‘গ্লেনজিউর’, প্রাচীন সভ্যতার মহিমা উদ্যাপনে শিক্ষার্থীদের সাংস্কৃতিক আয়োজন
Published: 24th, February 2025 GMT
মানবসভ্যতার বিকাশে মিসরীয়, সুমেরীয়, গ্রিক, চীনা ও বাংলা সভ্যতার অবদান গুরুত্বপূর্ণ। এই পাঁচ প্রাচীন সভ্যতা এবং এর গৌরবময় মহিমাকে নাচ-গান ও নাটক পরিবেশনার মাধ্যমে ফুটিয়ে তুলল রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল সাতারকুল তাদের বার্ষিক সাংস্কৃতিক আয়োজনে। গত শনিবার স্কুল মিলনায়তনে এ আয়োজনে শিক্ষার্থীরা ছাড়াও শিক্ষক, অভিভাবক ও স্কুলের কর্মচারীরা অংশ নেন।
শিক্ষার্থীদের জন্য ইতিহাস-ঐতিহ্যের এ অনন্য উপস্থাপন এবং আগামীর উদ্ভাবনী ধারণার সঙ্গে পরিচয় করাতে এই সৃজনশীল আয়োজন শিক্ষাব্যবস্থায় ইতিবাচক উদাহরণ তৈরি করবে। আয়োজকেরা বলছেন, অনুষ্ঠানটি কেবল বিনোদন নয়, এর পাশাপাশি ইতিহাস ও সংস্কৃতিতে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে ভূমিকা রাখবে। শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সংস্কৃতি, ইতিহাস ও সৃজনশীলতার সম্মিলিত এক অভিজ্ঞতা। এ ধারণা থেকেই গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল সাতারকুল তাদের বার্ষিক সাংস্কৃতিক আয়োজন গ্লেনজিউর ২০২৫-এর আয়োজন করে।
আয়োজনের শুরুতেই একটি অনবদ্য অর্কেস্ট্রা পরিবেশন করা হয়। আয়োজনটি শেষ করা হয় রোবটিকস পারফরম্যান্সের মাধ্যমে। উপস্থাপকদের পোশাকের অভিনবত্ব এ আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল। উপস্থাপকেরা শিক্ষার্থীদের বানানো জেনিথ, মেছ ডগ ও গ্রুভবট রোবট সেজে মঞ্চের স্পেসশিপে হাজির হন। বিভিন্ন পরিবেশনায় স্কুলটির গ্রেড ৬-৯–এর শিক্ষার্থীরা অংশ নেয়।
শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ রমেশ মুডগাল বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, ইতিহাসের প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে শিশুরা অতীতের ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে না। আশা করছি, এই আয়োজনের স্মৃতি তাদের আগামী দিনের জীবন গঠন ও পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খুলনায় ৮ ঘণ্টার ব্যবধানে ২ জনকে কুপিয়ে হত্যা
খুলনায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় মনোয়ার হোসেন টগর নামে এক যুবক এবং শনিবার (২ আগস্ট) ভোরে দিঘলিয়া উপজেলার বারাকপুরে আল-আমিন সিকদার নামে এক ভ্যানচালক খুন হন।
দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
পুলিশ জানায়, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর নন্দনপ্রতাপ গ্রামে আল-আমিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আল-আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “আল-আমিনের স্ত্রীর সাবেক স্বামী মো. আসাদুল ঝিনাইদহ থেকে এসে অতর্কিতে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর আসাদুল পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সাবেক স্ত্রীকে বিয়ে করার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।”
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
নগরীতে ছুরিকাঘাতে যুবক খুন
অপরদিকে, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হন মনোয়ার হোসেন টগর (২৫) নামে এক যুবক। তিনি ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক টগরের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই আবদুল হাই বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, হত্যাকারীরা টগরের পূর্ব পরিচিত। তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।”
ঢাকা/নুরুজ্জামান/ইভা