চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বহিষ্কার করতে প্রশাসনকে চাপ দিতে ‘অনুগত’ ছাত্রদের বলেছিলেন দুজন সহকারী প্রক্টর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছিল। সম্প্রতি এই মেসেজের (বার্তা) চারটি স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়েছে। অনেকে এটি নিয়ে সমালোচনা করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ভাইরাল হওয়া এসব স্ক্রিনশট বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে দিয়েছিলেন দুই সহকারী প্রক্টর। ওই ছাত্র একটি ছাত্রসংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত। প্রথম আলো ওই ছাত্রের সঙ্গে যোগাযোগ করেছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি এই মেসেজগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর দাবি সহকারী প্রক্টর একই ধরনের মেসেজ আরও কয়েকজনকে দিয়েছেন।

ভাইরাল হওয়া এসব স্ক্রিনশটে দেখা যায়, সহকারী প্রক্টর নুরুল হামিদ এক শিক্ষার্থীকে কর্তৃপক্ষের গঠন করা দুটি তদন্ত কমিটির তথ্য পাঠিয়েছেন। এই দুটি তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতেই ১১ ছাত্রীসহ ১২ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এসব তথ্য পাঠিয়ে সহকারী প্রক্টর বলেছিলেন, ‘চাপ দাও, দাবি আদায় করো।’ খোঁজ নিয়ে জানা যায় এটি ৬ ফেব্রুয়ারির কথোপকথন।

আরেকটি স্ক্রিনশটে দেখা যায় নুরুল হামিদ লিখেছেন, ‘তোমরা আগামীকাল কঠিন কর্মসূচি দাও। অন্তত যেন প্রাথমিক শাস্তি হিসেবে হল থেকে বহিষ্কার করে দেয়।’ আরেকটিতে দেখা যায়, এক ছাত্রীর জীবনবৃত্তান্ত পাঠিয়ে সহকারী প্রক্টর বলছেন, ‘এদের বিরুদ্ধে শাস্তি নিতে প্রশাসনকে চাপ দাও। প্রক্টর অফিস ঘেরাও করো। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে।’ এই দুটিও ৬ ফেব্রুয়ারির পাঠানো বার্তা বলে প্রথম আলোকে এক শিক্ষার্থী নিশ্চিত করেছেন। আরেকটি স্ক্রিনশটে দেখা যায়, সহকারী প্রক্টর কোরবান আলী ছাত্রীদের নাম ছবি ও শিক্ষাবর্ষ পাঠিয়েছেন। এটি ১২ ফেব্রুয়ারির ঘটনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এসব স্ক্রিনশট ছড়িয়ে পড়ার পর অনেকেই এসবের সমালোচনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টররা এভাবেই ছাত্রীদের বিরুদ্ধে মব তৈরির জন্য কতিপয় ছাত্রকে ফুঁসলেছেন। প্রক্টরিয়াল বডির নাম পরিবর্তন করে ‘‘উইচ হান্টিং ইউনিট” দিলে আরও যথোপযুক্ত হয়।’

স্ক্রিনশট ফাঁস হওয়ার বিষয়ে জানতে চেয়ে সহকারী প্রক্টর নুরুল হামিদ ও কোরবান আলীর মুঠোফোনে অন্তত পাঁচবার ফোন করা হয়েছে। তবে তাঁরা কেউই সাড়া দেননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফও ফোন রিসিভ করেননি।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো.

কামাল উদ্দিন (প্রশাসনিক) প্রথম আলোকে বলেন, ‘স্ক্রিনশটের বিষয়টি তাঁদের নজরে আসেনি। নজরে এলে প্রশাসন এ বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেবে।’

উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি শেখ হাসিনা হলের (বর্তমানে বিজয় ২৪ হল) ১০ ছাত্রীকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। ৫ ফেব্রুয়ারি মধ্যরাতে ছাত্রী হলের সামনে রাখা নৌকা আকৃতির বসার স্থান ভাঙচুর করতে যাওয়া কিছু শিক্ষার্থীর সঙ্গে বিতণ্ডাও হয়েছিল আবাসিক ছাত্রীদের।

ছাত্রীদের অভিযোগ, মধ্যরাতে একদল শিক্ষার্থী হলে এসে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। এসব ঘটনায় হলের আবাসিক শিক্ষক ও প্রক্টরিয়াল বডিকে ফোনে পাওয়া যায়নি। এ কারণেই তাঁরা প্রতিবাদ জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সহকারী প্রক্টর অধ্যাপক কোরবান আলীকে শারীরিক লাঞ্ছনা করতে দেখা গেছে এক ছাত্রীকে। এ ছাড়া কয়েকটি ভিডিওতে প্রক্টরিয়াল বডির একাধিক সদস্যকে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা যায়। এর মধ্যে কোরবান আলী ও নুরুল হামিদও ছিলেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর ছ ন সহক র

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ