Prothomalo:
2025-05-01@03:21:08 GMT

ভূতের চেয়েও ভয়ংকর যে রোবট

Published: 21st, February 2025 GMT

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এর মধ্যে ৬ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জার্মান সিরিজ ‘ক্যাসান্দ্রা’। ৫০ বছর আগের একটি রোবট নিয়ে বানানো সিরিজটি আজকের দিনেও মাথা ঘুরিয়ে দেবে আপনার।
ইতিমধ্যে ভৌতিক সায়েন্স ফিকশন সিরিজটিকে রটেন টমাটোজে সমালোচকেরা শতভাগ ইতিবাচক রেটিং দিয়েছেন। ছয় পর্বের মিনি সিরিজটি বাংলাদেশে নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা সিরিজের তালিকার শীর্ষে রয়েছে। কী আছে এই সিরিজে, যা মাতিয়ে রেখেছে দর্শকদের? চলুন জেনে নেওয়া যাক।

একনজরে
সিরিজ: ‘ক্যাসান্দ্রা’
ধরন: সায়েন্স ফিকশন, থ্রিলার
পর্বসংখ্যা: ৬
পরিচালক: বেনজামিন গুটশে
স্ট্রিমিং প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স
অভিনয়ে: মিনা টান্ডার, মাইকেল ক্ল্যামার, যোশুয়া কান্টারা, মেরি টোল্লে, লাভিনিয়া উইলসন

সামিরা ও ডেভিভ প্রিল দম্পতির রয়েছে একটি ভয়ংকর অতীত। সেখান থেকে বের হয়ে আসতে তারা নতুন জায়গায় একটি বাড়ি কেনে। দুই সন্তানসহ তারা সেখানে চলে আসে। নতুন বাড়িতে আসার পরই তারা এত সুন্দর আর গোছানো বাসা দেখে অবাক হয়। তারা আরও অবাক হয়, যখন দেখতে পায় এই বাড়িতে রয়েছে একটি পুরোনো ধাঁচের রোবট—ক্যাসান্দ্রা। ক্যাসান্দ্রা একটি পুরোনো এআই সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত রোবট। যদিও সেটি ৫০ বছর ধরে নিষ্ক্রিয় ছিল। কিন্তু প্রিল দম্পত্তি বাড়িতে প্রবেশ করার পরই সিস্টেমটি নিজ থেকেই চালু হয়ে যায়।

মাথায় একটি টেলিভিশন স্ক্রিন লাগানো, লাল রঙের লম্বা ক্যাসান্দ্রা নিজেকে পারিবারিক কাজের সহায়ক হিসেবে পরিচয় দেয়। যে যাবতীয় ছোটখাটো কাজ করতে পারে—কাপড় ধোয়া, ঘাস কাটা, সকালের কফি বানানো, নাশতা বানানোয় সাহায্য করা। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নিতে থাকে, যখন প্রকাশ পায় ক্যাসান্দ্রা কারও কমান্ড ছাড়াই কাজ করতে পারে।

‘ক্যাসান্দ্রা’–এর দৃশ্য। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ