বন্দরে বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে গণসংযোগ
Published: 11th, July 2025 GMT
১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করতে ১১ জুলাই শুক্রবার সকালে বন্দর থানাধীন নাসিক ২৭ নং ওয়ার্ড গুকুলদাশের বাগ এলাকায় জামে মসজিদে বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে গণসংযোগ করেন।
লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরন, জুলাই সহ সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণা পত্র বাস্তবায়ন সহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সমাবেশ সফল করতে গুকুলদাশের বাগ, মুরাদপুর, মদনপুর, ফুলহর সহ আশেপাশে এলাকায় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে গণসংযোগ করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন আমরা এই বন্দর বাসীকে একটি ম্যাসেজ দিতে চাই আল্লাহর আইন, ও সৎ লোকের শাসন, প্রতিষ্ঠা করতে পারি এবং কোরআনের আইন মেনে জীবনকে পরিচালনা করি তখনই আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো„।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে যদি এ আসনে আপনারা দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করেন। তাহলে এখানে কোরআনের আইন যেমন প্রতিষ্ঠা হবে, তেমনি বৈষম্যতা দূর হবে, হানাহানি কাটাকাটি থাকবে না। বন্দরে মাটি ভূমি, দূস্যদের হাত থেকে রক্ষা পাবে। আমরা চাই, মানুষের খেদমত করতে।
তাই আসুন আমরা আমাদের বাড়ির আঙ্গিনায় বেশি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, আর কোরআনের আইন প্রতিষ্ঠা করি।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী বন্দর উত্তর সাংগঠনিক থানা আমীর মাওলানা মুফতি আতিকুর রহমান, মহানগরী শূরা সদস্য মো জাকির হোসাইন, বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, থানা সেক্রেটারি জহুরুল ইসলাম, থানা কর্ম পারিষদ সদস্য ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব ল দ শ জ ম য ত ইসল ম ন র য়ণগঞ জ ইসল ম সদস য
এছাড়াও পড়ুন:
ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ এক্সপো শুরু আজ
ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরার এক্সপো ভিলেজে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ইন্টেরিয়র ও ফার্নিচার টেকনোলজি এক্সপো–২০২৫’ এবং প্রথমবারের মতো ‘সাইনেজ টেকনোলজি এক্সপো-২০২৫’।
বুধবার (১৫ অক্টোবর) আয়োজক প্রতিষ্ঠান এফ টাচ ইভেন্টস লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ ৯টি দেশের ৫০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এক্সপোটি চলবে ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা ৩০মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত। প্রবেশ সবার জন্য উন্মুক্ত ও সম্পূর্ণ ফ্রি। দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার।
কিচেন সলিউশন, ইন্টেরিয়র, ফার্নিচার, ফার্নিচার ফিটিংস, কার্টেন, হোম অটোমেশন ও অন্যান্য লাইফস্টাইল পণ্য নিয়ে ইন্টেরিয়র টেকনোলজি এক্সপো আয়োজন করছে এফ টাচ ইভেন্টস লিমিটেড। অন্যদিকে ফার্নিচার সরঞ্জাম, পাওয়ার টুলস, ফার্নিচার মেশিনারি, উড ও মেটাল টেকনোলজি নিয়ে সেকেন্ড ফার্নিটেক এক্সপো এর পৃষ্ঠপোষকতা করছে উড টেক সলিউশন এবং মেটাল টেক সলিউশন। এছাড়া, একই সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাইনেজ মেশিনারিজ ও ডিজিটাল সাইনেজ নিয়ে সাইনেজ টেকনোলজি এক্সপো।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক স্থপতি ড. এম মাসুদ উর রশিদ এবং বসুন্ধরা কনভেনশন সেন্টারের চিফ অপারেটিং অফিসার এম এম জসিম উদ্দিন।
৫০টিরও বেশি প্রতিষ্ঠান অন্তত ৭০টি দেশি বিদেশি ব্র্যান্ড এর কিচেন সলিউশন, আধুনিক গৃহসজ্জা পণ্য, ফার্নিচার, ডোর, বোর্ড প্রিন্টিং মেশিন, ইন্টেরিয়র সেক্টরে ব্যবহৃত সফটওয়ার, হোম অটোমেশন প্রযুক্তি ইত্যাদি ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট ও সাধারণ মানুষের দোরগোড়ায় একই ছাদের নিচে প্রদর্শন করবেন। পাশাপাশি ফার্নিচার শিল্প ও কাঠের দরজা নিয়ে যারা কাজ করেন তাদের জন্যও থাকছে ফার্নিচার তৈরির বিভিন্ন সরঞ্জাম, টুলস ও মেশিনারিজের সমাহার।
বাংলাদেশ সহ ৯টি দেশ থেকে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো কিচেন সলিউশন, বাসা ও অফিস ফার্নিচার, বোর্ড, দরজা, উড জালিকাটিং, মেটাল জালিকাটিং, ফার্নিচার ফিটিংস ও এক্সেসরিস, ডেকোরেটিভ ও ইন্ডাস্ট্রিয়াল লাইট, ইন্টেরিয়র ডিজাইন সেবা ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করছে।
উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নইমুল হোসেন খান বলেন, “দ্বিতীয় ফার্নিটেক এক্সপো ২০২৫ উডওয়ার্কিং ও ফার্নিচার সেক্টরের জন্য একটি চমক হতে যাচ্ছে। গত ফেয়ারের ধারাবাহিকতায় এবারও উদ্যোক্তা, ফার্নিচার প্রস্তুতকারী, আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার ও পেশাজীবী, ছাত্র-ছাত্রী এবং এই খাতের অভিজ্ঞদের মিলন মেলায় পরিণত হতে যাচ্ছে এই ফেয়ারটি।”
তিনি আরো বলেন, “যারা কিচেন সলিউশন, গৃহসজ্জা পণ্য, সিরামিক, লাইটিং, ফার্নিচার ও অন্যান্য লাইফস্টাইল পণ্য সম্পর্কে ধারণা নিতে চান এবং ফার্নিচার ও কাঠের দরজা শিল্পের সঙ্গে জড়িত কিংবা জড়িত হতে চান তারা এ প্রদর্শনী থেকে অবশ্যই উপকৃত হবেন।”
আয়োজকদের পক্ষ থেকে এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ জানান, এই মেলায় ইন্টেরিয়র টেকনোলোজি, উড মেশিনারিজ ও মেটাল মেশিনারিজ ছাড়াও প্রথম বারের মতো ইন্টেরিয়র সেক্টরে ব্যাবহারের সফটওয়ার প্রদর্শিত হতে যাচ্ছে যা দেশের আধুনিক ইন্টেরিয়র ডিজাইন শিল্পে বিশেষ অবদান রাখবে।
এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড় ও বিভিন্ন অফার।
ঢাকা/এনটি/ইভা