৬ গোল খাওয়া ব্রাজিল এখন আর্জেন্টিনার ওপরে
Published: 11th, February 2025 GMT
কথায় আছে যার শেষ ভালো, তার সব ভালো। ব্যাপারটা আবারও প্রমাণ করল ব্রাজিল। দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে ভুলে যাওয়ার মত একটা শুরু করেছিল ব্রাজিল। আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলে উড়ে গিয়েছিল। যা ব্রাজিলের ইতিহাসে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে যে কোন স্তরের ফুটবলে সবচেয়ে বড় পরাজয়। এরপর গ্রুপ পর্বের খেলায় তারা পরাজয়ের মুখ দেখে কলম্বিয়ার বিপক্ষেও। সেই ব্রাজিল কিনা আসরের চূড়ান্ত পর্বে এসে এখন সবার উপরে!
সোমবার (১০ ফেব্রুয়ারি, ২০২৫) বাংলাদেশ সময় মধ্যরাতে ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। সেলেসাওদের হয়ে জালের ঠিকানা পান গুস্তাভো প্রাদো, রায়ান এবং আলিসন সান্তানা। অন্যদিকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি, ২০২৫) ভোরে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে।
আরো পড়ুন:
আর্জেন্টিনা ম্যাচের দুঃস্বপ্ন ভুলে জয়ের ধারায় ব্রাজিল
লজ্জার ইতিহাস গড়ে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় পরাজয়!
লাতিন এই দুই পাওয়ার হাউজের জয়ে ফলে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা; যা এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে চিলিতে অনুষ্ঠিত হবে।
স্তাদিও নিকোনাল ব্রিগেদো ইরিয়ার্তেতে ম্যাচের ১৫ মিনিটে বাজিলকে এগিয়ে দেন প্রাদো। সেলেসাওদের হয়ে ১৭ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন রায়ান। ৮ মিনিট পর এক গোল শোধ করে প্যারাগুয়েকে ম্যাচে ফেরান আনঘেল সবেস্তিয়ান। বিরতিতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই যায় দুই দল। দ্বিতীয়ার্ধের ৩৩ মিনিটের সময় আলিসন সান্তানা গোল করে প্যারাগুয়ের কফাইন শেষ পেরেক ঠুকে দেন।
একই স্টেডিয়ামে অন্য ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ৮৬ মিনিটে ভাগ্য নির্ধারণী গোলটি করেন আর্জেন্টিনার ইয়ান সুবিয়াব্রে।
চূড়ান্ত পর্বে ব্রাজিলের মতো আর্জেন্টিনাও জিতেছে তিনটি ম্যাচ। দুই দলেরই পয়েন্ট ৯। কিন্তু গোল ব্যবধানে থাকায় টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে ব্রাজিল। এবারের আসরে কোনো ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে না। যে দল টেবিলের শীর্ষে থেকে আসর শেষ করবে, তারাই হবে চ্যাম্পিয়ন।
আগামী শুক্রবার অলিখিত ফাইনালে (১৪ ফেব্রুয়ারি, ২০২৫) ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আর জ ন ট ন র
এছাড়াও পড়ুন:
‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫’ অনুষ্ঠিত
ক্যানসার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ার্ল্ড ক্যান্সার ডে রান ২০২৫ পাওয়ার্ড বাই রেনাটা পিএলসি। ক্যান্সার সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র ক্যান্সার রোগীদের সহায়তার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের রেজিস্ট্রেশন ফি থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার অন্যতম সেবাধর্মী প্রতিষ্ঠান আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের সুবিধাবঞ্চিত রোগী এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দরিদ্র, অসহায় ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসা সেবায় দেওয়া হয়েছে।
অনুদান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রাহমান, ঢাকা আহছানিয়া মিশনের ট্রেজারার মোহাম্মদ এম এ জলিল, বিশেষজ্ঞ ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডা. আবুল আহসান দিদার, ডা. ফারহানা ফেরদৌসি, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু ক্যান্সার ও রক্তরোগ বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. বেলায়েত হোসাইন, ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ফাউন্ডার ডা. মোহাম্মদ মাসুমুল হক, ও রেনাটা পিএলসির হেড অব মার্কেটিং (অনকোলজি ও হেমাটোলজি) আমীর আবদুল্লাহসহ অন্যান্যরা। সংবাদ বিজ্ঞপ্তি।