তুষারে হারাবে বলে থেমে যায় শরীরী তরঙ্গ
আকাশ-বৃষ্টির মতো নিঃসঙ্গ দেয়ালে লেগে থাকা
অবয়বহীন অপ্রতিরোধ্য প্রেমে, উষ্ণ কোনো মাসে,
শান্ত ও অদৃশ্য, হয়তো সে তরঙ্গে জোছনা নীলাভ
ছায়া, চারুশিল্পের পোর্ট্রেট ছুঁয়ে বন্দি হয়ে আছে!
আলোর বিভার মতো প্রপাতের খুব সংগোপনে
সোনালি সৌরভ, শরীর-কিন্নর গন্ধী জাগরণে;
উজ্জ্বল চাঁদের চাঁদোয়ায় ভেসে যেতে চায় জলে,
অথবা প্রেমের ছলসাগরে ডুবে যায় শামুকের
খোলের ভিতর, ঢেউ ভেঙে আসে আনন্দ-বিষাদ:
গোপন তিমিরে ইচ্ছেঘুড়ি; এখনও ঘুমিয়ে আছে,
আকাশের গালিচায় নিজের ছায়ার ঘূর্ণিপাকে
তোমাকে সহসা ছোঁয় অহেতুক মায়াময়রূপে
অন্ধ প্রজাপতি তবু ভ্রমে– ব্যক্তিগত আর্তনাদে.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫