রিয়াল মাদ্রিদের হলো কী? একটা সময় মনে হচ্ছিল হেসে খেলেই লা লিগার শিরোপা ধরে রাখবে কার্লো আনচেলত্তির দল। তবে হঠাৎ ছন্দ হারায় লস ব্ল্যাঙ্কসরা। শেষ ৪ ম্যাচে মাত্র এক জয় নিয়ে শনিবার (১ মার্চ, ২০২৫) রিয়াল বেটিসের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে হারের বৃত্ত থেকে বের হতে পারল না ‘মাদ্রিদের সাদারা’। সব মিলিয়ে শেষ ৫ ম্যাচে মাত্র একটি জয়ে নিজেদের অবস্থা আরও ঘোলাটে করল আনচেলত্তির শিষ্যদের।
বেটিসের মাঠ বেনিতো ভিয়ামারিয়াতে গিয়ে ছন্দহীন ফুটবল খেলে রিয়াল। ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। উল্টো এক সময়ের ঘরের ছেলে ইসকোর নৈপুন্যে ২-১ ব্যবধানে হেরে শিরোপা ধরে রাখার মিশনে বড়সড় হোঁচট খেল রিয়াল। হারাতে হলো পয়েন্ট টেবিলের শীর্ষস্থান।
ম্যাচের ১০ মিনিটেই গোলের দেখা পায় রিয়াল। এটাকিং মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ লস ব্ল্যাঙ্কসদের এগিয়ে দেন। ৩৪ মিনিটে ইসকোর পাস থেকে বেটিসকে সমতায় ফেরান জনি কারদোসো। বিরতির পর খেলা শুরু হলে ৯ মিনিটের মাথায় পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি এক সময়ের মাদ্রিদিস্তা ইসকো।
আরো পড়ুন:
রিয়ালের ‘ব্ল্যাঙ্ক চেক’ প্রত্যাখ্যান করেছিলেন নেইমার
সোসিয়েদাদ দর্শকদের অসহিষ্ণুতা, ম্যাচের পার্থক্য গড়লেন এনদ্রিক
এই ম্যাচে গোলের পর উল্লাস করে সমালোচনার জন্ম দিলেন ইসকো। এই ৩২ বছর বয়সী মিডফিল্ডার ২০১৩ সালের জুলাইয়ে মালাগা থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন। ইসকোকে প্রাধান্য দিয়ে কম্বিনিশান ঠিক রাখতেই লস ব্ল্যাঙ্কসরা ছেড়ে দেয় মেসুত ওজিলের মতো মিডফিল্ডার। যে প্রত্যাশা নিয়ে ইসকোকে রিয়ালে আনা হয়েছিল তার প্রতিদান দিতে পারেননি তিনি। রিয়ালের জার্সিতে ৫ চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি ৩ লা-লিগা শিরোপা জেতেন তিনি। তবে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে এভাবে উদযাপনকে মোটেই সহজভাবে নিচ্ছে না মাদ্রিদ সমর্থকরা।
এদিকে ম্যাচ হারের পর রিয়াল বস আনচেলত্তি বলেন, “সত্যিই বড় এক ধাক্কা। আমাদের জেগে উঠা দরকার। লিগের এই পর্যায়ে হেরে যাওয়া খুব বড় ক্ষতি হয়ে গেল। আমরা ভালো খেলিনি। প্রথমার্ধে আমরা ২৭ বার বল খুইয়েছি। এটা অনেক বেশি।”
রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে এই মঙ্গলবারেই মাঠে নামতে হচ্ছে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে। আনচেলত্তি এভাবে খেললে জিততে পারবেন না তারা, “আমরা যদি এভাবে খেলি, মঙ্গলবার আমরা জিততে পারব না। ব্যাপারটা পরিষ্কার। আশা করছি হারটা আমাদের জাগিয়ে দেবে। আমাদের অনেক বেশি সংগঠিত হতে হবে।”
লা লিগায় ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেল রিয়াল। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স প য ন শ ফ টবল
এছাড়াও পড়ুন:
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১
খুলনা নগরের আড়ংঘাটায় কুয়েট আইটি গেট–সংলগ্ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা গুলি ও বোমা হামলা চালিয়েছে। এতে ইমদাদুল হক (৫৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সোয়া নয়টার দিকে এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মামুন শেখসহ আরও তিনজন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাতে মামুন শেখ স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই কার্যালয়ে বসে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা অফিস লক্ষ্য করে পরপর দুটি বোমা ও চারটি গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়। প্রথম গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা শিক্ষক ইমদাদুল হকের শরীরে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে আবার গুলি চালালে মামুন শেখসহ অন্য দুজন গুলিবিদ্ধ হন। পরে দলীয় নেতা-কর্মী ও স্বজনেরা তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহত ইমদাদুল বছিতলা নুরানি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এলাকাবাসীর ভাষ্য, তিনি একটি মাহফিলের অনুদান সংগ্রহের জন্য ওই কার্যালয়ে গিয়েছিলেন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাসার বলেন, মামুন শেখ প্রায়ই স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে কার্যালয়ে বসে আড্ডা দেন। গতকাল রাতেও তিনি আড্ডা দিচ্ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছিল। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।