Samakal:
2025-05-01@11:57:18 GMT

প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক

Published: 23rd, February 2025 GMT

প্রকৃত অপরাধীরা ধরা পড়ুক

যেই সময়ে দেশব্যাপী সেনাসদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান, সেই সময়েই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান অপরাধ সংঘটিত হইবার উদ্বেগজনক তথ্য আসিতেছে। রবিবার প্রকাশিত সমকালের এক প্রতিবেদন অনুযায়ী, প্রত্যহ দেশের বিভিন্ন এলাকায় অপরাধীদের বহুমাত্রিক তৎপরতার খবর মিলিতেছে এবং সংশ্লিষ্টরা এতটাই বেপরোয়া, ভুক্তভোগীকে প্রকাশ্যে অস্ত্রাঘাতে জখম করিতেছে। প্রকাশ্য দিবালোকে বাসে আরোহণ করিয়া যাত্রীদের মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা লুণ্ঠন করিতেছে। এমনকি চলমান বাসে অস্ত্রের মুখে নারীর শ্লীলতাহানিও ঘটাইতেছে। পুলিশের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত জানুয়ারিতে সমগ্র দেশে হত্যাকাণ্ডের শিকার হন ২৯৪ জন। এই সময়ে ১৭১টি চুরি, ৭১টি ডাকাতি, ১০৫টি অপহরণ এবং ১ সহস্র ৪৪০ জন নারী- শিশু নিপীড়নের ঘটনা ঘটে। গত বৎসর একই সময়ে হত্যার শিকার হন ২৩১ জন, ডাকাতি ২৯, চুরি ১৪১, অপহরণ ৪৩ এবং নারী ও শিশু নিপীড়নের ঘটনা ঘটে ১ সহস্র ৪৩টি। স্পষ্টত, গত বৎসরের জানুয়ারি অপেক্ষা এই জানুয়ারিতে সকল প্রকার অপরাধই বৃদ্ধি পাইয়াছে। শুধু ইহা নহে; অপরাধ বিশেষজ্ঞদের ভাষ্য, পুলিশের অপরাধ পরিসংখ্যান দিয়া সমাজের প্রকৃত চিত্র অনুধাবন কঠিন। কারণ, ঘটনার শিকার হইয়াও অনেকে মামলা করিতে চাহেন না। মামলা হইলেও পুলিশ গড়িমসি করে। উপরন্তু অভিযোগ, একাদিক্রমে অপরাধমূলক তৎপরতার তথ্যপ্রাপ্তির পরও পুলিশের কাহারও কাহারও মধ্যে রহিয়াছে আত্মতুষ্টির ছাপ। কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হইলেই উহা লইয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হইতেছে। এমনকি রাজধানীর অধিকাংশ থানায় নূতন মুখ হওয়ায় তাহারা এখনও এলাকাভিত্তিক অপরাধী এবং গোয়েন্দা তথ্য না রাখায় অকুস্থলে যথাসময়ে উপস্থিত হইতে পারেন নাই। ফলস্বরূপ, জেল হইতে নিষ্কৃতি পাইয়া পুনরায় অনেককে বড় অপরাধ সংঘটনে সংশ্লিষ্ট হইতে দেখা যাইতেছে।

শনিবার পুলিশ সদরদপ্তর জানাইয়াছে, সমগ্র দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ গত ১৪ দিনে সাকল্যে গ্রেপ্তারের সংখ্যা ৮ সহস্রাধিক। অন্যান্য মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হইয়াছে ৫৭২ জন। এতৎসত্ত্বেও অপরাধের ঘটনা বৃদ্ধি পাইল কেন? সম্ভবত এই প্রশ্নের উত্তর হিসাবেই সাবেক পুলিশ মহাপরিদর্শক মুহাম্মদ নুরুল হুদা বলিয়াছেন, অভিযানের মধ্যেও অপরাধমূলক তৎপরতা ইঙ্গিত দেয়– ততটা কার্যকরী অভিযান হইতেছে না। অপরাধ প্রতিরোধে চলমান কার্যক্রম আশানুরূপ নহে। এই প্রসঙ্গে অপরাধ বিশ্লেষক ড.

তৌহিদুল হকের বক্তব্য প্রণিধানযোগ্য। তিনি বলিয়াছেন, অভিযান সামগ্রিকভাবে না হইলে কাঙ্ক্ষিত ফল আসিবে না। তাঁহার পরামর্শ, রাজনৈতিক প্রেক্ষাপটের উপর গুরুত্ব না দিয়া যাহারাই অপরাধে সংশ্লিষ্ট হইবে, তাহাদের হস্তে লৌহকঙ্কণ পরাইতে হইবে।
জুলাই আন্দোলনের সময় বিভিন্ন থানা ও ফাঁড়ি হইতে ৫ সহস্র ৭৫০টি অস্ত্র লুট হয়। সেই অস্ত্রগুলির মধ্যে এখনও বেহাত ১৩ শতাধিক অস্ত্র। লুণ্ঠিত অনেক অস্ত্র পেশাদার অপরাধীদের হস্তগত হইয়াছে বলিয়া ধারণা করা হইতেছে। এহেন প্রেক্ষাপটে অপরাধ বৃদ্ধি পাওয়াই স্বাভাবিক।

আইনশৃঙ্খলা পরিস্থিতির এহেন অবনতি এমন সময়ে ঘটিতেছে যখন খোদ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাম্প্রতিক ডিসি সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষায় শক্ত হস্তে পদক্ষেপ গ্রহণের কথা বলিয়াছেন। ইহার অর্থ প্রধান উপদেষ্টার নির্দেশ বা আহ্বান মাঠে যথাযথভাবে প্রতিফলিত হইতেছে না, যাহা দুঃখজনক। আমাদের প্রত্যাশা, পুলিশের দুই কর্মকর্তার সমকালকে প্রদত্ত বক্তব্য অনুযায়ী, বিভিন্ন বাহিনীর সহিত আরও কার্যকর সমন্বয়ে অভিযান পরিচালনার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচিত হইবে। এই বিষয়ও বিবেচনায় রাখিতে হইবে, শুধু বিশেষ কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে গ্রেপ্তার যদি চলমান অভিযানের উদ্দেশ্য হয়, তাহা হইলে আটকের সংখ্যা বৃদ্ধি পাইবে বটে, প্রকৃত কার্যসিদ্ধি হইবে না।

উৎস: Samakal

কীওয়ার্ড: অপর ধ ই সময় হইত ছ সহস র চলম ন

এছাড়াও পড়ুন:

‘কৃষির উন্নয়নে জাপানের অংশীদারিত্ব আরও বৃদ্ধি করা হবে’

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, “জাপান বাংলাদেশের উন্নয়নে অন্যতম প্রধান অংশীদার ও পরীক্ষিত বন্ধু। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর মাধ্যমে দেশটি বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করে আসছে। আগামী দিনে বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে জাপানের অংশীদারিত্ব আরও বৃদ্ধি করা হবে।”

বুধবার (৩০ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত Saida Shinichi-এর সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে দুই দেশের মধ্যে কৃষি খাতে সহযোগিতা বিশেষ করে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ, ফসলের পোস্ট হার্ভেস্ট ম্যানেজমেন্ট ও সংরক্ষণ, জলবায়ু ও স্মার্ট কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনা, ২০২৭ সালে জাপানের ইয়োকোহামাতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক হর্টিকালচার এক্সপো’তে বাংলাদেশের অংশগ্রহণ, কৃষি বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সংস্কার, ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা, জাতীয় সংসদ নির্বাচন ইস্যু সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, “জাপান বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরও জোরদার হবে।” 

উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “২০২৭ সালে জাপানের ইয়োকোহামা'তে ‘আন্তর্জাতিক হর্টিকালচার এক্সপো’ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক এ এক্সপো'তে বাংলাদেশকে অংশগ্রহণের আমন্ত্রণ।”

উপদেষ্টা বলেন, “বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আর জাপান কৃষি খাতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারী দেশ। তাই জাপান বাংলাদেশের কৃষি খাতে বিশেষ করে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ, ফসলের পোস্ট হার্ভেস্ট ম্যানেজমেন্ট ও সংরক্ষণ, জলবায়ু ও স্মার্ট কৃষি, সেচ ও পানি ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহযোগিতা করতে পারে।” 

তিনি বলেন, “জাপান বাংলাদেশের কৃষি পণ্য সংরক্ষণে আধুনিক হিমাগার স্থাপন ও কুলিং ভ্যান সরবরাহ করে সহযোগিতা করতে পারে। তাছাড়া জাপান আমাদেরকে আধুনিক কৃষি সরঞ্জাম ও যন্ত্রপাতি দিয়ে সহায়তা করতে পারে।” 

তিনি এসময় রাষ্ট্রদূতকে বাংলাদেশে আধুনিক কৃষি সরঞ্জাম ও যন্ত্রপাতি তৈরির জন্য প্রযুক্তিগত সহায়তা দিয়ে সহযোগিতার আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, “কৃষি বিষয়ক দু'দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সর্বশেষ সভা ২০২৪ সালের মে মাসে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল। দ্রুত এ সংক্রান্ত পরবর্তী সভা আয়োজন করা দরকার।” 

উপদেষ্টা জানান, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভা এ বছরের অক্টোবর বা নভেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে পারে। এ সভা আয়োজনের বিষয়ে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করবে।

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রসঙ্গে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “বর্তমানে ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ উন্নতি হচ্ছে। তবে এটির আরও উন্নতির সুযোগ রয়েছে এবং আমরা এ ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি।” 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, “তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সুযোগ নেই, বরং দিন দিন এটির উন্নতি ঘটবে বলে আমি আশা করছি।”

পুলিশের সামর্থ্য ও গ্রহণযোগ্যতা বিষয়ে উপদেষ্টা বলেন, “৫ আগস্ট পরবর্তী পরিস্থিতির তুলনায় বর্তমানে পুলিশের সামর্থ্য, মনোবল ও বিশ্বাসযোগ্যতা অনেক বেশি বেড়েছে।” 

তিনি এসময় আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনায় জাপানের সহায়তা কামনা করেন। তাছাড়া তিনি নৌপুলিশ ও কোস্টগার্ডকে পেট্রোল ভেসেল ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা এবং অধিক সংখ্যক পুলিশ সদস্যকে জাপানে উন্নত প্রশিক্ষণে প্রেরণের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। 

রাষ্ট্রদূত জানান, আগামী ইন্টারপোল নির্বাচনে নির্বাহী কমিটির সদস্য পদে জাপানের পক্ষ থেকে মনোনয়ন প্রদান করা হবে। উপদেষ্টা এ পদে বাংলাদেশের পক্ষ থেকে জাপানকে পূর্ণ সমর্থনের আশ্বাস প্রদান করেন।
বৈঠকে কৃষি মন্ত্রণালয় ও জাপান দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

ঢাকা/নঈমুদ্দীন/এস

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপির শ্রমিক সমাবেশ শুরু 
  • বিএনপির শ্রমিক সমাবেশে নেতাকর্মীদের ঢল
  • সামাজিক মাধ্যমে ভুল তথ্যের ৪৫% রাজনৈতিক
  • নির্বাচনে র‌্যাব-পুলিশের সঙ্গে সশস্ত্র বাহিনী যুক্ত করাসহ ১২ প্রস্তাব
  • ‘কৃষির উন্নয়নে জাপানের অংশীদারিত্ব আরও বৃদ্ধি করা হবে’