দিনভর দুর্ভোগের পর সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহার শ্রমিকদের
Published: 30th, January 2025 GMT
বরিশালে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষের পর গভীর রাতে সড়ক অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বুধবার সকালে শ্রমিকরা নতুন করে ধর্মঘট ডাকলে বরিশাল বিভাগের ৫ জেলার বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে গতকাল সন্ধ্যায় পুলিশ কমিশনার কার্যালয়ে সভায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।
শ্রমিকরা দাবি করেছেন, নিরাপত্তাহীনতার কারণে নগরের রূপাতলী বাস টার্মিনালের পরিবহন শ্রমিকরা বুধবার সকালে কর্মবিরতিতে যান। এ টার্মিনাল থেকে বিভাগের পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা জেলা এবং বাগেরহাট-খুলনা রুটে বাস চলাচল করা হয়।
বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, নিরাপত্তার জন্য শ্রমিকরা কাজে যোগ দিতে অস্বীকার করেন। এতে দক্ষিণাঞ্চলের ৫ জেলায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিষয়টি সমাধানে ৫ জেলার মালিক সমিতি পুলিশ কমিশনারের দপ্তরে সভা করে। সভায় পুলিশ নিরাপত্তার আশ্বাস দেওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেন।
বিএম কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র কামরুল ইসলাম হাবিব বলেন, আমরা ৮ দফা দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় সড়ক অবরোধ করেছিলাম। প্রশাসনের মধ্যস্থতায় সভায় বাস মালিক-শ্রমিকরা দাবি মেনে নিলে গভীর রাতে অবরোধ প্রত্যাহার করা হয়। এর পরও মালিক-শ্রমিকরা বুধবার সকালে উদ্দেশ্যমূলকভাবে ধর্মঘট শুরু করে।
বুধবার দুপুরে রূপাতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, বাস বন্ধ থাকায় যাত্রীরা থ্রি-হুইলারসহ বিভিন্ন যানবাহনে গন্তব্যে যাচ্ছে। স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, বিএম কলেজের এক ছাত্রী মঙ্গলবার বাসে ঝালকাঠি থেকে বরিশালে যাচ্ছিলেন। হাফ ভাড়া নিয়ে তর্কাতর্কিতে ছাত্রীকে হেনস্তা করার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় শিক্ষার্থীরা রূপাতলী বাস টার্মিনালে গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি বাসে ভাঙচুর করা হয়। শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫