ভারতের দাপট কমাতেই আইসিসির এমন নিয়ম—অভিযোগ অশ্বিনের
Published: 1st, March 2025 GMT
এ আলোচনা আগেও হয়েছে। ওয়ানডে ক্রিকেটে দুই প্রান্ত থেকে দুটি নতুন বল ব্যবহার ব্যাটসম্যানদের জন্য খেলাটা অনেক সহজ করে দিয়েছে, এমন মত দিয়েছেন অনেক বোলার।
গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সেই প্রসঙ্গ তুললেন আবারও। তবে এর সঙ্গে তিনি যোগ করেছেন নতুন অভিযোগও। এই স্পিনার অভিযোগ করেছেন, আইসিসি এই নিয়ম করেছিল ভারতের স্পিনারদের দাপট কমাতে।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন দাবি করেন, ‘২০১৩-১৪ সাল পর্যন্ত (আসলে ২০১১ সাল পর্যন্ত) ওয়ানডেতে একটি বল ব্যবহার হতো। এরপর এক দিনের ক্রিকেটে নতুন নিয়ম চালু হয়, যেখানে পাঁচজন ফিল্ডার বৃত্তের মধ্যে থাকবে ও দুটি নতুন বলের ব্যবহার শুরু হয়। ভারতের স্পিনারদের দাপট কমাতে আইসিসি নতুন নিয়ম চালু করেছে। এটা আমার মত। আমি মনে করি, এটি খেলায় প্রভাব ফেলেছে। রিভার্স সুইং হারিয়ে গেছে। ফিঙ্গার স্পিনারদের ভূমিকা কমে গেছে।’
খেলা এত ধীরগতিতে চলছে, যেন এটি শুধু টেনে নেওয়া হচ্ছে। আজকালকার ক্রিকেটে ৫০ ওভারের সংস্করণের জন্য সত্যিই কোনো জায়গা আছে কি না, তা নিয়ে আমার মনে প্রশ্ন এসেছেরবিচন্দ্রন অশ্বিন৫০ ওভার ক্রিকেটে দুই বল ব্যবহারের শুরু থেকেই এটির বিপক্ষে ছিল ভারত। অশ্বিন আবার এই প্রসঙ্গ টেনেছেন চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে কথা বলতে গিয়ে। ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন ভারতের সাবেক এই ক্রিকেটার।
এই অফ স্পিনার বলেছেন, ‘আফগানিস্তান ও ইংল্যান্ড ম্যাচের আগে আমি এক দিনের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ভাবছিলাম। টি-টোয়েন্টি ক্রিকেট দর্শকদের আকর্ষণ করে, এবং এর জনপ্রিয়তা বেশি। কারণ, ম্যাচ মাত্র চার ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। আমি মনে করি, আফগানিস্তানের মতো দলের প্রথম শ্রেণির কাঠামো উন্নত হলে টেস্ট ক্রিকেটের চাহিদাও বাড়বে। কিন্তু ওয়ানডে ক্রিকেটে কোনো প্রতিযোগিতা নেই।’
আরও পড়ুনতোমাদের বেতন হয় ভারতের কারণে—সমালোচকদের পাল্টা তোপ গাভাস্কারের৩ ঘণ্টা আগে২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায়। এই টুর্নামেন্ট নিয়ে আইসিসিকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন অশ্বিন, ‘দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ আইসিসির জন্য সত্যিকারের চ্যালেঞ্জ হতে যাচ্ছে। এটি নিয়ে এখন সিদ্ধান্ত নিতে হবে। কারণ, খেলা এত ধীরগতিতে চলছে, যেন এটি শুধু টেনে নেওয়া হচ্ছে। আজকালকার ক্রিকেটে ৫০ ওভারের সংস্করণের জন্য সত্যিই কোনো জায়গা আছে কি না, তা নিয়ে আমার মনে প্রশ্ন এসেছে।’
চ্যাম্পিয়নস ট্রফি একঘেয়ে লাগছে অশ্বিনের.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র র জন য আইস স
এছাড়াও পড়ুন:
সালাউদ্দিনের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত, বেতন বেড়ে প্রায় ১০ লাখ
স্বল্প মেয়াদে চুক্তিবদ্ধ হয়ে সিনিয়র সহকারী কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তাঁর কাজে আস্থা দেখে মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।
শুরু থেকে হিসেব করলে তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছেন দেশসেরা এই কোচ। শুধু তাই নয়, বেতন বেড়ে প্রায় ১০ লাখ ছুঁই ছুঁই করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সূত্র রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে।
গত ৩০ জুন বিসিবির ১৯তম বোর্ড মিটিংয়ে চুক্তি কার্যকর করে পরিচালনা পর্ষদ। ২০২৪ সালের শেষে আরব আমিরাত সফর দিয়ে কাজ শুরু করেন সালাউদ্দিন। প্রাথমিকভাবে চুক্তি হয়েছিল চলতি বছরের মার্চের ১৫ তারিখ পর্যন্ত।
আরো পড়ুন:
বিসিএলে বিদেশি দল, এনসিএলে বিদেশি ক্রিকেটার
তিন সপ্তাহের জন্য আসছেন উড, মনোবিদ স্কট
সালাউদ্দিনের বেতন নির্ধারণ করেছিলেন তৎকালীন সভাপতি ফারুক আহমেদ। ৭ লাখ থেকে সর্বোচ্চ ৮ লাখ টাকার মধ্যে পেতেন সালাউদ্দিন।
এবার সেটি বেড়ে হয়েছে ৯ লাখ ৬১ হাজার টাকা। প্রায় ১০ লাখ টাকা বেতনের সঙ্গে দলের সিরিজ ও সফরকালীন সুযোগ-সুবিধা পাবেন এই কোচ।
নতুন চুক্তিতে বছরে সর্বোচ্চ ছুটি ধরা হয়েছে ৪০ দিন। ৩০ দিনের নোটিশে চাকরিচ্যুত করার বিধান রাখা হয়েছে। এমনিতে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের ডেরায় থাকবেন এই কোচ।
ঢাকা/রিয়াদ/আমিনুল