খুলনার ছয়টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
Published: 9th, February 2025 GMT
বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনায় দল গোছাতে ব্যস্ত সময় পার করছে। খুলনা মহানগর ও জেলার বিভিন্ন ইউনিটে কমিটি গঠন করার পাশাপাশি আবারও চালু করা হয়েছে দলীয় কার্যালয়। সেই সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য খুলনার ছয়টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি।
আজ রোববার নগরের আল ফারুক সোসাইটিতে এক সমাবেশে খুলনার তিনটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। এর আগে আরও তিনটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
সমাবেশে আব্দুল খালেক বলেন, ‘বহু রক্তের বিনিময়ে আজকে আমরা নিশ্বাস ফেলে কথা বলার বাংলাদেশ পেয়েছি। এখন আবার বাংলাদেশকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। ছাত্র-জনতার অংশগ্রহণে যে গণবিপ্লব, নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতাকে বিপর্যস্ত করার জন্য নতুন কোনো চক্রান্ত করা হলে তা প্রতিহত করা হবে।’
দলীয় সূত্রে জানা যায়, খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) বটিয়াঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির শেখ আবু ইউসুফ, খুলনা-২ আসনে (সদর-সোনাডাঙ্গা ১৬-৩১ নম্বর ওয়ার্ড) কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন এবং খুলনা-৩ আসনে (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী ১-১৫ নম্বর ওয়ার্ড আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন) কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মহানগর আমির মাহফুজুর রহমানকে প্রার্থী ঘোষণা করা হয়। খুলনা-২ ও খুলনা-৩ আসনে এর আগে জামায়াত কখনো প্রার্থী দেয়নি।
এর আগে খুলনা-৪ আসনে (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) খুলনা জেলা নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, খুলনা-৫ আসনে (ডুমুরিয়া-ফুলতলা) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও আসনটির সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং খুলনা-৬ আসনে (কয়রা-পাইকগাছা) কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদের নাম ঘোষণা করা হয়। এ নিয়ে জামায়াতে ইসলামী খুলনা ছয়টি আসনের সব কটিতে প্রার্থী ঘোষণা করল। এ ছাড়া সাতক্ষীরার চারটি ও বাগেরহাটের চারটি আসনেও জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছে।
প্রার্থী ঘোষণা করার বিষয়ে খুলনা মহানগর জামায়াতের সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন প্রথম আলোকে বলেন, ‘এটা কোনো নির্বাচনী প্রস্তুতির বিষয় নয়। আমাদের দলের পদ্ধতিগুলো একটু আলাদা, অন্যদের সঙ্গে মেলে না। প্রথমত, এখানে কেউ নিজে প্রার্থী হন না, নির্বাচনী কাজও করেন না। কোনো আসনে ভবিষ্যতে নির্বাচনে প্রার্থী কে হবেন, সেই নির্বাচন ৫ বছর পর হতে পারে, ১০ বছর পরে হতে পারে, কোনো নির্বাচনে যদি ওই আসনে আমাদের দল থেকে অংশ নেন, তাহলে কে প্রার্থী হবেন—সেটা কেন্দ্র বাছাই করে। আমাদের যেসব জনশক্তি আছে, দায়িত্বশীলরা আছেন এবং জনগণেরও কিছু ক্যাটাগরি আছে। এর ওপরে একটা মতামত নিয়ে আলাপ–আলোচনার পর উচ্চপর্যায়ে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর এটা ঘোষণা দেওয়া হয়।’
শেখ জাহাঙ্গীর হুসাইন আরও বলেন, এটা কোনো নির্বাচনের কার্যক্রম এগিয়ে রাখার কোনো বিষয় না। আসনগুলোতে প্রার্থী ঘোষণা হয়ে থাকছে। এসব আসনে জামায়াত থেকে নির্বাচনে অংশ নেওয়া হলে ঘোষিত প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলা আমির এমরান হুসাইন, নায়েবে আমির কবিরুল ইসলাম, মহানগর নায়েবে আমির নজিবুর রহমান, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, আ ন ম আব্দুল কুদ্দুস, আবু বকর সিদ্দিক, মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন, সেক্রেটারি রাকিব হাসান প্রমুখ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল ইসল ম সদস য ও ইসল ম র সহক র
এছাড়াও পড়ুন:
পঞ্চগড়ে বিবাহবিচ্ছেদের চার দিনের মাথায় লাউখেত থেকে নারীর লাশ উদ্ধার
পঞ্চগড়ে স্বামীর মৃত্যুর দুই বছর পর সন্তানদের রেখে গোপনে বিয়ে করে ঘর ছেড়েছিলেন এক নারী। দ্বিতীয় বিয়ের প্রায় এক মাস পর বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এ ঘটনার চার দিনের মাথায় বাড়ির পাশের লাউখেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের ধামোর মধ্যপাড়া এলাকার একটি লাউখেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তাঁর নাম তানজিনা আক্তার (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তানজিনার দ্বিতীয় স্বামী মিনাল হোসেনের বাবা দিলু হোসেনকে (৫৫) হেফাজতে নিয়েছে আটোয়ারী থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, তানজিনা আক্তারের প্রথম স্বামী মজিবর রহমান প্রায় দুই বছর আগে মারা যান। তাঁদের দুটি ছেলে আছে। এর মধ্যে প্রায় এক মাস আগে স্থানীয় যুবক মিনাল হোসেনকে (২৭) গোপনে বিয়ে করে পার্শ্ববর্তী মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তাঁরা। এর পর থেকেই মিনালকে ছেড়ে দিতে তানজিনার ওপর চাপ দিতে থাকে মিনালের পরিবার। গত ৩০ অক্টোবর তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এর পর থেকেই মিনালকে এলাকায় দেখা যায়নি।
পুলিশ জানায়, আজ সকালে ধামোর-মধ্যপাড়া এলাকার একটি লাউখেতে কয়েকজন লাউ তুলতে গিয়ে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের জানান। এ সময় স্বজনেরা সেখানে গিয়ে লাশটি তানজিনার বলে শনাক্ত করেন। খবর পেয়ে বারঘাটি পুলিশ তদন্তকেন্দ্র ও আটোয়ারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সরকার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রাথমিক সুরতহালে ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁর মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।