নক্ষত্র গঠনের বিরল দৃশ্য দেখা গেল জেমস ওয়েব টেলিস্কোপে
Published: 17th, February 2025 GMT
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে নক্ষত্র গঠনের বিরল এক প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। ফিনিক্স গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে নক্ষত্র গঠনের দৃশ্য পর্যবেক্ষণ করেন তাঁরা। বিজ্ঞানীদের তথ্যমতে, পৃথিবী থেকে ৫৮গ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত ফিনিক্স গ্যালাক্সি ক্লাস্টার। এই ক্লাস্টারে একটি সুপারম্যাসিভ ব্ল্যাকহোল রয়েছে, যার ভর প্রায় এক হাজার সৌর ভরের সমান। এই ব্ল্যাকহোল গ্যাসকে উত্তপ্ত করে পার্শ্ববর্তী তারার গঠনকে প্রভাবিত করতে পারে। জেমস ওয়েবের ডেটা, হাবল স্পেস টেলিস্কোপ, চন্দ্র এক্স-রে অবজারভেটরি ও বিভিন্ন স্থলভিত্তিক টেলিস্কোপের মাধ্যমে এমন এক শীতল গ্যাসের প্রবাহ সম্পর্কে জানা গেছে, যা নক্ষত্রের জন্মের জ্বালানি হিসেবে কাজ করে। এই গ্যাস গ্যালাক্সি ক্লাস্টারের বিবর্তন সম্পর্কে দীর্ঘকাল ধরে চলমান নানা তত্ত্বকে চ্যালেঞ্জ করছে।
বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত এক গবেষণায় বলা হচ্ছে, জেমস ওয়েবের বর্ণালির তথ্য ক্লাস্টারের মধ্যে শীতল গ্যাসের একটি বিশদ মানচিত্র সম্পর্কে ধারণা দেয়। ফিনিক্স ক্লাস্টারে ব্যতিক্রমী উচ্চসংখ্যক নক্ষত্র গঠনের হার লক্ষ্য করা গেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ম্যাকডোনাল্ড বলেন, পূর্ববর্তী বিভিন্ন পর্যবেক্ষণ বিভিন্ন তাপমাত্রায় গ্যাসের অসামঞ্জস্যপূর্ণ শীতলীকরণের হার দেখিয়েছিল। জেমস ওয়েব মধ্যবর্তী-তাপমাত্রার গ্যাস শনাক্ত করেছে, যা তারা গঠনের উষ্ণতম ও ঠান্ডা পর্যায়ের মধ্যে সেতু হিসেবে কাজ করে। জেমস ওয়েবের মিড-ইনফ্রারেড ইন্সট্রুমেন্ট (এমআইআরআই) ব্যবহার করে এই পর্যবেক্ষণ নিশ্চিত করা যাচ্ছে। এই গ্যাস প্রায় ৫ লাখ ৪০ জাচার ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার। এই শীতল গ্যাসের উপস্থিতি পূর্ববর্তী বিভিন্ন গবেষণার অসংগতি সমাধান করে ক্লাস্টারের তারকা গঠন চক্রের পূর্ণ চিত্র প্রদান করে।
আরও পড়ুনমহাবিশ্বের শুরু কখন২৩ নভেম্বর ২০২৪বিজ্ঞানী মাইকেল রিফ জানিয়েছেন, জেমস ওয়েবের সংবেদনশীলতার কারণে নিয়ন সিক্স নির্গমন শনাক্তকরণের সুযোগ আছে। এটি মধ্য-ইনফ্রারেড বর্ণালিতে স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে। গ্যাসের সন্ধান বিস্তৃত স্কেলে তারার গঠন বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
সূত্র: গ্যাজেটস৩৬০
আরও পড়ুনমহাবিশ্বের বৃহত্তম কাঠামোর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, কত বড় জানেন১১ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ত র গঠন র
এছাড়াও পড়ুন:
খুলনায় বিএনপি নেতার অফিসে বোমা-গুলি, শিক্ষক নিহত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আইটি গেট সংলগ্ন বিএনপি নেতার দলীয় কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ইমদাদুল নামে এক শিক্ষক নিহত হয়েছেন। যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ (৪৫) ও মিজানুর রহমান নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।
রবিবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করে আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাশার।
আরো পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলা: গুলিবিদ্ধ যুবকের মৃত্যু
নবীনগরে গুলিবিদ্ধ ৩
তিনি বলেন, “ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তার ভেতর ভুসি রাখা ছিল। ধারণা করা হচ্ছে, এর ভেতরেই বোমা নিয়ে আসা হয়েছিল।” পেশাদার কিলারের সম্পৃক্তা থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বিএনপি নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় সন্ত্রাসীরা অফিস লক্ষ্য করে পরপর দুইটি বোমা ও চার রাউন্ড গুলি ছুড়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে নেতাকর্মী ও স্বজনরা গুরুতর আহত মামুনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”
যোগীপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু বলেন, “ঘটনার সময় আমি ফুলবাড়িগেটে ছিলাম। শুনেছি, আমাদের সাংগঠনিক সম্পাদক মামুনকে সন্ত্রাসীরা গুলি করেছে। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ