ঢাকার ডেমরাতে অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন করছিল আল আকসা গুড ফুড নামে একটি প্রতিষ্ঠান। সোমবার বিএসটিআইর অভিযানে ধরা পড়ে অবৈধ প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির মালপত্র জব্দ ও ধ্বংস করে এবং দুই লাখ টাকা জরিমানাসহ সিলগালা করেন বিএসটিআরের মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট। 
বিএসটিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোবাইল কোর্টের অভিযানে দেখা যায়, ডেমরার আমুলিয়া মডেল টাউনে আল আকসা গুড ফুড বিএসটিআইর লাইসেন্স ছাড়া আফান ব্র্যান্ডের ফর্টিফায়েড সয়াবিন অয়েল ও ফর্টিফায়েড পাম অলিন পণ্য বোতলজাত করছে। প্রতিষ্ঠানটি অবৈধভাবে পণ্যের মোড়কে বিএসটিআইর মানচিহ্ন ও ভুয়া কিউআর কোড ব্যবহার করে বিক্রয়-বিতরণ ও বাজারজাত করে আসছিল। প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত অবস্থায় পাওয়া যায়।
বিএসটিআই মহাপরিচালক এস.

এম.ফেরদৌস আলম বলেন, এক ধরনের অসাধু ব্যবসায়ী পবিত্র রমজান সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে। তারা এ ধরনের লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের বিষয়ে সজাগ রয়েছেন এবং প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। রমজান সামনে রেখে বিএসটিআইর মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স টিম আরও বেশি সক্রিয়। নকল ও ভজাল থেকে পরিত্রাণের জন্য তিনি পণ্যের মোড়কে বিএসটিআইর দেওয়া কিউআর কোড স্ক্যান করে তাদের লাইসেন্স সম্পর্কে নিশ্চিত হয়ে পণ্য কেনার আহ্বান জানান।
গতকাল ওই মোবাইল কোর্টে ম্যাজিস্ট্রেট ছিলেন কানিজ ফাতেমা লিজা। প্রসিকিউটর হিসেবে বিএসটিআইর ফিল্ড অফিসার প্রকৌশলী এ এন এম ফরহাদ হোসেন দায়িত্ব পালন করেন।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি

জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।

‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।

আরও পড়ুনবিশ্বকাপে কোনো ম্যাচ না জিতলেও ৩ কোটি টাকা পাবেন নিগাররা৩০ সেপ্টেম্বর ২০২৫

‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।

সম্পর্কিত নিবন্ধ