মুক্তিযুদ্ধ সম্পর্কিত একটি প্রবন্ধ নিয়ে তুমুল বিতর্কের পর সেটি প্রত্যাহার করে নিয়েছে ইসলামী ছাত্রশিবিরের মাসিক প্রকাশনা ‘ছাত্র সংবাদ’। কীভাবে এই ধরনের প্রবন্ধ ছাপানো হলো, সেই ব্যাখ্যায় তারা বলেছে, ‘সম্পাদকমণ্ডলীর অসতর্কতাবশত’ প্রবন্ধটিতে অনাকাঙ্ক্ষিত কয়েকটি লাইন থেকে গেছে। 

এই কারণে বুধবার রাত ৮টার দিকে ছাত্র সংবাদের ফেসবুক পেজে এর কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে পোস্ট দিয়েছে।

এমন লেখা প্রকাশের জন্য ছাত্রশিবিকে জাতির সামনে ক্ষমা চাওয়ার কথা বলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এই প্রকাশনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার দাবি তুলেছে।

ছাত্র সংবাদ তাদের ফেসবুক পোস্টে লিখেছে, “ঐতিহ্যগতভাবে ‘ছাত্র সংবাদ’মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন লেখকের লেখা প্রকাশ করে থাকে। পত্রিকাটি মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস নিয়ে বিশেষ সংখ্যাও প্রকাশ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এরই ধারাহিকতায় গত ডিসেম্বর’২৪ সংখ্যায় মুক্তিযুদ্ধ নিয়ে বেশ কয়েকটি লেখা প্রকাশ করে। তবে ওই সংখ্যায় সম্পাদকমণ্ডলীর অসতর্কতাবশত ‘যুগে যুগে স্বৈরাচার ও তাদের করুণ পরিণতি’ শীর্ষক একটি প্রবন্ধে মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত ও অনাকাঙ্ক্ষিত কয়েকটি লাইন প্রকাশ হয়ে যায়।”

“মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে, এমন একটি অনাকাঙ্ক্ষিত প্রবন্ধ প্রকাশে ‘ছাত্র সংবাদ’ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং বিতর্কিত এই প্রবন্ধটি অনলাইন থেকে প্রত্যাহার করে নিচ্ছে। সেই সাথে ২০২৪ এর ডিসেম্বর সংখ্যার সকল প্রিন্ট কপিও প্রত্যাহার করে নিচ্ছে।”

শিবিরকে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের
জাতীয়তাবাদী ছাত্রদলের দৃষ্টিতে ছাত্র সংবাদের প্রবন্ধটি মুক্তিযুদ্ধবিরোধী তথ্য প্রচার এবং বীর মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ করে সংগঠনটির শীর্ষ নেতারা বলেছেন, এই জন্য জাতির কাছে ছাত্রশিবিরকে ক্ষমা চাইতে হবে। 

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সই করা এক যৌথ বিবৃতিতে তারা এই আহ্বান জানান। 

বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীনতার দীর্ঘ পাঁচ দশক পেরিয়ে এসেও নিজেদের দলীয় প্রকাশনায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করাকে ভুল ও অদূরদর্শিতা হিসেবে প্রচার করা এবং ‘পাপকাজ মনে করে’ ক্ষমা প্রার্থনা করা একটি গর্হিত এবং ন্যক্কারজনক ঘটনা।

“প্রকৃতপক্ষে মহান স্বাধীনতা যুদ্ধ কোনো ধর্মযুদ্ধ ছিল না। এটি ছিল অত্যাচারী, জালিম, দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে মজলুম বাংলাদেশিদের প্রতিরোধের যুদ্ধ। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আপামর জনসাধারণের অংশগ্রহণের কারণে মুক্তিযুদ্ধ ছিল একটি সত্যিকারের জনযুদ্ধ,” বলা হয়েছে বিবৃতিতে।

সংগঠনটি বলছে, এ ধরনের বক্তব্য একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসরদের ধৃষ্টতা এবং নিজেদের পরাজয়ের গ্লানি চাপা দেওয়ার অপকৌশল ছাড়া আর কিছুই নয়।

ছাত্রদল নেতারা অবিলম্বে শিবিরকে এই ঘটনায় তাদের দলীয় অবস্থান স্পষ্ট করার আহ্বান রাখেন। অবশ্য তার কিছু সময়ের মধ্যে ছাত্রশিবির ফেসবুকে পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করে এবং মুদ্রণ সংস্করণ বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দেয়। 

রাষ্ট্রদ্রোহের মামলায় বিচারের দাবি
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ভারপ্রাপ্ত সভাপতি কানিজ ফাতেমা ও সাধারণ সম্পাদক আল মামুন এক যৌথ বিবৃতিতে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করার অভিযোগ তুলে ছাত্র সংবাদের প্রবন্ধ প্রকাশের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও রাষ্ট্রদ্রোহের আওতায় নিয়ে বিচারের দাবি করেছেন।

বিবৃতিতে তারা বলেন, ছাত্রশিবিরকে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি আখ্যা দিয়ে ছাত্র সংবাদের মাসিক প্রকাশনায় মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদেরকে কটাক্ষ করে বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার ও সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িতদেরকে দ্রুত গ্রেপ্তার করে রাষ্ট্রদ্রোহ মামলায় বিচার করতে হবে। না হলে আইনগত ব্যবস্থা নিয়ে মুক্তিযোদ্ধা পরিবারগুলো রাজপথে কর্মসূচি দেবে।

ঢাকা/হাসান/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রবন ধ ছ ত রদল

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। 

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।

১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।

ঢাকা/আহসান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ