‘চাচা, হেনা কোথায়?’ ১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমায় সংলাপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। চলচ্চিত্র হেনা চরিত্রে অভিনয় অভিনয় করেছেন শাবনাজ। বকুল চরিত্রে অভিনয় করেছেন বাপ্পারাজ।
বাপ্পারাজের মুখে সংলাপটি নিয়ে রীতিমতো আলোচনার ঝড় উঠেছে। দর্শকের সঙ্গে বাপ্পারাজ ও শাবনাজ সংলাপটি নিয়ে চর্চা করছেন। সংলাপটি নিয়ে আলোচনার মধ্যে হেনার দেখা মিলল; সঙ্গে বকুলকেও দেখা গেল।

১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমায় সংলাপটি ছিল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মে মাসে তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

চলতি মে মাসে কয়েক দফা তাপপ্রবাহের পাশাপাশি এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ বৃহস্পতিবার আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।

আজ বৈশাখ মাসের ১8 তারিখ। এ মাসে কালবৈশাখী ঝড় হয়। আবহাওয়ার পূর্বাভাস বলছে, মে মাসে দুই বা তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দেশে দুই থেকে তিন দিন বন্ধ ও শিলাবৃষ্টিসহ মাঝারি তীব্র কালবৈশাখী ঝড় এবং তিন থেকে পাঁচদিন বন্ধ ও শিলাবৃষ্টিসহ হালকা কালবৈশাখী ঝড় হতে পারে।

তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু বা মাঝারি এবং এক থেকে দুইটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

মাসজুড়ে দিনের তাপমাত্রা স্বাভাবিক এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।

নদ-নদীর অবস্থায় বলা হয়েছে, মে মাসে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের নদীসমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে।

কৃষি আবহাওয়াও মে মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৩,০০ থেকে ৫০০ মিলিমিটার এবং গড় সূর্য বিকেল ৫ দশমিক ৫ থেকে ৫ ঘণ্টা থাকতে পারে।

সম্পর্কিত নিবন্ধ