ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত থেকে ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

আজ শুক্রবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত এলাকার একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। পরে সন্ধ্যা ৭টার দিকে হুদাপাড়া গ্রামের প্রয়াত রমজান আলী খানের ছেলে মো.

হারুনের (৩৫) বসতবাড়ীর অদূরে একটি পরিত্যক্ত গোয়াল ঘরে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মো. হারুন কৌশলে পালিয়ে যান। পরে সেখানে তল্লাশি করে একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দ্বারা মোড়ানো দুটি প্যাকেট জব্দ করা হয়। সেগুলো খুলে দুই কেজি ৩৩৫ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, এ ঘটনায় একটি মামলা করা হবে। এরপর স্বর্ণের বারগুলো ট্রেজারি বিভাগে জমা দেওয়া হবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: স বর ণ র

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ