তৌহিদী জনতাকে হুমকি নয়, সতর্ক করেছি: উপদেষ্টা মাহফুজ
Published: 11th, February 2025 GMT
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘তৌহিদি জনতা নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন, তাদের আমি হুমকি দিইনি, সতর্ক করেছি।’
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে মাহফুজ আলম আরও বলেন, ‘কেন করেছি? গত ১৫ বছর নিপীড়ন সহ্য করে এবং অভ্যুত্থানে ভূমিকা রেখে সব নাগরিকের মতোই আপনারা একটি জাতীয় সম্ভাবনা হাজির করেছেন, কিন্তু মব সংস্কৃতির কারণে তা ভূলুণ্ঠিত হচ্ছে। এ ক্ষেত্রে আপনাদেরই এ সম্ভাবনা রক্ষা করতে হবে।’
তিনি লেখেন, ‘আমার আপনাদের প্রতি ঘৃণা নেই, বরং বাংলাদেশের সব নাগরিকের মতোই আপনাদের প্রতি দরদ আছে। আলেমদের প্রতি সম্মান আছে। আমি নিজে বিশ্বাসী মুসলিম হিসেবে তৌহিদবাদী, কিন্তু কেউ তৌহিদের নামে উগ্রতা দেখালে সেটার আসন্ন পরিণতি সম্পর্কে সাবধান করাও সুনাগরিক ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমার কর্তব্য মনে করেছি।’
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার। বিপ্লবী জনতা আর খণ্ড খণ্ড মব আলাদা জিনিস। লক্ষ্যহীন, উদ্দেশ্যবিহীন এ মব সংস্কৃতির কারণে উপকৃত হচ্ছে আমাদের শত্রুরা। রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে আমাদের কঠোর হতে হবে।’
উপদেষ্টা তার পোস্টে উল্লেখ করেন, ‘এ কঠোরতার হুঁশিয়ারি অপরাধীদের জন্য, যারা তৌহিদের কথা বলে নিপীড়ন করছে, নৈরাজ্য করছে। কিন্তু আগে যেভাবে ইসলাম ফোবিয়ায় আক্রান্ত হয়ে সাধারণ মুসলিমদের নিপীড়ন করা হতো, যার শিকার আমিও হয়েছি তা কোনো মতেই আর পুনরাবৃত্ত হবে না।’
পোস্টে মাহফুজ আলম বলেন, ‘আলেম-উলেমা, মাদরাসার ছাত্ররা গত ১৫ বছর নিপীড়নের শিকার হয়েছেন, এবারের অভ্যুত্থানেও রক্ত দিয়েছেন, কিন্তু যে স্বাধীনতা এত রক্তাক্ত, সে স্বাধীনতা রক্ষায় প্রজ্ঞা না দেখালে যে জুলুম নেমে আসবে- এ সতর্কতা উচ্চারণ যদি ভুল হয়, তাহলে আমার কিছু বলার নেই। আমি জালিম বা মজলুম, দুইটা হওয়া থেকেই আল্লাহর কাছে পানাহ চাই।’
তিনি আরও বলেন, ‘পুনশ্চ: ব্যক্তি আক্রমণ, ব্যক্তিগত বিশ্বাস নিয়ে আক্রমণ বা সন্দেহ তৈরি, পরিবারের সদস্যদের হুমকি বা বেইজ্জতি ইত্যাদি কাজগুলো নবীজির অনুসারী হিসেবে সবার পরিত্যাগ করা উচিত। চলুন, বিভাজন আর ঘৃণা বাদ দিয়ে রাষ্ট্রকে সবার করে গড়ে তুলি। পরস্পর সম্মান ও মর্যাদার সম্পর্কই নূতন বাংলাদেশের ভিত্তি।’
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তরুণদের উচিত সাংবাদিক পিপলুর আদর্শ অনুসরণ
সদ্যপ্রয়াত দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা নবীউর রহমান পিপলুর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শহরের বঙ্গজলে ন্যাশনাল ইনস্টিটিউট মিলনায়তনে সমকাল সুহৃদ সমাবেশ ও একুশে টেলিভিশন দর্শক ফোরামের যৌথ আয়োজনে এ সভা করা হয়।
বক্তারা বলেন, নবীউর রহমান পিপলু ছিলেন একজন প্রথিতযশা সাংবাদিক। মৃত্যু পর্যন্ত সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে এ পেশায় নিয়োজিত ছিলেন। তরুণ প্রজন্মের সাংবাদিকদের তাঁর আদর্শ অনুসরণ করা উচিত। তাঁর মতো নিষ্ঠাবান সাংবাদিক তৈরি হলে দেশের সংবাদপত্র জগৎ আরও সমৃদ্ধ হবে।
এ সময় সাংবাদিক পিপলুর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এর আগে মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নাটোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গার্ড অব অনার দেওয়ার পর গাড়িখানা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
স্মরণসভায় সমকাল সুহৃদ সমাবেশ নাটোরের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সচিব বজলুর রশীদ, শিক্ষাবিদ সুবোধ কুমার মৈত্র অলক, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফরাজী আহমেদ রফিক বাবন, সহসভাপতি শহীদুল হক সরকার, ইউনিক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, ইউনাইটেড প্রেস ক্লাবের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা, সাংবাদিক হালিম খান, জুলফিকার হায়দার জোসেফ, ইসাহক আলী প্রমুখ।