পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে গতকাল উদ্বোধন হলেও বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু আজ ভারতের বিপক্ষ ম্যাচে। নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতের দুবাইয়ে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। যে ম্যাচ ঘিরে বাড়তি উত্তাপ ছড়াচ্ছে মরুতে। চ্যাম্পিয়ন্স ট্রফি, গ্রুপ প্রতিপক্ষ এবং নিজেদের দল নিয়ে গতকাল অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। তিনি বলেন, কন্ডিশনে মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিততে চেষ্টা করবেন।
ভারত, পাকিস্তানের মতো বাংলাদেশ ফেভারিট না। এটা বাড়তি সুবিধা?
শান্ত: এই টুর্নামেন্টের আটটি দলই মানসম্পন্ন। ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো স্মৃতিও আছে আমাদের। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে কয়েকটি ম্যাচও জিতেছি। আমরা কাল পরিকল্পনামতো খেলতে পারলে এবং স্কিল কার্যকর করতে পারলে, ভালো ম্যাচ হবে।
বাংলাদেশ দলে বেশ কয়েকজন অলরাউন্ডার আছেন। বেশি অলরাউন্ডার থাকা কি দলের জন্য ভালো?
শান্ত: অলরাউন্ডার সব সময় দলে ভারসাম্য আনে। আমাদের কয়েকজন ভালো অলরাউন্ডার আছে। আশা করি, তারা কাল পারফর্ম করবে এবং দলের জন্য খেলবে।
নাহিদ রানার মতো ফাস্ট বোলার আছেন। পেস বোলিংয়ে কার্যকর হওয়ার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী?
শান্ত: আমরা গত কয়েক বছর কয়েকজন মানসম্পন্ন ফাস্ট বোলার পেয়েছি। নাহিদ রানা, তাসকিন আহমেদ যেভাবে বোলিং করছে, তা দলকে অনেক হেল্প করে। অধিনায়ক হিসেবে আমার চাওয়া, তারা গতি কাজে লাগিয়ে দলের জন্য কার্যকর বোলিং করবে। আমি খুশি, আমাদের দারুণ একটি ফাস্ট বোলিং ইউনিট আছে। এখানে কৃত্রিম আলোতে বল সুইং করবে। তারা ভালো জায়গায় বল করতে পারলে দল লাভবান হবে।
বিপিএলের কারণে ওয়ানডে খেলা হয়নি। ৫০ ওভারের ক্রিকেটে ব্যাটারদের মানিয়ে নিতে সমস্যা হবে কিনা?
শান্ত: আমার মনে হয় না কোনো সমস্যা হবে। এই সংস্করণে আমরা অনেক ম্যাচ খেলেছি। বিপিএলের কয়েকজন ব্যাটার খুব ভালো করেছে। তারা অনেক রান করেছে, যেটা আমাদের আত্মবিশ্বাস দেবে।
পাকিস্তানের মতো দুবাইয়েও কি হাই স্কোরিং ম্যাচ হতে পারে?
শান্ত: পাকিস্তানের মতো এই ভেন্যুতে রান হবে। সম্প্রতি আমরা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্যাচ খেলেছি। আমরা জানি, উইকেট কেমন হবে। তবে আমরা জানি, ক্রিকেটার হিসেবে কখন, কোথায়, কীভাবে মানিয়ে নিয়ে গেম খেলতে হবে। আমার মনে হয় না, এটা কঠিন হবে। আমি নিশ্চিত, ছেলেরা জানে এ দুই ভেন্যুতে কীভাবে ক্রিকেট খেলবে।
বাংলাদেশের পেস ইউনিট গড়ে ওঠার পেছনে কোচদের কী ধরনের ভূমিকা রয়েছে?
শান্ত: আমার মনে হয় উইকেট এবং বল পরিবর্তন করায় এটা হয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেট এখন ডিউক বলে খেলা হয়। লোকাল এবং বিদেশি অনেক কোচ আছেন, যারা বোলারদের উত্থানে সাহায্য করেছেন। তারা ফাস্ট বোলারদের উজ্জীবিত করেছেন কীভাবে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়।
ভারতের বিপক্ষে নাহিদ রানার খেলার তেমন অভিজ্ঞতা নেই। তাঁর জন্য মানিয়ে নেওয়া কতটা চ্যালেঞ্জিং হতে পারে?
শান্ত: ভারতের বিপক্ষে সম্প্রতি একটি টেস্ট ম্যাচ খেলেছে রানা। কিছুটা অভিজ্ঞতা আছে। কাল তাকে ভালো খেলতে হবে। আমি যতটা বুঝি, সে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবে না। নিজের পরিকল্পনা বাস্তবায়ন করা নিয়ে ভাবে। কাল যদি খেলে আশা করব, দলের ভালোর জন্য সে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে।
নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচে ৩৩০ প্লাস রান করেছিলেন। এই টুর্নামেন্টে ওই ধরনের রান হতে পারে। এ ধরনের স্কোর করতে কতটা প্রস্তুত আছেন?
শান্ত: উইকেট যে রকম থাকবে, ওই অনুযায়ী খেলার চেষ্টা করব আমরা। আমার মনে হয়, ওপরের দিকে যারা ব্যাটিং করে, তাদের লম্বা ইনিংস খেলাটা গুরুত্বপূর্ণ। যখন ওপরের শুরুটা ভালো করতে পারব, তখনই বড় রান করা সম্ভব। অবশ্যই কালকে উইকেট কন্ডিশন মেলানোর পর ওইভাবে আমরা ব্যাটিংটা করার চেষ্টা করব। আর অতীতে আমরা অনেক বড় বড় রান করেছি। আমি বিশ্বাস করি, আমাদের ওই সামর্থ্যটুকু আছে। প্রস্তুতির দিক থেকে আমরা ভালো অবস্থানে আছি।
উৎস: Samakal
কীওয়ার্ড: ল র জন য আম দ র র ন কর ন র মত উইক ট
এছাড়াও পড়ুন:
পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বেঁধে মারধর, ভাঙচুর ও লুটপাট
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে পরিবারের সবাইকে বেঁধে মারধর করে স্বর্ণালংকার ও মুঠোফোন লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় ছয়টি দোকান ভাঙচুর ও মালামাল লুট করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার দক্ষিণ অনইলবুনিয়া গ্রামের বটতলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী পরিবারের প্রধান হারুন অর রশিদ (৬৫) থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলছেন, ৯৯৯–এ ফোন করা হলেও এক কিলোমিটার দূরের কাঁঠালিয়া থানা থেকে পুলিশ ঘটনাস্থলে এসেছে আড়াই ঘণ্টা পরে।
হারুন অর রশিদ বলেন, ২০০৭ সালে বটতলা বাজারে ছয় শতাংশ জমি কিনে ছয়টি টিনের দোকানঘর তৈরি করে ব্যবসা শুরু করেন তিনি ও তাঁর দুই ছেলে। এর পেছনেই বসতঘর তৈরি করে তাঁরা বসবাস করছেন।
হারুন অর রশিদের ছেলে মেহেদী হাসান বলেন, ভোরে বিভিন্ন ধরনের অস্ত্র হাতে বাড়িতে প্রবেশ করে অন্তত ১৫ জন দুর্বৃত্ত। প্রথমেই তারা পরিবারের সব সদস্যকে মারধর করে হাত–পা বেঁধে ফেলে। পরে ঘরের মধ্যে থাকা ৫টি মুঠোফোন ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় বাইরে অবস্থান করা ৫০ জনের একটি দল তাঁদের ছয়টি দোকান ভেঙে গুঁড়িয়ে মালামাল, টিন ও কাঠ ট্রাক ভরে নিয়ে গেছে। ছয়টি দোকানের মধ্যে ছিল মুদির দোকান, চায়ের দোকান, কসমেটিকসের দোকান ও মুরগির দোকান। ঘটনার সময় ভোরের আলো ফোটেনি, কেবল ফজরের আজান হচ্ছিল। দুর্বৃত্তরা তাঁর ছোট দুই বোনকে ব্যাপক মারধর করেছে।
মেহেদী হাসান বলেন, সম্প্রতি ফয়সাল আহম্মেদ নামের একজনের কাছ থেকে বটতলা বাজারে ছয় শতাংশ জমি কেনেন নাসির খান নামের ঢাকার এক ব্যবসায়ী। গত ২২ এপ্রিল জমির দলিল করেই তাঁদের জমিকে নিজের কেনা সম্পত্তি দাবি করে উচ্ছেদের জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন নাসির খান। তাঁর ভাড়া করা লোকজন এ ঘটনা ঘটিয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাসির খানের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মং চেনলা বলেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জনবল কম থাকায় ঘটনাস্থলে যেতে দেরি হয়েছে।