন ২৪ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার। এ সময়ে ব্যাট হাতে ৫২.

১২ গড়ে করেছেন ৪১৭ রান। পাশাপাশি বোলিংয়ে ২০.৪৭ গড়ে শিকার করেছেন ১৭টি উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে বছরজুড়ে দাপট দেখিয়ে এই সম্মাননা অর্জন করেছেন ওমরজাই।  

ওমরজাইয়ের পারফরম্যান্সে আফগানিস্তান পেয়েছে বেশ কয়েকটি স্মরণীয় জয়। বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫০ বলে অপরাজিত ৮৬ রান করে দলের জয়ে অবদান রাখেন।  

তবে ওমরজাইয়ের সেরা পারফরম্যান্স আসে বাংলাদেশের বিপক্ষে শারজায়। সেই ম্যাচে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান তিনি। বোলিংয়ে ৩৭ রান খরচায় ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৭৭ বলে অপরাজিত ৭০ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ম্যারিকোর ১ হাজার ৯৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে ওষুধ ও রাসায়নিক খাতের বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ১ হাজার ৯৫০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে একই বছরের জন্য কোম্পানি ১ হাজার ৮৯০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছিল, যা এরইমধ্যে বণ্টন করে দেওয়া হয়েছে। সে হিসাবে কোম্পানি সমাপ্ত হিসাব বছরে শেয়ার হোল্ডারদের জন্য মোট ৩ হাজার ৮৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করলো।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য এই চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে। ফলে সর্বশেষ ঘোষিত চূড়ান্ত লভ্যাংশের প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১৯৫ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ার হোল্ডাররা।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তার ভিত্তিতে লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ জুন ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রদানে শেয়ার হোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ মে।

সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৮৭.৪৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ১৪৬.২৩ টাকা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩৯.১৩ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • ১ লাখ ৫০ হাজার কোটি টাকা ৫ বছরে, অস্ট্রেলিয়ার বিনোদন বাজার বাড়ছে
  • মিরাজে দুর্দান্ত জয় বাংলাদেশের
  • জ্বালানি তেলের দাম কমল লিটারে ১ টাকা
  • আজিজুল হাকিমের অলরাউন্ড পারফরম্যান্স, কলম্বোয়ও হেসেছে বাংলাদেশ
  • ‘বাজপাখি’ মার্তিনেজের বাজে ফর্ম, আর্জেন্টিনার জন্য কতটা দুশ্চিন্তার
  • আইন সংশোধন করে কি ঠেকানো যাবে ইন্টারনেট বন্ধ
  • ম্যারিকোর ১ হাজার ৯৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা
  • সমালোচকরা খেলা বোঝে না!—আক্ষেপ তাইজুলের
  • তাইজুলকে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত বোলার’ বললেন তামিম
  • বার্সেলোনা ও পিএসজি ছাড়া যে কীর্তি গড়ার সুযোগ নেই এবার আর কারও