ট্রাম্পের শুল্কারোপের সবশেষ পদক্ষেপে বহুমুখী বাণিজ্যযুদ্ধের ঝুঁকি
Published: 11th, February 2025 GMT
ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে তিনি কোনো দেশকে ছাড় দেননি। যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়াম শিল্পকে সহায়তা করার জন্য ট্রাম্প এ পদক্ষেপ নিয়েছেন। তবে তাঁর এই পদক্ষেপ বহুমুখী বাণিজ্যযুদ্ধের ঝুঁকি তৈরি করেছে।
শুল্ক বাড়ানোর এই নির্বাহী আদেশে গতকাল সোমবার সই করেন ট্রাম্প। তাঁর প্রথম মেয়াদেও এমন শুল্ক ছিল। তবে তখন এই শুল্কের হার ছিল ১০ শতাংশ।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, শুল্ক আরোপের এই পদক্ষেপ আগামী ৪ মার্চ কার্যকর হবে।
আরও পড়ুনইস্পাত-অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র১০ ফেব্রুয়ারি ২০২৫যুক্তরাষ্ট্র লাখ লাখ টন ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি করে। প্রতিবেশী কানাডা থেকে সবচেয়ে বেশি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানি করে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া ব্রাজিল, মেক্সিকো, দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশ থেকেও যুক্তরাষ্ট্রে ইস্পাত-অ্যালুমিনিয়াম আসে।
এখন ট্রাম্পের নির্বাহী আদেশের ফলে যুক্তরাষ্ট্রে বিশ্বের যেকোনো দেশ থেকে আসা ইস্পাত-অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে।
এ ক্ষেত্রে কোনো দেশের ইস্পাত-অ্যালুমিনিয়াম শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে না। কারণ, কোনো দেশের ক্ষেত্রে এই নিয়মে ব্যতিক্রম রাখেননি ট্রাম্প। কোনো দেশের জন্য কোটা রাখেননি তিনি।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রা পেনি উৎপাদন বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প১৭ ঘণ্টা আগেট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তাঁর পদক্ষেপটি আমদানি করা ধাতুর ওপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপকে সহজ করবে, যাতে সবাই এর অর্থ কী, তা বুঝতে পারে।
ট্রাম্প বলেছেন, শুল্ক আরোপের পদক্ষেপটিতে কোনো ব্যতিক্রম বা ছাড় নেই। সব দেশের ক্ষেত্রেই তা ২৫ শতাংশ।
তবে পরে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়ার বাণিজ্যঘাটতি আছে। এ কারণে এই শুল্ক অব্যাহতির ব্যাপারে দেশটির অনুরোধ তিনি বিবেচনা করবেন।
যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর অন্যান্য দেশ যে হারে শুল্ক আরোপ করেছে, তার সঙ্গে মিলিয়ে পারস্পরিক শুল্ক দেবেন বলেও অঙ্গীকার করেছেন ট্রাম্প। আগামী দুই দিনের মধ্যে তা আরোপ করা হবে।
এ ছাড়া গাড়ি, সেমিকন্ডাক্টর চিপস ও ফার্মাসিউটিক্যালসের ওপর শুল্ক আরোপ করতে চান ট্রাম্প।
আরও পড়ুনমার্কিন পণ্যে চীনের পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে আজ১০ ফেব্রুয়ারি ২০২৫যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের বিরুদ্ধে বিভিন্ন দেশ পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। এই হুমকির বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, তাঁর কিছু যায়–আসে না।
ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, যুক্তরাষ্ট্রের সবশেষ এই পদক্ষেপগুলো দেশটির ইস্পাত ও অ্যালুমিনিয়াম উৎপাদনকারীদের শক্তিশালী করবে। এর মাধ্যমে জাতীয় নিরাপত্তা শক্তিশালী হবে।
কানাডার শিল্পমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক সম্পূর্ণ অযৌক্তিক।
ইউরোপীয় কমিশনও বলেছে, তারা শুল্ক আরোপের ক্ষেত্রে কোনো যৌক্তিকতা দেখতে পায়নি।
শুল্কের প্রভাব কীভাবে কমিয়ে আনা যায়, তা নিয়ে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়ার শিল্প মন্ত্রণালয় দেশটির ইস্পাত প্রস্তুতকারকদের সভা ডেকেছে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের মিত্রদের যেভাবে কঠিন পরিস্থিতিতে ফেলেছেন ট্রাম্প০৮ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনইস্পাত-অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক আরোপে নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অ য ল ম ন য় ম আমদ ন পদক ষ প বল ছ ন
এছাড়াও পড়ুন:
খুলনায় ৮ ঘণ্টার ব্যবধানে ২ জনকে কুপিয়ে হত্যা
খুলনায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় মনোয়ার হোসেন টগর নামে এক যুবক এবং শনিবার (২ আগস্ট) ভোরে দিঘলিয়া উপজেলার বারাকপুরে আল-আমিন সিকদার নামে এক ভ্যানচালক খুন হন।
দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
পুলিশ জানায়, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর নন্দনপ্রতাপ গ্রামে আল-আমিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আল-আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “আল-আমিনের স্ত্রীর সাবেক স্বামী মো. আসাদুল ঝিনাইদহ থেকে এসে অতর্কিতে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর আসাদুল পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সাবেক স্ত্রীকে বিয়ে করার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।”
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
নগরীতে ছুরিকাঘাতে যুবক খুন
অপরদিকে, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হন মনোয়ার হোসেন টগর (২৫) নামে এক যুবক। তিনি ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক টগরের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই আবদুল হাই বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, হত্যাকারীরা টগরের পূর্ব পরিচিত। তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।”
ঢাকা/নুরুজ্জামান/ইভা