সোনারগাঁ পৌরসভা বিএনপি'র প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার(১১জুলাই) বিকেলে পৌরসভায় এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল রহমান স্বপন, সনমান্দী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি রমজান আলী সরকার, সোনারগাঁ উপজেলার বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন,  নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কাজী এনামুল হজ রবিন প্রমূখ।

সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন বলেন, স্বৈরাচার ১৬ বছর স্বৈরাচারী কায়দায়  শাসনের মধ্য দিয়ে যেমন নির্যাতন করেছে অন্য অত্যাচার করেছে তেমনিভাবে দেশের অর্থ সম্পদ লুণ্ঠন করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

অবশেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কারণে প্রাণভয়ে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। এখন দেশের মানুষের একটা নতুন আশা, নতুন স্বপ্ন স্বৈরাচার দেশের যা কিছু ধ্বংস করে দিয়ে গেছে এই ধ্বংসস্তূপ থেকে দেশকে আবার উদ্ধার করে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে।

দেশের মানুষের কল্যাণে দেশের মানুষের উন্নয়নে এখন নতুন এক দিগন্তের উন্মোচন করতে হবে। সর্ব বৃহৎ রাজনৈতিক দল দেশের বিএনপি।

আর এই দলে কোন মাদক কারবারি, মাদক সেবনকারী, চাঁদাবাজ, ধর্ষকসহ কোন অপরাধী সদস্য হতে পারবে না। যারা এই দলের সদস্য হবে তারা পরিচয় দিতে পারবে সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দলের সদস্য। তাই যাচাই-বাছাই করে নতুন সদস্য করার অনুরোধ করে তিনি।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ব এনপ ন র য়ণগঞ জ র সদস য নত ন স ব এনপ

এছাড়াও পড়ুন:

সাত খুন মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: অ্যাটর্নি জেনারেল

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলাটি দ্রুত নিষ্পত্তি এবং ত্বকী হত্যা মামলার অবস্থান জেনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। 

বুধবার (৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা বার ভবনে বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময়কালে এ আশ্বাস দেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেছেন, “বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ ও কক্সবাজারে মেজর সিনহা হত্যা মামলা যেভাবে দ্রুত সময়ে নিষ্পত্তি করা হয়েছে, একইভাবে গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন ও ত্বকী হত্যা মামলা দুটি ত্বরান্বিত করার ব্যাপারে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।”

জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখছি। ভুক্তভোগীদের পরিবার যাতে ন্যায়বিচার পান এবং নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রেখে যথাযথভাবে তদন্ত ও বিচার প্রক্রিয়া পরিচালনা করা হবে।”

দীর্ঘদিন ধরে চলমান মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যাপারে আইন মন্ত্রণালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধিত প্রস্তাব করার কথাও জানিয়েছেন মো. আসাদুজ্জামান।

ঢাকা/অনিক/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • বেকারত্ব-যুব সমস্যা নিয়ে যুব ফেডারেশনের আলোচনা সভা
  • নারায়ণগঞ্জ-৫ আসনে সম্ভাব্য এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ
  • ২১নং ওয়ার্ড বিএনপির সদস্য ফরম বিতরণ 
  • শাসনগাঁও সপ্রাবির শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও গাছ বিতরণ
  • আমেরিকার নতুন শুল্ক আরোপ হলে ব্যবসায়ী গোষ্ঠী ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন : দিপু
  • আমি প্রতিহিংসার রাজনীতি করি না : গিয়াসউদ্দিন
  • নারায়ণগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
  • বিএনপি নেতা রাজীবের বক্তব্যের সমালোচনায় ইসলামী আন্দোলন
  • সাত খুন মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে: অ্যাটর্নি জেনারেল