আ.লীগের আমলে মাদকের প্রসার ঘটে: হাসান আহমেদ
Published: 27th, February 2025 GMT
পতিত আওয়ামী লীগ সরকারের এমপিদের ছত্রছায়ায় মাদকের প্রচার এবং প্রসার ঘটে বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান হামিদ চৌধুরী কিরণ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রশাসনিক ভবনের সেমিনার রুমে অনুষ্ঠিত আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা ও সেমিনারে এ মন্তব্য করেন তিনি। ‘মাদককে না বলি, যুক্তি দিয়ে মুক্তি আনি’ প্রতিপাদ্যে শেকৃবি ডিবেটিং সোসাইটি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন, “রাজনৈতিক ছাত্রছায়া ছাড়া মাদকের প্রচার এবং প্রসার সম্ভব নয়। পতির আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি দলের নীতিনির্ধারকদের ছত্রছায়ায় মাদকের প্রসার ঘটে। মাদক নিয়ন্ত্রণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.
এছাড়াও উপস্থিতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক একেএম শওকত ইসলাম, শেকৃবি ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মো. খুরশিদ আলম চঞ্চল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, “মাদক পারমাণবিক বোমার থেকে বেশি ভয়াবহ। জাপানে পারমাণবিক বোমার বিস্ফোরণ হলেও এর প্রভাব বিশ্বের অন্য দেশে কিন্তু পড়েনি। তবে আফ্রিকা মহাদেশের উৎপাদিত মাদক কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। পৃথিবীর এমন কোন দেশ নেই, যেখানে মাদকের প্রভাব নেই।”
তিনি বলেন,“মাদক মূলত জীবন থেকে জীবন কেড়ে নেয়। নানা ধরনের রোগ সৃষ্টিসহ মাদক স্বাভাবিক জীবন ধ্বংস করে। মাদক প্রতিরোধে আমাদের দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্যে দিয়ে এ মাদকবিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে পরিণত করা উচিত।”
‘মাদক নিয়ন্ত্রণে রাজনৈতিক স্বদিচ্ছাই যথেষ্ঠ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার সঞ্চালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। এতে সরকারি দল হিসেবে অংশ নেয় শেকৃবি ডিবেটিং সোসাইটি এবং বিরোধীদল হিসেবে অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বিতার্কিক দল।
প্রতিযোগিতায় বিজয়ী হয় জবি বিতার্কিক দল এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন জবি শিক্ষার্থী ওয়াসিউল হাসান।
ঢাকা/মামুন/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড
কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।
ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’
সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।
সূত্র: ইনসাইড ইভিস