Prothomalo:
2025-05-01@07:54:13 GMT

রুপন্তি যখন প্রেরণা

Published: 3rd, March 2025 GMT

সিডনিতে প্রথম দিনেই আলোচনায় হিন্দি ভিন্দি; এ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন রুপন্তি আকিদ। অস্ট্রেলিয়া-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত আলী সায়েদ পরিচালিত এ ছবিতে রিয়ানা চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই অভিনেত্রী। গত ২৭ ফেব্রুয়ারি ছবিটি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে।
রুপন্তির এ সাফল্যে সিডনির বাংলাদেশিরা গর্বিত। এখন সিডনিতে রয়েছেন বাংলাদেশের অভিনেতা মাজনুন মিজান। তিনি প্রিমিয়ার শোতে আমন্ত্রিত হয়ে ছবিটি দেখেছেন। মিজান বলেন, ‘রুপন্তি আমাদের গর্ব। ও ভালো অভিনয় করে, তা আমি জানি। কিন্তু এ ছবিতে ও আরও বেশি ছাড়িয়ে গেছে। তার এ সাফল্য আমাদের সবার জন্য অনুপ্রেরণা।’

অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি প্রযোজক ও সমাজকর্মী রইসুদ্দীন রাসেল বলেন, ‘রুপন্তির অভিনয়ে একটি স্বাভাবিক দক্ষতা আছে। তিনি যে চরিত্রেই অভিনয় করেন, জীবন্ত হয়ে ওঠে। এ চলচ্চিত্রে তাঁর অভিনয়দক্ষতা নতুন মাত্রা পেয়েছে। শুধু একজন অভিনেত্রী নন, তিনি আমাদের সংস্কৃতির প্রতিনিধি।’ প্রবাসীরা বলছেন, রুপন্তি আকিদের এ সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জনই নয়, দক্ষিণ এশীয় তরুণদের জন্য প্রেরণা হয়ে থাকবে।

সিডনির স্থানীয় থিয়েটার ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে রুপন্তি আকিদের অভিনয়যাত্রা শুরু। অস্ট্রেলিয়ার বহুসংস্কৃতির পরিবেশে নিজের প্রতিভাকে তিনি বিকশিত করেছেন। স্থানীয় থিয়েটার গ্রুপ ও কমিউনিটি আয়োজনে নিয়মিত অংশ নিয়ে সিডনির বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির মধ্যে পরিচিত হয়ে ওঠেন।

রুপন্তী আকিদ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন

ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার দিবাগত রাতে উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজিলা খাতুন (৪৫) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির মিয়া (৩০) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের সেলিম মিয়ার ছেলে। ঘটনার রাতে স্ত্রী রুমা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যান মনির। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি বাড়ি ফিরে আসেন এবং চার বছরের ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চান। এতে স্ত্রীর সঙ্গে তার আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। তখন মনির শাশুড়িকে ছুরিকাঘাত করেন। পাশাপাশি স্ত্রীকেও আঘাত করেন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফজিলা খাতুনের মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো। তবে অভিযুক্ত পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ