অনুমোদন ছাড়াই যত্রতত্র ট্যাং কারখানা, লক্ষ্মীপুরে লাখ টাকা জরিমানা
Published: 3rd, March 2025 GMT
কোনো অনুমোদন ছাড়াই যত্রতত্র ট্যাং কারখানা গড়ে উঠছে। ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও তা বাজারজাতও করা হচ্ছে। অভিযোগ পেয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের মৌলভীর হাটে অভিযান চালিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।
এসময় ‘Taha me Orange’ নামে অনুমোদনহীন একটি ট্যাং তৈরি প্রতিষ্ঠানের এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়েছে।
রোববার (২ মার্চ) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা এ জরিমানা করেন।
উপজেলা প্রশাসন জানায়, ট্যাং তৈরির ওই প্রতিষ্ঠানটিতে পুলিশের সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান পরিচালনা করেন। এ সময় অনিবন্ধিত অবস্থায় খাদ্যদ্রব্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ ও বিক্রয় করার অপরাধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ‘Taha me Orange’ এর সত্ত্বাধিকারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠান থেকে তৈরিকৃত খাদ্যদ্রব্যের নমুনা বিএসটিআইয়ের ল্যাবে পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়।
জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।
ঢাকা/লিটন/টিপু
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত উপজ ল
এছাড়াও পড়ুন:
খুলনায় ৮ ঘণ্টার ব্যবধানে ২ জনকে কুপিয়ে হত্যা
খুলনায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় মনোয়ার হোসেন টগর নামে এক যুবক এবং শনিবার (২ আগস্ট) ভোরে দিঘলিয়া উপজেলার বারাকপুরে আল-আমিন সিকদার নামে এক ভ্যানচালক খুন হন।
দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
পুলিশ জানায়, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর নন্দনপ্রতাপ গ্রামে আল-আমিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আল-আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “আল-আমিনের স্ত্রীর সাবেক স্বামী মো. আসাদুল ঝিনাইদহ থেকে এসে অতর্কিতে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর আসাদুল পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সাবেক স্ত্রীকে বিয়ে করার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।”
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
নগরীতে ছুরিকাঘাতে যুবক খুন
অপরদিকে, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হন মনোয়ার হোসেন টগর (২৫) নামে এক যুবক। তিনি ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক টগরের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা মডেল থানার এসআই আবদুল হাই বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, হত্যাকারীরা টগরের পূর্ব পরিচিত। তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।”
ঢাকা/নুরুজ্জামান/ইভা