সিরাজগঞ্জ-৬ আসনের প্রয়াত এমপি ও আওয়ামী লীগ নেতা হাসিবুর রহমান স্বপনের দুটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের পর লুটপাট চালিয়েছে বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে গিয়ে দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় তারা আওয়ামী লীগের আস্তানা সয়দাবাদে হবে না, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, সয়দাবাদের মাটি বিএনপির ঘাঁটি ইত্যাদি স্লোগান দিতে থাকেন। ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট শেষে তারা মিছিল করতে করতে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ব্যাপারে প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপনের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে একজন বলেন, সয়দাবাদে পুনর্বাসনের ৩টি প্লটে প্রয়াত হাসিবুর রহমান স্বপন এমপির ৩টি পাকা বাসা রয়েছে। যার মধ্যে একটি একতলা ও একটি দোতলা মিলে দুটি পাকা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। হাসিবুর রহমান স্বপন এমপি করোনায় আক্রান্ত হয়ে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর মারা যান। এর আগেই এসব বাড়ি তিনি মেয়েদের নামে লিখে দিয়েছেন। যা লোকজনকে ভাড়া দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, এমপি স্বপনের বাড়ি থানার পাশে হলেও তা সদর থানার আওতাধীন। এ বিষয়ে সদর থানায় যোগাযোগের পরামর্শ দেন তিনি।

সদর থানার ওসি হুমায়ন কবির বলেন, ঘটনাটি লোকমুখে শুনেছি, কিন্তু কেউ কোনো অভিযোগ করেনি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হ স ব র রহম ন স বপন স বপন র য গ কর

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ