সরানো হলো বাদ্যযন্ত্র ও তৃতীয় লিঙ্গের মানুষ নিষিদ্ধের নোটিশ
Published: 19th, February 2025 GMT
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফলসী ইউনিয়নের শড়াতলা গ্রামে বাদ্যযন্ত্র, হকার ও তৃতীয় লিঙ্গের মানুষ নিষিদ্ধ করে দেয়ালে দেয়ালে সাঁটানো সব নোটিশ সরিয়ে ফেলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই গ্রাম পরির্দশনে যান। এর পর সেখান থেকে নোটিশগুলো সরিয়ে ফেলা হয়। পরে নোটিশে সই করা ব্যক্তিদের মধ্যে কয়েকজন ইউএনওর কার্যালয়ে গিয়ে ভুল স্বীকার করেন।
শড়াতলা গ্রামের কয়েক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই মাস আগে গ্রামের কিছু যুবক উচ্চ স্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে অনুষ্ঠান করছিল। পাশেই অসুস্থ এক বৃদ্ধ এতে অস্বস্তি বোধ করছিলেন। তাই গ্রামের কয়েকজন ওই যুবকদের বাদ্যযন্ত্র বাজাতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। ঘটনার পর আলোচনা করে সমাজপতিরা সিদ্ধান্ত নেন, গ্রামে বাদ্যযন্ত্র, হকার ও তৃতীয় লিঙ্গের মানুষ প্রবেশ করতে দেওয়া যাবে না।
শড়াতলা মসজিদ কমিটির সভাপতি এনামুল হকের নেতৃত্বে গ্রামের মসজিদে বসে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী ২৫ দিন আগে গ্রামের অন্তত ১০টি দোকানে ও কয়েকটি বাড়ির দেয়ালে ১০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পের ফটোকপি সাঁটানো হয়।
নোটিশের শেষ অংশে ‘গ্রামবাসীর পক্ষে’ ১৮ জন সই করেছিলেন। তাদের মধ্যে রয়েছেন জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতাকর্মী। নোটিশে সইয়ের অংশের প্রথমে হাতে লিখে ইউএনওর সরকারি নম্বরও দেওয়া হয়।
সই করা ১৮ জনের মধ্যে রয়েছেন– শড়াতলা পশ্চিম পাড়া মসজিদ কমিটির সভাপতি ও জামায়াতে ইসলামীর কর্মী এনামুল হক, শড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাশিউর রহমান, স্থানীয় দোকানি সাজেদুল, শিক্ষক আবু সালেহ, হরিণাকুণ্ডু কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি লিয়াকত আলী, ফলসী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা (পদ নেই) তৌহিদুর রহমান টুটুল, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাব্বত আলী, বলরামপুর দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল মালেক, সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক ও স্থানীয় বিএনপি নেতা (পদ নেই) ইন্তাজুল হক, ফলসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, তাঁর ভাই ব্যবসায়ী নজরুল মোল্লা, ওয়ার্ড বিএনপির কর্মী ও দলিল লেখক আজিম উদ্দিন, শড়াতলা জামে মসজিদের সাবেক সভাপতি ও জামায়াত কর্মী সুলতান, আওয়ামী লীগ সমর্থক ও দোকানি মশিউর, আওয়ামী লীগের সমর্থক ব্যবসায়ী গোলাম মোস্তফা, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল ফাত্তাহ (রুমি)।
বাদ্যযন্ত্র, হকার ও তৃতীয় লিঙ্গের মানুষ প্রবেশ নিষিদ্ধ করার বিষয়ে গতকাল সমকালসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর তৎপর হয়ে ওঠে প্রশাসন। বেলা সাড়ে ১১টার দিকে শড়াতলা গ্রামে যান ইউএনও বি এম তারিক-উজ-জামান। সেখানে তিনি নোটিশে সই করা ব্যক্তিদের খোঁজ করেন। তাদের কাউকে না পেয়ে কার্যালয়ে ফিরে হরিণাকুণ্ডু থানা পুলিশকে একটি চিঠি দেন। চিঠিতে বাদ্যযন্ত্র, হকার ও তৃতীয় লিঙ্গের মানুষ প্রবেশ নিষিদ্ধ করে সাঁটানো নোটিশে সই করা ব্যক্তিদের ইউএনও কার্যালয়ে হাজিরের নির্দেশ দেওয়া হয়। এর পর সই করা ১৮ জনের মধ্যে চারজন বিকেল ৩টার দিকে সেখানে যান। তাদের সঙ্গে গ্রামের আরও চারজন ছিলেন।
জানা গেছে, নোটিশে সই করা চারজন ইউএনওর কাছে ভুল স্বীকার করেন। ইউএনও তাদের নির্দেশ দেন, বুধবার সকাল ১০টার মধ্যে ১৮ জনকেই হাজির হতে হবে এবং এ ঘটনার লিখিত ব্যাখ্যা দিতে হবে। এর পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন।
ইউএনও কার্যালয় থেকে বের হওয়ার সময় ১ নম্বর ওয়ার্ডের মেম্বার তৌহিদুর রহমান বলেন, ‘আমি চাপে আছি’। সেখানে থাকা মসজিদ কমিটির সভাপতি এনামুল হক বলেন, ‘আমরা অনেকেই এই ঘটনার সময় বৈঠকে ছিলাম। তবে এটা করা আমাদের ভুল হয়েছে।’
শড়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাশিউর রহমান বলেন, ‘বিধিবহির্ভূত কাজের সঙ্গে থাকা আমার ঠিক হয়নি।’
জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা বলেন, উপজেলা প্রশাসন তদন্ত করে সত্যতা পেলে জড়িত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ফলসী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহমেদ বলেন, আমরা এ ধরনের ঘটনা সমর্থন করি না। সমর্থক-কর্মীদেরও বলে দিয়েছি, এ ধরনের কাজ করা যাবে না। ইউএনও কার্যালয়ে যাওয়ার আগে কয়েকজন আমাদেরও তাদের সঙ্গে যেতে বলে। কিন্তু আমরা জানিয়ে দিয়েছি, এ ধরনের আইনবিরোধী কাজে সহযোগিতা করতে পারব না।
হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতের আমির বাবুল হোসেনের দাবি, শড়াতলার ঘটনার সঙ্গে তাদের দলের কোনো সম্পৃক্ততা নেই।
ইউএনও তারিক-উজ-জামান বলেন, শড়াতলা গ্রামের ঘটনাটি জানার পর থেকেই পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরাও কাজ করছি। এরই মধ্যে সব নোটিশ সরিয়ে ফেলা হয়েছে। নোটিশে আমার যে নম্বর দেওয়া হয়েছে, সে ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব দ যযন ত র র রহম ন ব যবস থ হক র ও সরক র উপজ ল ব এনপ আওয় ম ঘটন র
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে কৃষকদের বিক্ষোভ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন কৃষকরা। এসময় তারা উপজেলা কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করেন।
রবিাবর (১৪ সেপ্টেম্বর) দুপুরে ২টার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করেন কৃষকরা। একপর্যায়ে তারা ভূরুঙ্গামারী উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সারোয়ার তৌহিদকে অবরুদ্ধ করেন। বিকেল ৫টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্রের আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকরা।
আরো পড়ুন:
বাগেরহাটে হরতাল কর্মসূচিতে পরিবর্তন
ফরিদপুরে মহাসড়ক ও রেলপথ অবরোধ, ভোগান্তি চরমে
আন্দোলনরত কৃষকরা জানান, তীব্র সার সংকট দেখা দিয়েছে। রোপা আমন ধানে সার দিতে না পেরে ক্ষতির মুখে পড়ছেন তারা।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, কৃষকরা বিকেল ৫টার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ইউএনও দীপ জন মিত্র জানান, কৃষকরা কেন সার পাচ্ছেন না, সেটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/বাদশাহ/মাসুদ