জাবিতে ভর্তি পরীক্ষা ঘিরে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট
Published: 9th, February 2025 GMT
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রবিবার (৯ ফেব্রুয়ারি) শুরু হয়েছে।
সকাল থেকে ‘ডি’ ইউনিটের অধীন জীববিজ্ঞান অনুষদের ছাত্রীদের পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। তবে পরীক্ষা ঘিরে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছে ঢাকা-আরিচা মহাসড়কে নিয়মিত চলাচলকারী ও পরীক্ষা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা।
রবিবার সকাল ৯টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। এদিন সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থেকে নবীনগর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। দাঁড়িয়ে থাকতে দেখা যায়, মালবাহী-যাত্রীবাহীসহ বিভিন্ন ধরনের যানবাহনের।
জানা গেছে, তীব্র যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন আগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবক। অনেক শিক্ষার্থী যানজটের কারণে নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পেরে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি৷ আবার অনেকে নির্ধারিত সময়ের পরে দেরিতে পরীক্ষার হলে প্রবেশ করেন।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বনির্ধারিত সময়ে রওনা দিলেও তীব্র যানজটের কারণে সময়মতো আসতে পারেননি তারা। অনেকে সাভারে গাড়ি থেকে নেমে প্রায় দুই-তিন কিলোমিটার হেঁটে বিশ্ববিদ্যালয়ে পৌঁছান।
ঢাকার আজিমপুর থেকে পরীক্ষা দিতে আসা এক ভর্তিচ্ছু বলেন, “সকাল ৮টায় বের হয়েছি। আমার চতুর্থ শিফটে (১টা ৫০ থেকে) পরীক্ষা ছিল। তীব্র যানজটের কারণে প্রায় ২ কিলোমিটার পথ হেঁটে এসেছি। তারপরও ৫ মিনিট দেরিতে পরীক্ষার হলে পৌঁছাই।”
ভর্তি পরীক্ষায় দায়িত্বে থাকা মোহাম্মদ আলী চিশতী নামে এক স্বেচ্ছাসেবী বলেন, “বিগত বছরে এমন তীব্র যানজট দেখিনি। আজ কতগুলো স্বপ্ন চোখের সামনে ধ্বংস হতে দেখলাম। এক অভিভাবক আকুতি নিয়ে বলেন, বাবা তোমার হাতে পায়ে ধরি আমার মেয়েকে একটু দিয়ে আসো। ১৫ মিনিট দেরি করে আসা এক আপু বলেছে, আল্লাহর দোহাই লাগে আমাকে কেউ সাহায্য করেন।”
তিনি বলেন, “কেঁদে কেঁদে এক আপু বলছে আমি কী পরীক্ষা দিতে পারব না ভাইয়া? একজন শিক্ষার্থীকে ৫ কিলোমিটার হেঁটে এসে ৩০ মিনিট পর পরীক্ষায় বসতে হলে সে কী ভালোভাবে পরীক্ষা দিতে পারবে? কত মানুষ যে আজ পরীক্ষা দিতে পারেনি, তা ঠিক নেই। অনেকের স্বপ্ন আজ গাড়িতে বসেই শেষ হয়ে গেছে।”
এ বিষয়ে জানতে চাইলে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, “আজ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সাভার থেকে নবিনগর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। আমরা যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ডিপ্লয় করেছিলাম। তারা সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন। আগামীকাল থেকে কিভাবে আরো কার্যকরভাবে যানজট নিরসন করা যায় সে ব্যাপারে আমাদের সভা ডাকা হয়েছে। আগামীকাল থেকে মহাসড়কে সেনাবাহিনী উপস্থিত থাকবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম রাশিদুল আলম বলেন, “আমরা ভর্তি পরীক্ষা শুরুর আগেই পুলিশ প্রশাসন এবং হাইওয়ে পুলিশকে যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণের জন্য জানিয়েছিলাম। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় একটি সমন্বিত সভা আছে। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন। আশা করি, আগামীকাল থেকে আর কোন সমস্যা থাকবে না।”
বিশ্ববিদ্যালয়ের গেইটগুলোতে অটোরিকশার উপস্থিতির বিষয়ে তিনি বলেন, “আমরা এ বিষয়ে অবগত ছিলাম না। বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ। কাল থেকে আমরা এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।”
ঢাকা/আহসান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত ব র য নজট র পর ক ষ
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন