বিনম্র শ্রদ্ধা মধ্য দিয়ে যথা যোগ্য মর্যাদায় ভাষা শহীদের গভীর  শ্রদ্ধাভরে স্মরণ করেছে বন্দর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

একুশে'র প্রথম প্রহর  রাত ১২টা ১ মিনিটে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প অর্পণের মধ্য দিয়ে ভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বন্দর উপজেলা প্রশাসন পক্ষ থেকে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও উপজেলা পরিষদের সহকারি ভূমি কর্মকর্তা রহিমা আক্তার ইতি এবঙ বন্দর  থানা অফিসার ইনর্চাজ মোঃ তরিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দরা ভাষা শহীদদের স্মৃতিস্তম্বে প্রথম পুষ্প অর্পন করে।

পরে বন্দর উপজেলা  মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী নাছিরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদের বীরমুক্তিযোদ্ধাগন, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুল, বন্দর থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, বন্দর প্রেসক্লাব, বন্দর ফায়ার সার্ভিস, বন্দর থানা আনসার ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা ভাষা শহীদদের স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণ করেন। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড

কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।

ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’

সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।

সূত্র: ইনসাইড ইভিস

সম্পর্কিত নিবন্ধ