বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি ফরচুন বরিশাল-চিটাগং কিংস। সবার আগে ফাইনালে যাওয়ার লড়াইয়ে টস জিতে ফিল্ডিং নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশাল। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (০৩ জানুয়ারি, ২০২৫) মুখোমুখি দুই দল। সন্ধ্যা সাড়ে ৬টায় খেলাটি শুরু হবে। যে জিতবে প্রথম দল হিসেবে ফাইনালে যাবে। আর হারলেও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারে।

১২ ম‌্যাচে ৯ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে কোয়ালিফায়ারে আসে তামিমের বরিশাল। যারা গতবার জিতেছিল শিরোপা। অন্যদিকে ১২ ম‌্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে চিটাগং কিংসের অবস্থান দুইয়ে। 

আরো পড়ুন:

‘ঝটিকা সফরে’ বিবর্ণ রাসেল-ডেভিডরা, বিদায় রংপুর 

খুলনার স্পিন বিষে রংপুরের পুঁজি ৮৫

বরিশাল একাদশ:
তামিম ইকবাল, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মোহাম্মদ আলী, মোহাম্মদ নবী, কাইল মায়ার্স, ডেবিড মালান, ইবাদত হোসেন ও তানভীর ইসলাম।

চিটাগং একাদশ: 
খাজা নাফে, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, হায়দার আলী, মোহাম্মদ মিথুন, শামীম হোসেন, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফার্নান্দো।

ঢাকা/রিয়াদ/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল

এছাড়াও পড়ুন:

নিজ ঘর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে নিজ ঘর থেকে বকুল বেগম (৫৫) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সাভারে তোশকে মোড়ানো যুবকের লাশ উদ্ধার

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বকুল বেগম বাড়িতে একা বসবাস এবং ভিক্ষা করে চলতেন। দুপুরে এক প্রতিবেশী বৃদ্ধার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ঘরের জানাল দিয়ে উঁকি দিয়ে তার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জেনেছি। তার আপনজন বলতে কেউ নেই। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/অলোক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ