সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তদন্ত কমিটি
Published: 26th, February 2025 GMT
ভয়াভব অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দেশের অন্যতম পর্যটন কেন্দ্র রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পরিদর্শন করেছে তদন্ত কমিটির সদস্যরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তদন্ত কমিটির সদস্যরা সাজেক ভ্যালির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রুইলুই পাড়ায় যান।
এসময় উপস্থিত ছিলেন- তদন্ত কমিটির আহ্বায়ক রাঙামাটি স্থানীয় সরকারের উপ-পরিচালক মো.
আরো পড়ুন:
সাজেকে যেতে পারবেন পর্যটকরা
সাজেক যেন যুদ্ধবিধ্বস্ত নগরী
তদন্ত কমিটির আহ্বায়ক মো. মোবারক হোসেন বলেন, “অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটনের জন্য আজ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা প্রতিবেদন এবং সুপারিশ প্রদান করব।”
গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাজেকের একটি কটেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৩৪টি রিসোর্ট-কটেজ, ২৭টি দোকান-রোস্তোরাঁ এবং ৩৫টি বসতঘর আগুনে পুড়ে যায়।
ঢাকা/শংকর/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জাতীয় নারী ক্রিকেট দলের বেতন বাড়াল বিসিবি
জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মিরপুরে বিসিবি পরিচালকদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এত দিন ‘এ’ ক্যাটাগরিতে থাকা মেয়েরা ১ লাখ ২০ হাজার টাকা মাসিক বেতন পেতেন। তাঁদের বেতন ৪০ হাজার টাকা বাড়ানো হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পেতেন ১ লাখ টাকা করে বেতন। তাঁরা এখন থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা বেতন পাবেন।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা।
এ ছাড়া জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।
১ জুলাই থেকে কার্যকর হওয়া নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন তিন ক্রিকেটার—নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি। ‘সি’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন স্বর্ণা আক্তার।
‘ডি’ ক্যাটাগরিতে আছেন সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার। এই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের কেউ জাতীয় দলে এলে মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।