বাংলাদেশে আরো বিনিয়োগ করার জন্য জাপানের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাপানের রাজধানী টোকিওতে একটি হোটেলে ‘ইনভেস্টমেন্ট প্রমোশন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান রাখেন বাণিজ্য উপদেষ্টা।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরে বলা হয়েছে, বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি ব্যবসায়ীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।

আরো পড়ুন:

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

জাপানে সাপ্তাহিক ছুটি ৩ দিন, থাকছে দ্রুত অফিস ত্যাগের সুযোগ

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বাংলাদেশের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু ও একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন অংশীদার জাপান। বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সমর্থন ও সহযোগিতার জন্য জাপান সরকারকে ধন্যবাদ।

সেমিনারে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ চৌধুরী বিন হারুন বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনার ওপর তথ্য-উপাত্ত তুলে ধরেন।

সেমিনারে ‘সংস্কার-পরবর্তী বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রচি এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন- জেটরোর বাংলাদেশ প্রতিনিধি ইউজি আন্ডো।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো.

দাউদ আলী, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি-জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাচিকো ইমোতো, জেটরো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজুয়া নাকাজো সেমিনারে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাপানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার, বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট, বাংলাদেশ ব্যাংক ও এনবিআর প্রতিনিধি এবং টোকিও কমার্শিয়াল কাউন্সেলর উপস্থিত ছিলেন। 
 
বিডা, জাইকা ও জেটরো যৌথভাবে সেমিনারটি আয়োজন করে। এতে জাপানের শতাধিক উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশ নেন।

সেমিনার শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাপানের ইকোনমি, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রতিমন্ত্রী মাসাকির সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি এবং পাবলিক প্রাইভেট ইকোনমিক ডায়ালগ (পিপিইডি) নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জাপানি কোম্পানিগুলো যেন বাংলাদেশে আরো বিনিয়োগ করে, সেই আহ্বান রেখে বাণিজ্য উপদেষ্টা বলেন, বর্তমানে বাংলাদেশে অনুকূল বিনিয়োগ পরিস্থিতি বিরাজ করছে। বিনিয়োগকারীদের দ্রুত সেবা দিতে বাংলাদেশে সিঙ্গেল উইন্ডো (বিএসডব্লিউ) চালু করা হয়েছে, যা গ্রহণ করতে পারেন জাপানের বিনিয়োগকারীরা।

জাপানের প্রতিমন্ত্রী মাসাকি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি ত্বরান্বিত করার জন্য বাণিজ্য উপদেষ্টর প্রতি আহ্বান রাখেন। উভয়েই দ্বিপক্ষীয় বাণিজ্য শক্তিশালী করতে একযোগে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

 ঢাকা/হাসনাত/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট ব ণ জ য উপদ ষ ট ব যবস য়

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ