পাকিস্তানে না গিয়ে বিশাল সুবিধা পাচ্ছে ভারত
Published: 25th, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফির মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে খেলা হচ্ছে দুবাইয়েও। টুর্নামেন্টের বাকি সাত দল যখন এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ করছে, ভারত তখন বেশ আরামেই আছে। রোহিত–কোহলিদের ম্যাচগুলোই যে শুধু দুবাইয়ে হচ্ছে!
এক ভেন্যুতে সব ম্যাচ হওয়ায় ভারতীয় দলকে ভ্রমণ ঝক্কি পোহাতে হচ্ছে না। এ কারণে সেখানকার কন্ডিশনের সঙ্গে সহজেই মানিয়ে নিয়েছে, পিচ সম্পর্কেও স্বচ্ছ ধারণা পেয়ে গেছে। এটা ভারতকে বিশাল সুবিধা দিচ্ছে বলে দাবি করেছেন প্যাট কামিন্স।
দুবাইয়ের কন্ডিশন ও পিচ সম্পর্কে স্বচ্ছ ধারণা পেয়ে গেছে রোহিত শর্মার ভারত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘সানসিরোর ম্যাচটাই হবে অলিখিত ফাইনাল’
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে ঘরের মাঠে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ম্যাচের শুরুতে দুই গোলে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কাতালান ক্লাবটি। তবে দ্বিতীয় লেগে সানসিরোতে কাজটা সহজ দেখছেন না বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। বরং সেটিকে ‘ফাইনালের আগের আরেকটি ফাইনাল’ বলেই বিবেচনা করছেন এই জার্মান কোচ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ‘আমরা ভালোভাবে শুরু করিনি, দ্রুত দুটি গোল খেয়ে বসেছিলাম। কিন্তু দারুণভাবে ফিরে এসেছি এবং দ্বিতীয়ার্ধে আমরা নিয়ন্ত্রণ নিয়েছিলাম। এটা ছিল এক দুর্দান্ত ম্যাচ, বিশেষ করে দর্শকদের জন্য।’
ফ্লিক আরও বলেন, ‘মিলানের ম্যাচটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমাদের জিততেই হবে। এটা যেন আরেকটি ফাইনাল। আমরা আত্মবিশ্বাস নিয়ে খেলতে চাই এবং আশা করি ৯০ মিনিটই যথেষ্ট হবে ফাইনালে ওঠার জন্য।’
প্রতিপক্ষ ইন্টার মিলানের শক্তি ও অভিজ্ঞতা নিয়েও সতর্ক বার্সা কোচ, ‘ইন্টার অভিজ্ঞ দল। তারা সেট পিস থেকে আমাদের বিপদে ফেলেছে। লম্বা-দেহী ও বিপজ্জনক খেলোয়াড় রয়েছে তাদের দলে। তবে আমি আমার দলের মানসিকতা নিয়ে গর্বিত।’
১৭ বছর বয়সী লামিন ইয়ামালের প্রশংসায় ভাসান ফ্লিক। ম্যাচে এক গোল, এক অ্যাসিস্ট এবং এক আত্মঘাতী গোলে অবদান রাখার পর তাকে নিয়ে বলেন, ‘সে আমাদের পথ দেখিয়েছে। আজকের পারফরম্যান্সে তার অসাধারণতা স্পষ্ট। ইনজাঘির মতো আমিও বিশ্বাস করি, এ ধরনের খেলোয়াড় ৫০ বছরেও একবার আসে।’
ইন্টারের ঘরের মাঠ সানসিরোতে ৬ মে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। তার আগেই যুদ্ধের প্রস্তুতি সারছে বার্সেলোনা।