আগামী বিপিএল নিয়ে কাজ শুরু, ‘সুখবর’ দিলেন ফারুক
Published: 17th, February 2025 GMT
সদ্যই শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। এই আসরের আয়োজন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। সফলতা-ব্যর্থতা দুই দিক নিয়েই আলোচনা হয়েছে। সেই আলোচনা শেষ না হতেই বিপিএলের আগামী আসর নিয়ে কাজ শুরু করে দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেই সঙ্গে দিলেন আরো এক সুখবর। আগামী আসর থেকে লভ্যাংশের শেয়ার পাবেন ফ্র্যাঞ্চাইজি মানিকরা।
মিরপুরে সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠকের পর এক ভিডিও বার্তা দেন ফারুক আহমেদ। খোলামেলা জানিয়েছেন বিপিএল নিয়ে নিজের পরিকল্পনা এবং আসর শেষে কি পেলেন না পেলেন।
ফারুক বলেন, ‘‘অগাস্ট মাসে নির্বাচিত হওয়ার পর আমার বেশ কিছু কমিটমেন্ট ছিল। আমি মনে করেছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে টিকিট বিক্রি একটা জায়গা যেখান থেকে আমরা ভালো একটা লাভ অর্জন করতে পারি, বিশেষত বিপিএলের মতো টুর্নামেন্ট থেকে।’’
আরো পড়ুন:
চার্টার্ড বিমানে শিরোপা নিয়ে বরিশালে তামিমরা
চারে এসে সফল শান্ত-হৃদয়
বিপিএলের এবারের আসরে টিকিট বিক্রি থেকে বড় একটা অংশ লাভ করেছে বিসিবি। এ বিষয়ে বলতে গিয়ে ফারুক আহমেদ বলেন, ‘‘আমরা এবার অবিশ্বাস্যরকম সফলভাবে টিকিট বিক্রি করেছি। এটার বিরাট কারণ ছিল আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে গিয়েছি ১০০ ভাগ, আপনারা জানেন অত্যন্ত সিকিউরড, বিশ্বকাপে যেভাবে টিকিট বিক্রি হয় ওভাবে। আমরা যদিও পুরোপুরি অনলাইন যেতে পারিনি, জাস্ট নতুন একটা সিস্টেম দেখার জন্য। প্রথম রাউন্ডে আমরা ৩৫% টোটাল টিকিটের, পরের রাউন্ডে ৪০% গিয়েছিলাম অনলাইনে।’’
‘‘পুরো বিপিএলে আমরা প্রায় ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি করেছি। ছোট্ট একটা কম্পারিজন যদি আপনাদের দেই। এ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত ১০ আসরে যে টিকিট বিক্রি করেছে, আপনার ১৫ কোটি টাকার মতো। সেটা বিবেচনা করলে আমরা এক বছরেই সেটার কাছাকাছি চলে গিয়েছে। আমরা টিকিট সত্ত্ব বিক্রি বাবদও তিন বছর চুক্তি করেছি এক কোটি টাকা করে। এটা একটা বিরাট মাইলফলক।’’- আরো যোগ করেন ফারুক।
বিপিএলের আগামী আসরে সবচেয়ে বড় চমকটা পাবেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। এবারের আসরে লভ্যাংশ শেয়ার নিয়ে তাদের যেই দাবি ছিল, সেটা আগামী আসরে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন ফারুক।
ফারুক আরো বলেন, ‘‘ফ্র্যাঞ্চাইজিদের একটা বিরাট দাবি ছিল রেভিনিউ শেয়ারিং। তখন আমি তাদের বলেছিলাম, আমি আসলে লাভটা কত কী হয় এটাই আমি জানি না। আমার পক্ষে সম্ভব ছিল না। সব ফ্র্যাঞ্চাইজির সুখবর, যদিও রেভিনিউ শেয়ারিং বলতে সব ক্ষেত্রেই বোঝায়, অন্যগুলো ওরকম করে করতে পারিনি। তবে টিকিট বিক্রির একটা ভালো ভাগ তাদের দেবো।’’
এবারের আসরে তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দলকেও পুরস্কৃত করেছে। সে সঙ্গে বিপিএলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য প্রাইজমানিও বাড়িয়েছে। যেটা উন্নতির লক্ষণ বলে জানিয়েছেন ফারুক, ‘‘এবার আমরা থার্ড ও ফোর্থ পুরস্কার দিয়েছি। প্রাইজমানি ৭০% ইনক্রিজ করেছি।’’
এবারের আসরে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে বিসিবি। আগামী আসরেও এই চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফারুক, ‘‘বিপিএলে কিছু সীমাবদ্ধতা ছিল। প্রথম দিকে টিকিট যেহেতু নতুন একটা সিস্টেম ঝামেলা ছিল। দুয়েকটা ফ্র্যাঞ্চাইজি টাকা দেওয়ার ব্যাপারেও একটু অসুবিধার সৃষ্টি করেছে। এটা নিয়ে অনেক নেতিবাচক নিউজ হয়েছে। তবে যদি ওভার অল দর্শক, উইকেট, টিকিট বিক্রি, দর্শকদের অংশগ্রহণ এবং আমাদের যে টিভি প্রডাকশন…। আমরা চেষ্টা করে যাচ্ছি।’’
‘‘আগামীর বিপিএল নিয়ে এখনই কাজ শুরু করে দিয়েছি। একটা উইন্ডো বের করেছি আমরা। এখন তো সব দেশে অনেকগুলো টি–টোয়েন্টি টুর্নামেন্ট হয়, ওগুলো ক্ল্যাশ হয়। আমরা একটু অন্যরকম করে যেন করতে পারি যেন একটু মানসম্পন্ন বিদেশি পাই।’’- সবশেষ যোগ করেন তিনি।
রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল ফ র য ঞ চ ইজ ব প এল র
এছাড়াও পড়ুন:
উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।
আরো পড়ুন:
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।
প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।
সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এমআর/রফিক