মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির চিঠি পাওয়ার পরে তার প্রশংসা করেছেন মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং। একইসঙ্গে ট্রাম্পকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার জানিয়েছে, জান্তা মার্কিন প্রেসিডেন্টের শুল্ক পত্রকে পুঁজি করে তার শাসনের প্রতি ওয়াশিংটনের প্রথম প্রকাশ্য স্বীকৃতি বলে মনে করছে।

২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে ক্ষমতায় থাকা মিন অং হ্লাইং ট্রাম্পের চিঠির জন্য ‘আন্তরিক কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন। অথচ চিঠিতে ট্রাম্প মিয়ানমারের পণ্যের উপর ৪০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।

জান্তা প্রধান মার্কিন প্রেসিডেন্টকে ‘শক্তিশালী নেতৃত্ব’ এবং ‘সত্যিকারের দেশপ্রেমের চেতনায়’ জাতীয় সমৃদ্ধির দিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে পরিচালিত করার জন্য প্রশংসা করেছেন।

মার্কিন কূটনীতিকরা আনুষ্ঠানিকভাবে মিন অং হ্লাইং বা ক্ষমতাসীন জান্তার সাথে যোগাযোগ করেন না।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মিয়ানমার বিষয়ক উপদেষ্টা রিচার্ড হর্সি বলেছেন, “এটিই প্রথম প্রকাশ্য আনুষ্ঠানিক স্বীকৃতি যা আমি দেখেছি।”

তিনি জানান,সামরিক সরকার এটিকে কূটনৈতিক সুযোগ হিসেবে ব্যবহার করে ‘আমেরিকার সাথে পেছনের দরজা দিয়ে এক ধরণের পুনর্সাধারণীকরণ’ করার চেষ্টা করছে।
 

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ